Ajker Patrika

পাকিস্তানে ফিলিস্তিনের সমর্থনে মিছিলে হামলা, নিহত ৭

আপডেট : ২২ মে ২০২১, ১৭: ৩৩
পাকিস্তানে ফিলিস্তিনের সমর্থনে মিছিলে হামলা, নিহত ৭

ঢাকা: পাকিস্তানে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত একটি মিছিলে মোটরসাইকেল বোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। গতকাল শুক্রবারের এই হামলায় আহত হয়েছে আরও ১৪ জন। নিহতদের মধ্যে তিনজনই রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের নেতা।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের চমন প্রদেশে আয়োজিত এই সংহতি মিছিলে জমিয়তে উলামায়ে ইসলাম (নাজরিয়াতি) গ্রুপের উপ-প্রধান আব্দুল কাদির লোনির গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। তিনি মিছিলটির নেতৃত্বে দিচ্ছিলেন। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে এই মিছিলটি বের করা হয়েছিল।
লোনির দাবি, একটি মোটরসাইকেল মিছিলের দিকে এগিয়ে যাচ্ছিল। সম্ভবত তাতেই বোমা বাঁধা ছিল, যাতে বিস্ফোরণ ঘটেছে।

পাকিস্তানের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মিছিলের যাত্রাপথের কাছে এক মোটরসাইকেলে বোমা বাঁধা ছিল। তা ফেটে বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় অন্তত ৭ জনের।

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে চলা মধ্যে ১১ দিনের সংঘাত শেষ হয়েছে। এই সংঘাতে ২৩০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ৬৫টি শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলে নিহত হয়েছে ১২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত