মধ্য ইন্দোনেশিয়ায় অজগরের পেট থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর মৃতদেহ। তিনি ইন্দোনেশিয়ার সুলাওয়েসি অঞ্চলের কালেম্পাং গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।
গত শুক্রবার নিখোঁজ ফরিদাকে উদ্ধার করা হয় প্রায় পাঁচ মিটার (১৬ ফুট) লম্বা এক অজগরের পেট থেকে।
গ্রামের প্রধান সুয়ার্দি রোসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, চার সন্তানের মা ফরিদা গত বৃহস্পতিবার রাতে বাড়ি না ফেরায় তাঁর স্বামী খুঁজতে বের হন। কিছু সময় পর তিনি এক জায়গায় ফরিদার কিছু জিনিসপত্র দেখতে পান। এসব দেখে সন্দেহ হওয়ায় এলাকাবাসীকে নিয়ে তিনি খোঁজাখুঁজি করেন।
সুয়ার্দি বলেন, একপর্যায়ে তারা বিশালাকার এক অজগর দেখতে পান। অজগরটির পেট ছিল অস্বাভাবিক বড়। তাই তারা সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেন। পেট কাটতেই বেরিয়ে আসে ফরিদার মাথা। পরে অজগরের পেট থেকে বের করা হয় ফরিদার মরদেহ।
এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল মনে হলেও সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় অজগরের হাতে বেশ কয়েকজন মারা গেছেন।
গত বছর, দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির তিনাঙ্গিয়া জেলার বাসিন্দারা একটি আট মিটার লম্বা অজগর মেরে ফেলে কারণ। সাপটি গ্রামের এক কৃষককে শ্বাসরোধ করে খেয়ে ফেলেছিল।
২০১৮ সালে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির মুনা শহরে ৫৪ বছর বয়সী এক নারীকে পাওয়া যায় সাত মিটার লম্বা অজগরের পেটে।
এর আগের বছর পশ্চিম সুলাওয়েসির একজন কৃষক নিখোঁজ হন। পরে দেখা যায়, পাম বাগানে চার মিটার লম্বা একটি অজগর তাঁকে জীবিত গিলে ফেলছে।
মধ্য ইন্দোনেশিয়ায় অজগরের পেট থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর মৃতদেহ। তিনি ইন্দোনেশিয়ার সুলাওয়েসি অঞ্চলের কালেম্পাং গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।
গত শুক্রবার নিখোঁজ ফরিদাকে উদ্ধার করা হয় প্রায় পাঁচ মিটার (১৬ ফুট) লম্বা এক অজগরের পেট থেকে।
গ্রামের প্রধান সুয়ার্দি রোসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, চার সন্তানের মা ফরিদা গত বৃহস্পতিবার রাতে বাড়ি না ফেরায় তাঁর স্বামী খুঁজতে বের হন। কিছু সময় পর তিনি এক জায়গায় ফরিদার কিছু জিনিসপত্র দেখতে পান। এসব দেখে সন্দেহ হওয়ায় এলাকাবাসীকে নিয়ে তিনি খোঁজাখুঁজি করেন।
সুয়ার্দি বলেন, একপর্যায়ে তারা বিশালাকার এক অজগর দেখতে পান। অজগরটির পেট ছিল অস্বাভাবিক বড়। তাই তারা সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেন। পেট কাটতেই বেরিয়ে আসে ফরিদার মাথা। পরে অজগরের পেট থেকে বের করা হয় ফরিদার মরদেহ।
এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল মনে হলেও সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় অজগরের হাতে বেশ কয়েকজন মারা গেছেন।
গত বছর, দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির তিনাঙ্গিয়া জেলার বাসিন্দারা একটি আট মিটার লম্বা অজগর মেরে ফেলে কারণ। সাপটি গ্রামের এক কৃষককে শ্বাসরোধ করে খেয়ে ফেলেছিল।
২০১৮ সালে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির মুনা শহরে ৫৪ বছর বয়সী এক নারীকে পাওয়া যায় সাত মিটার লম্বা অজগরের পেটে।
এর আগের বছর পশ্চিম সুলাওয়েসির একজন কৃষক নিখোঁজ হন। পরে দেখা যায়, পাম বাগানে চার মিটার লম্বা একটি অজগর তাঁকে জীবিত গিলে ফেলছে।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৬ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৬ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৭ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৮ ঘণ্টা আগে