Ajker Patrika

বিশ্বে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১: ১৩
বিশ্বে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮ হাজার ৬৩২ জন, যা আগের দিনের তুলনায় ৭২৬ জন কম। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ১২ হাজার ৮৮৩ জনের, যা আগের দিনের তুলনায় ১৭ হাজার ৮১০ জন কম। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৯৩৭ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৭ লাখ ৪২ হাজার ৫৬২ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২০ কোটি ৮০ লাখ ৫২ হাজার ৭৫৬ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত ও আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৫৫৩ জনের। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৯৬২ জন। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৫৮১ জনের। মোট মারা গেছে ৭ লাখ ২ হাজার ৯৬৬ জন। 

দৈনিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮২০ জনের এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৪৩৮ জনের। 

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...