আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে ফিরেছেন দেশটির পুলিশ বাহিনীর সদস্যরা। গত রোববার কর্মকর্তারা এমনটি জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের সরকার উৎখাত হওয়ার পর থেকে পুলিশ সদস্যরা তাঁদের দায়িত্ব থেকে সরে যান।
দুজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গত শনিবার তাঁরা কাজে ফিরেছেন। তালেবান কমান্ডাররাই তাঁদের ফোন দিয়েছেন।
গত রোববার কাবুল বিমানবন্দরের পরিস্থিতি সরেজমিনে দেখতে যান এএফপির একজন প্রতিবেদক। তিনি সেখানে অভ্যন্তরীণ টার্মিনালসহ বিমানবন্দরের বাইরের বেশ কয়েকটি প্রধান প্রধান ভবনের পাশে চেক পয়েন্টে পুলিশ সদস্যদের টহল দিতে দেখতে পান।
নাম প্রকাশ না করার শর্তে আফগান পুলিশের একজন সদস্য বলেন, `আমি দুই সপ্তাহ পরে কাজে ফিরেছি। আমাকে তালেবান কমান্ডাররা ফোন দিয়ে কাজে ফিরতে বলেছেন।'
আরেক পুলিশ কর্মকর্তা বলেন, `একজন সিনিয়র তালেবান কমান্ডারের কাছ থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান পেয়ে আমি এখানে এসেছি। গতকাল খুব ভালো দিন ছিল। মানুষকে আবারও সেবা করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক বাহিনী গত ৩০ আগস্ট পর্যন্ত কাবুল থেকে দুই সপ্তাহের অভিযানে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়। বিশৃঙ্খলপূর্ণভাবে লোকজনকে সরিয়ে নেওয়ার পর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ধ্বংসস্তূপে পরিণত হয়, বন্ধ হয়ে যায় সব ধরনের বিমানের চলাচল। সাবেক আফগান সরকারের পক্ষ হয়ে যাঁরা কাজ করেছেন, তাঁদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান।
সম্প্রতি কাতার এয়ারওয়েজ চলতি সপ্তাহে কাবুল থেকে চার্টার ফ্লাইট পরিচালনা করেছে, যার মধ্যে ২৫০ জন বিদেশি নাগরিক ছিল। গত সপ্তাহে আফগানিস্তানে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে।
এএফপি জানিয়েছে, সোমবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান কাবুলে পৌঁছানোর পর সেখান থেকে যাত্রী নিয়ে ইসলামাবাদে ফিরে গেছে। খুব শিগগিরই পাকিস্তান ইসলামাবাদ থেকে কাবুলের ফ্লাইট চালু করবে বলে জানা গেছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে ফিরেছেন দেশটির পুলিশ বাহিনীর সদস্যরা। গত রোববার কর্মকর্তারা এমনটি জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের সরকার উৎখাত হওয়ার পর থেকে পুলিশ সদস্যরা তাঁদের দায়িত্ব থেকে সরে যান।
দুজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গত শনিবার তাঁরা কাজে ফিরেছেন। তালেবান কমান্ডাররাই তাঁদের ফোন দিয়েছেন।
গত রোববার কাবুল বিমানবন্দরের পরিস্থিতি সরেজমিনে দেখতে যান এএফপির একজন প্রতিবেদক। তিনি সেখানে অভ্যন্তরীণ টার্মিনালসহ বিমানবন্দরের বাইরের বেশ কয়েকটি প্রধান প্রধান ভবনের পাশে চেক পয়েন্টে পুলিশ সদস্যদের টহল দিতে দেখতে পান।
নাম প্রকাশ না করার শর্তে আফগান পুলিশের একজন সদস্য বলেন, `আমি দুই সপ্তাহ পরে কাজে ফিরেছি। আমাকে তালেবান কমান্ডাররা ফোন দিয়ে কাজে ফিরতে বলেছেন।'
আরেক পুলিশ কর্মকর্তা বলেন, `একজন সিনিয়র তালেবান কমান্ডারের কাছ থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান পেয়ে আমি এখানে এসেছি। গতকাল খুব ভালো দিন ছিল। মানুষকে আবারও সেবা করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক বাহিনী গত ৩০ আগস্ট পর্যন্ত কাবুল থেকে দুই সপ্তাহের অভিযানে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়। বিশৃঙ্খলপূর্ণভাবে লোকজনকে সরিয়ে নেওয়ার পর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ধ্বংসস্তূপে পরিণত হয়, বন্ধ হয়ে যায় সব ধরনের বিমানের চলাচল। সাবেক আফগান সরকারের পক্ষ হয়ে যাঁরা কাজ করেছেন, তাঁদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান।
সম্প্রতি কাতার এয়ারওয়েজ চলতি সপ্তাহে কাবুল থেকে চার্টার ফ্লাইট পরিচালনা করেছে, যার মধ্যে ২৫০ জন বিদেশি নাগরিক ছিল। গত সপ্তাহে আফগানিস্তানে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে।
এএফপি জানিয়েছে, সোমবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান কাবুলে পৌঁছানোর পর সেখান থেকে যাত্রী নিয়ে ইসলামাবাদে ফিরে গেছে। খুব শিগগিরই পাকিস্তান ইসলামাবাদ থেকে কাবুলের ফ্লাইট চালু করবে বলে জানা গেছে।
ভারত ও পাকিস্তানের সম্পর্ক আবারও উত্তেজনার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের একটি মন্তব্যকে ঘিরে এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে। আসিম মুনির প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথা তুলেছেন, যার কড়া জবাব দিয়েছে ভারত।
১৬ মিনিট আগেপূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কের বিস্তৃত অঞ্চল নিয়ে গঠিত ডনবাস। এই অঞ্চলটি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ডনবাস হারালে তা ইউক্রেনের জন্য ‘বিধ্বংসী পরিণতি’ বয়ে আনতে পারে।
২৩ মিনিট আগেআদালত নির্দেশ দিয়েছেন, প্রত্যেকের নামের সঙ্গে বাদ দেওয়ার কারণও উল্লেখ করতে হবে, যাতে সাধারণ মানুষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এর পাশাপাশি আধার কার্ডকে ভোটার তালিকা সংশোধনের বৈধ প্রমাণপত্র হিসেবে স্বীকৃতি দিয়ে একটি আলাদা বিজ্ঞপ্তি জারি করতে হবে। এর মাধ্যমে প্যান, রেশন, ভোটার কার্ডসহ মোট ১১টি বৈ
১ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের আগে আলোচনায় এসেছে তাঁদের ‘বৈঠকের স্থান’। বার্তা সংস্থা এপি বলছে, স্নায়ুযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবিলায় ব্যবহৃত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন ট্রাম্প।
২ ঘণ্টা আগে