আজকের পত্রিকা ডেস্ক
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আবারও পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কায় শঙ্কিত হয়ে উঠেছেন জাপানে পারমাণবিক বোমা হামলায় জীবিত ভুক্তভোগীরা। সম্প্রতি এক জরিপে উঠে এসেছে এ তথ্য। হিরোশিমা ও নাগাসাকিতে ১৯৪৫ সালে মার্কিন পারমাণবিক হামলার ৮০ বছর পূর্তির প্রাক্কালে এই জরিপ করেছে কিওডো নিউজ এজেন্সি।
জরিপে অংশ নিয়েছেন ওই হামলায় বেঁচে যাওয়া প্রায় দেড় হাজার মানুষ। তাদের ৬৮ দশমিক ৬ শতাংশই মনে করছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বর্তমানে বেড়েই চলেছে। উত্তর কোরিয়ার অস্ত্র উন্নয়ন এবং ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষিতে তারা এই আশঙ্কা প্রকাশ করেন।
জরিপে আরও উঠে এসেছে, অংশগ্রহণকারীদের ৪৫ দশমিক ৭ শতাংশ হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক হামলার জন্য এখনো যুক্তরাষ্ট্রকে ক্ষমা করতে পারেননি। অন্যদিকে ২৪ দশমিক ৩ শতাংশ বলেছেন, তাঁদের এই বিষয়ে ‘বিশেষ কোনো অনুভূতি নেই’ তাদের। এ ছাড়া, ১৬ দশমিক ৯ শতাংশ জানিয়েছেন, এ বিষয়ে নিজের অনুভূতির ব্যাপারে তাঁরা সচেতন নন।
এদিকে, বিশ্লেষকেরাও বলছেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং অস্ত্র প্রতিযোগিতা এই ঝুঁকিকে পুনরায় সামনে এনেছে। এ পরিস্থিতিতে হিরোশিমা ও নাগাসাকির ইতিহাস এবং সেখানকার জীবিত ভুক্তভোগীদের অভিজ্ঞতা আজও পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিকতা বহন করছে বলে মত তাদের।
উল্লেখ্য, ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। এতে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হন। এর মাত্র তিন দিন পরই, ৯ আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় বোমাটি ফেলা হয়, যাতে আরও প্রায় ৭০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। এরপর ১৫ আগস্ট, জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে।
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আবারও পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কায় শঙ্কিত হয়ে উঠেছেন জাপানে পারমাণবিক বোমা হামলায় জীবিত ভুক্তভোগীরা। সম্প্রতি এক জরিপে উঠে এসেছে এ তথ্য। হিরোশিমা ও নাগাসাকিতে ১৯৪৫ সালে মার্কিন পারমাণবিক হামলার ৮০ বছর পূর্তির প্রাক্কালে এই জরিপ করেছে কিওডো নিউজ এজেন্সি।
জরিপে অংশ নিয়েছেন ওই হামলায় বেঁচে যাওয়া প্রায় দেড় হাজার মানুষ। তাদের ৬৮ দশমিক ৬ শতাংশই মনে করছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বর্তমানে বেড়েই চলেছে। উত্তর কোরিয়ার অস্ত্র উন্নয়ন এবং ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষিতে তারা এই আশঙ্কা প্রকাশ করেন।
জরিপে আরও উঠে এসেছে, অংশগ্রহণকারীদের ৪৫ দশমিক ৭ শতাংশ হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক হামলার জন্য এখনো যুক্তরাষ্ট্রকে ক্ষমা করতে পারেননি। অন্যদিকে ২৪ দশমিক ৩ শতাংশ বলেছেন, তাঁদের এই বিষয়ে ‘বিশেষ কোনো অনুভূতি নেই’ তাদের। এ ছাড়া, ১৬ দশমিক ৯ শতাংশ জানিয়েছেন, এ বিষয়ে নিজের অনুভূতির ব্যাপারে তাঁরা সচেতন নন।
এদিকে, বিশ্লেষকেরাও বলছেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং অস্ত্র প্রতিযোগিতা এই ঝুঁকিকে পুনরায় সামনে এনেছে। এ পরিস্থিতিতে হিরোশিমা ও নাগাসাকির ইতিহাস এবং সেখানকার জীবিত ভুক্তভোগীদের অভিজ্ঞতা আজও পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিকতা বহন করছে বলে মত তাদের।
উল্লেখ্য, ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। এতে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হন। এর মাত্র তিন দিন পরই, ৯ আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় বোমাটি ফেলা হয়, যাতে আরও প্রায় ৭০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। এরপর ১৫ আগস্ট, জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে।
কয়েক বছর আগেও রাজনীতিতে তাঁর আগ্রহ ছিল না। কিন্তু প্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শোনার পর তিনি রাজনীতির দিকে আকৃষ্ট হন। তাঁর ভাষায়, ‘মোদিজি যুব সমাজের জন্য অনুপ্রেরণা। তাঁর নেতৃত্বে কাজ করতে পারাটা আমার সৌভাগ্য।’
১ ঘণ্টা আগেইরাকে ৩৫ হাজার বন্দীকে সাধারণ ক্ষমার মাধ্যমে কারাগার ও আটক কেন্দ্র থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। পাশাপাশি চুরি ও দুর্নীতির ৩৪ দশমিক ৪ মিলিয়ন ডলারের বেশি অর্থ উদ্ধার করা হয়েছে।
৩ ঘণ্টা আগেগত শনিবার রাতের প্রবল বজ্রবৃষ্টি ভারতের উত্তরের জেলাগুলোতে ভয়াবহ বিপর্যয় বয়ে এনেছে। দার্জিলিং, মিরিক, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এখন শুধু ধস, ভাঙন আর হাহাকারের চিত্র। মাত্র ১২ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানানোয় ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে