Ajker Patrika

খাদ্য সংকট নিয়ন্ত্রণে শ্রমের বিনিময়ে গম দিচ্ছে তালেবান

খাদ্য সংকট নিয়ন্ত্রণে শ্রমের বিনিময়ে গম দিচ্ছে তালেবান

আফগানিস্তানে খাদ্য সংকট নিয়ন্ত্রণে শ্রমের বিনিময়ে গম দিচ্ছে তালেবান সরকার। আজ রোববার আফগানিস্তানে থেকে এই কর্মসূচি শুরু হয়।

তালেবানের পক্ষ থেকে জানানো হয়, আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ৪০ হাজার মানুষকে এই কর্মসূচির আওতায় কর্ম দেওয়া হবে। শীতে যাতে লোকজনকে ক্ষুধার্ত না থাকতে হয় সে জন্যই শ্রমের বিনিময়ে গম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তালেবানের মুখপাত্র যবিউল্লাহ মুজাহিদ, আফগানিস্তানের কৃষিমন্ত্রী আবদুল রহমান রশিদ ও কাবুলের মেয়র হামদুল্লাহ নোমানিসহ মুজাহিদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কর্মসূচির উদ্বোধন করতে রাজধানীর গ্রামীণ রিশ খোর এলাকায় একটি অনুষ্ঠানে গোলাপি ফিতা কেটে একটি ছোট খাল খনন করেন।

এ নিয়ে সংবাদ সম্মেলনে তালেবানের প্রধান মুখপাত্র যবিউল্লাহ মুজাহিদ বলেন, বেকারত্বের বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

তালেবান ক্ষমতায় আসার পর থেকে দারিদ্র্য, খরার সঙ্গে লড়াই করছে আফগান জনগণ। এর মধ্যে দেশটিতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত