জাপানের রাজধানী টোকিও এবং এর আশপাশের অঞ্চলের ৩ কোটি ৭০ লাখ বাসিন্দাকে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি নিভিয়ে রাখতে আহ্বান জানিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় সোমবার বিদ্যুতের ব্যবহার কমাতে এই আহ্বান জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাপান সরকার জানিয়েছে—ভয়াবহ দাবদাহ চলায় দেশটিতে বিদ্যুতের উৎপাদন হ্রাস পেতে পারে। ফলে, বিদ্যুতের চাহিদা বাড়তে পারে।
জাপানের অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে স্থানীয় সময় আজ সোমবার বিকেলে তীব্র দাবদাহের কারণে বিদ্যুতের চাহিদা বাড়তে পারে। এ অবস্থায় বিদ্যুতের চাহিদাও বাড়তে
পারে। তাই টোকিও এবং এর আশপাশের অঞ্চলের বাসিন্দাদের বৈদ্যুতিক বাতি ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে।
জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হিট স্ট্রোক এড়াতে লোকজন যেন তাপমাত্রা কমাতে এয়ারকন্ডিশনার এবং ফ্যান ব্যবহার নিশ্চিত করতে পারে এ জন্য জনগণের উচিত হবে অপ্রয়োজনীয় বাতি নিভিয়ে রাখা।
বিগত কয়েক সপ্তাহ ধরেই দেশটির আবহাওয়া কর্মকর্তারা সতর্ক আসছিলেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে বিদ্যুতের চাহিদা বাড়াতে পারে। এর আগের সপ্তাহের শেষ দিকে টোকিওর তাপমাত্র ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। টোকিওর উত্তর–পূর্বাঞ্চলের শহর ইসেসাকিতে তাপমাত্র উঠেছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। জুন মাসের এই তাপমাত্রা জাপানের ইতিহাসে সর্বোচ্চ।
জাপানে জুন মাসে গ্রীষ্মকালের শুরু হলেও সাধারণত তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকে। কিন্তু অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে এই মাসের তাপমাত্রা।
জাপানের রাজধানী টোকিও এবং এর আশপাশের অঞ্চলের ৩ কোটি ৭০ লাখ বাসিন্দাকে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি নিভিয়ে রাখতে আহ্বান জানিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় সোমবার বিদ্যুতের ব্যবহার কমাতে এই আহ্বান জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাপান সরকার জানিয়েছে—ভয়াবহ দাবদাহ চলায় দেশটিতে বিদ্যুতের উৎপাদন হ্রাস পেতে পারে। ফলে, বিদ্যুতের চাহিদা বাড়তে পারে।
জাপানের অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে স্থানীয় সময় আজ সোমবার বিকেলে তীব্র দাবদাহের কারণে বিদ্যুতের চাহিদা বাড়তে পারে। এ অবস্থায় বিদ্যুতের চাহিদাও বাড়তে
পারে। তাই টোকিও এবং এর আশপাশের অঞ্চলের বাসিন্দাদের বৈদ্যুতিক বাতি ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে।
জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হিট স্ট্রোক এড়াতে লোকজন যেন তাপমাত্রা কমাতে এয়ারকন্ডিশনার এবং ফ্যান ব্যবহার নিশ্চিত করতে পারে এ জন্য জনগণের উচিত হবে অপ্রয়োজনীয় বাতি নিভিয়ে রাখা।
বিগত কয়েক সপ্তাহ ধরেই দেশটির আবহাওয়া কর্মকর্তারা সতর্ক আসছিলেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে বিদ্যুতের চাহিদা বাড়াতে পারে। এর আগের সপ্তাহের শেষ দিকে টোকিওর তাপমাত্র ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। টোকিওর উত্তর–পূর্বাঞ্চলের শহর ইসেসাকিতে তাপমাত্র উঠেছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। জুন মাসের এই তাপমাত্রা জাপানের ইতিহাসে সর্বোচ্চ।
জাপানে জুন মাসে গ্রীষ্মকালের শুরু হলেও সাধারণত তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকে। কিন্তু অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে এই মাসের তাপমাত্রা।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম এক্স মাধ্যমে পরপর তিনটি পোস্ট দিয়েছেন। এসব পোস্টে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
২ ঘণ্টা আগেইউক্রেনের সীমানা জোর করে পরিবর্তন করা যাবে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এই সতর্কতা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে আসন্ন আলাস্কা সম্মেলনের তিন দিন আগে।
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধের কারণে শ্রমিক সংকট মোকাবিলায় হাজার হাজার উত্তর কোরিয়ানকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়ায় পৌঁছানোর পর দাসের মতো শর্তে কাজ করানো হচ্ছে উত্তর কোরিয়ার শ্রমিকদের।
৩ ঘণ্টা আগে