Ajker Patrika

৪ কোটি মানুষকে বৈদ্যুতিক বাতির ব্যবহার কমাতে বলল জাপান 

৪ কোটি মানুষকে বৈদ্যুতিক বাতির ব্যবহার কমাতে বলল জাপান 

জাপানের রাজধানী টোকিও এবং এর আশপাশের অঞ্চলের ৩ কোটি ৭০ লাখ বাসিন্দাকে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি নিভিয়ে রাখতে আহ্বান জানিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় সোমবার বিদ্যুতের ব্যবহার কমাতে এই আহ্বান জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাপান সরকার জানিয়েছে—ভয়াবহ দাবদাহ চলায় দেশটিতে বিদ্যুতের উৎপাদন হ্রাস পেতে পারে। ফলে, বিদ্যুতের চাহিদা বাড়তে পারে। 

জাপানের অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে স্থানীয় সময় আজ সোমবার বিকেলে তীব্র দাবদাহের কারণে বিদ্যুতের চাহিদা বাড়তে পারে। এ অবস্থায় বিদ্যুতের চাহিদাও বাড়তে 
পারে। তাই টোকিও এবং এর আশপাশের অঞ্চলের বাসিন্দাদের বৈদ্যুতিক বাতি ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে। 

জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হিট স্ট্রোক এড়াতে লোকজন যেন তাপমাত্রা কমাতে এয়ারকন্ডিশনার এবং ফ্যান ব্যবহার নিশ্চিত করতে পারে এ জন্য জনগণের উচিত হবে অপ্রয়োজনীয় বাতি নিভিয়ে রাখা। 

বিগত কয়েক সপ্তাহ ধরেই দেশটির আবহাওয়া কর্মকর্তারা সতর্ক আসছিলেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে বিদ্যুতের চাহিদা বাড়াতে পারে। এর আগের সপ্তাহের শেষ দিকে টোকিওর তাপমাত্র ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। টোকিওর উত্তর–পূর্বাঞ্চলের শহর ইসেসাকিতে তাপমাত্র উঠেছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। জুন মাসের এই তাপমাত্রা জাপানের ইতিহাসে সর্বোচ্চ। 

জাপানে জুন মাসে গ্রীষ্মকালের শুরু হলেও সাধারণত তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকে। কিন্তু অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে এই মাসের তাপমাত্রা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত