আজকের পত্রিকা ডেস্ক
উত্তর কোরিয়ায় যুদ্ধ জাহাজ উদ্বোধনের সময় দুর্ঘটনার জন্য চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার, কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।
কেসিএনএর তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন পার্টির সেন্ট্রাল কমিটির গোলাবারুদ বিভাগের উপ পরিচালক রি হিয়ন সন। দুর্ঘটনার জন্য তাঁর দায় সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। গ্রেপ্তার হওয়া বাকি তিনজন হলো— চংজিন শিপইয়ার্ডের (দুর্ঘটনাটি যেখানে ঘটেছে) প্রধান প্রকৌশলী কাং জং চোল, জাহাজের কাঠামো নির্মাণ কর্মশালার প্রধান হান কিয়ং হাক এবং প্রশাসনিক বিষয়ের উপ-ব্যবস্থাপক কিম ইয়ং হাক।
গত বুধবার, নতুন একটি যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় কিছু ত্রুটির কারণে সময়ের আগেই পানিতে পড়ে যায় জাহাজটির পেছনের অংশ। যেকারণে জাহাজের নিচের কাঠামোর কিছু অংশ ভেঙে যায়। একইসঙ্গে, জাহাজের সামনের অংশ আটকে পড়ে থাকে জাহাজ তৈরির র্যাম্প বা ‘শিপওয়ে’-তে। জাহাজটি উদ্বোধনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।
এ ঘটনায় ক্ষুব্ধ হোন কিম। এ ঘটনাকে আখ্যা দেন ‘অপরাধমূলক কাজ’ বলে। তিনি বলেন, এই ঘটনা দেশের মর্যাদা ও গৌরবের জন্য ক্ষতিকারক এবং এর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে প্রতিজ্ঞা করেন তিনি। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার করা হলো এই চারজনকে।
গত শুক্রবার কেসিএনএ জানিয়েছে, প্রথমে যে পরিমাণ ক্ষতির আশঙ্কা শুরুতে করা হয়েছিল, প্রকৃত ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক কম। প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজের কাঠামোতে কোনো ছিদ্র হয়নি, তবে ডান পাশের দিকটিতে সামান্য আঁচড় লেগেছে। এ ছাড়া, জাহাজের পেছনের অংশে সামান্য পানি ঢুকে পড়েছে। সবমিলিয়ে জাহাজটি মেরামত করতে বড়জোর ১০ দিন লাগবে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
আগামী মাসে অনুষ্ঠেয় ওয়ার্কার্স পার্টির পূর্ণাঙ্গ অধিবেশনের আগেই ৫ হাজার টন ওজনের জাহাজটি মেরামতের নির্দেশ দিয়েছেন কিম জং উন।
উত্তর কোরিয়ার মতো নিয়ন্ত্রিত রাষ্ট্রে এ ধরনের স্থানীয় দুর্ঘটনার খবর প্রকাশ করা অত্যন্ত বিরল। তবে এর আগেও কিছু ঘটনার তথ্য সীমিতভাবে প্রকাশ পেয়েছে। যেমন—গত বছরের নভেম্বরে একটি সামরিক স্যাটেলাইটের মাঝআকাশে বিস্ফোরণকে ‘গভীর ব্যর্থতা’ বলে স্বীকার করেছিল তারা। ২০২৩ সালের আগস্টে আরেকটি স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থতার কারণ হিসেবে জরুরি উৎক্ষেপণ ব্যবস্থার ত্রুটিকে দায়ী করা হয়েছিল।
সর্বশেষ দুর্ঘটনার কয়েক সপ্তাহ আগেই উত্তর কোরিয়া তাদের পশ্চিম উপকূলে একটি ৫ হাজার টন ওজনের নতুন যুদ্ধজাহাজটি প্রদর্শন করেছিল। দেশটির দাবি, এই জাহাজে ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। কিম এই যুদ্ধজাহাজকে নৌবাহিনীর আধুনিকায়নে ‘অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছিলেন এবং জানিয়েছিলেন, এটি আগামী বছরের প্রথম দিকে মোতায়েন করা হবে।
উত্তর কোরিয়ায় যুদ্ধ জাহাজ উদ্বোধনের সময় দুর্ঘটনার জন্য চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার, কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।
কেসিএনএর তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন পার্টির সেন্ট্রাল কমিটির গোলাবারুদ বিভাগের উপ পরিচালক রি হিয়ন সন। দুর্ঘটনার জন্য তাঁর দায় সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। গ্রেপ্তার হওয়া বাকি তিনজন হলো— চংজিন শিপইয়ার্ডের (দুর্ঘটনাটি যেখানে ঘটেছে) প্রধান প্রকৌশলী কাং জং চোল, জাহাজের কাঠামো নির্মাণ কর্মশালার প্রধান হান কিয়ং হাক এবং প্রশাসনিক বিষয়ের উপ-ব্যবস্থাপক কিম ইয়ং হাক।
গত বুধবার, নতুন একটি যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় কিছু ত্রুটির কারণে সময়ের আগেই পানিতে পড়ে যায় জাহাজটির পেছনের অংশ। যেকারণে জাহাজের নিচের কাঠামোর কিছু অংশ ভেঙে যায়। একইসঙ্গে, জাহাজের সামনের অংশ আটকে পড়ে থাকে জাহাজ তৈরির র্যাম্প বা ‘শিপওয়ে’-তে। জাহাজটি উদ্বোধনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।
এ ঘটনায় ক্ষুব্ধ হোন কিম। এ ঘটনাকে আখ্যা দেন ‘অপরাধমূলক কাজ’ বলে। তিনি বলেন, এই ঘটনা দেশের মর্যাদা ও গৌরবের জন্য ক্ষতিকারক এবং এর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে প্রতিজ্ঞা করেন তিনি। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার করা হলো এই চারজনকে।
গত শুক্রবার কেসিএনএ জানিয়েছে, প্রথমে যে পরিমাণ ক্ষতির আশঙ্কা শুরুতে করা হয়েছিল, প্রকৃত ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক কম। প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজের কাঠামোতে কোনো ছিদ্র হয়নি, তবে ডান পাশের দিকটিতে সামান্য আঁচড় লেগেছে। এ ছাড়া, জাহাজের পেছনের অংশে সামান্য পানি ঢুকে পড়েছে। সবমিলিয়ে জাহাজটি মেরামত করতে বড়জোর ১০ দিন লাগবে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
আগামী মাসে অনুষ্ঠেয় ওয়ার্কার্স পার্টির পূর্ণাঙ্গ অধিবেশনের আগেই ৫ হাজার টন ওজনের জাহাজটি মেরামতের নির্দেশ দিয়েছেন কিম জং উন।
উত্তর কোরিয়ার মতো নিয়ন্ত্রিত রাষ্ট্রে এ ধরনের স্থানীয় দুর্ঘটনার খবর প্রকাশ করা অত্যন্ত বিরল। তবে এর আগেও কিছু ঘটনার তথ্য সীমিতভাবে প্রকাশ পেয়েছে। যেমন—গত বছরের নভেম্বরে একটি সামরিক স্যাটেলাইটের মাঝআকাশে বিস্ফোরণকে ‘গভীর ব্যর্থতা’ বলে স্বীকার করেছিল তারা। ২০২৩ সালের আগস্টে আরেকটি স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থতার কারণ হিসেবে জরুরি উৎক্ষেপণ ব্যবস্থার ত্রুটিকে দায়ী করা হয়েছিল।
সর্বশেষ দুর্ঘটনার কয়েক সপ্তাহ আগেই উত্তর কোরিয়া তাদের পশ্চিম উপকূলে একটি ৫ হাজার টন ওজনের নতুন যুদ্ধজাহাজটি প্রদর্শন করেছিল। দেশটির দাবি, এই জাহাজে ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। কিম এই যুদ্ধজাহাজকে নৌবাহিনীর আধুনিকায়নে ‘অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছিলেন এবং জানিয়েছিলেন, এটি আগামী বছরের প্রথম দিকে মোতায়েন করা হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হামাসকে পুরস্কৃত করার শামিল। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫ নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ভাষণে তিনি একথা বলেন।
৯ ঘণ্টা আগেগাজা যুদ্ধের অবসান ও ফিলিস্তিন ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে মুসলিম বিশ্বের নেতাদের একটি পরিকল্পনা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার এ নিয়ে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে একটি বৈঠকে বসতে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগেসারা বিশ্ব থেকে মেধাবী পেশাদারদের আকৃষ্ট করতে ভিসা ফি কমানোর প্রস্তাব নিয়ে কাজ করছে ব্রিটেন সরকার। এমনকি কিছু ক্ষেত্রে ভিসা ফি মওকুফ করার কথাও চিন্তা করা হচ্ছে। যখন যুক্তরাষ্ট্র ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময়ে যুক্তরাজ্যের এই পদক্ষেপ বেশ আলোচনার জন্ম দিয়েছে।
১৫ ঘণ্টা আগে১৭৮৯ সালের বিপ্লবের পর ফ্রান্সে সংবাদপত্র ও তথ্যপ্রবাহ রাজনৈতিক ক্ষমতার অন্যতম হাতিয়ারে পরিণত হয়। যদিও বিপ্লবীরা তখন ‘প্রেসের স্বাধীনতা’-কে অন্যতম বড় অর্জন হিসেবে প্রচার করেছিলেন, তবে বাস্তবে সাংবাদিকতার কোনো প্রকৃত স্বাধীনতা ছিল না। বরং, ক্ষমতাসীনরা সংবাদপত্রকে দমন ও নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে
১৬ ঘণ্টা আগে