Ajker Patrika

পেরুতে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৭

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪০
পেরুতে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৭

পেরুর বিখ্যাত নাজকা লাইনে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এক বিবৃতিতে পেরুর পরিবহন মন্ত্রণালয় জানায়, অ্যারোস্যান্টোস পর্যটন কোম্পানির সেসনা ২০৭ নামের এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজটি দুপুর নাগাদ নাজকার মারিয়া রেইচে বিধ্বস্ত হয়। সেটিতে পাঁচজন পর্যটক ও দুজন ক্রু ছিলেন।

চিলির দুজন পর্যটক ও একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানায়, উড়োজাহাজে থাকা সবাই মারা গেছেন।

নাজকা লাইন ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি। এখানকার মারিয়া রেইচ এয়ারফিল্ড থেকে পর্যটকদের নিয়ে কয়েক ডজন বিমান চলাচল করে।

পেরুর রাজধানী লিমা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাজকা মরুভূমির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে রয়েছে এই নাজকা লাইন। প্রায় ৮০ কিলোমিটার লম্বা ও ৪৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত রয়েছে এটি। এই বিশাল এলাকাজুড়ে মাটির ওপর খোদাই করা রয়েছে বিভিন্ন রকম ছবি ও নকশা। পশু-পাখির ছবি ছাড়াও রয়েছে সরলরেখা ও জ্যামিতিক নকশা। মাটির ওপরের এই বিশালাকার ভূচিত্রগুলোকেই বলে নাজকা লাইন। 

এই নাজকা লাইন প্রায় ২ হাজার বছরের পুরোনো। ৫০০ খ্রিষ্টপূর্ব থেকে ৫০০ খ্রিষ্টাব্দের মধ্যে এই নকশাগুলো তৈরি করা হয়েছিল বলে মত পুরাতত্ত্ববিদদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত