Ajker Patrika

মাখোঁ-বাইডেনের ফোনালাপ, অক্টোবরে সাক্ষাৎ

মাখোঁ-বাইডেনের ফোনালাপ, অক্টোবরে সাক্ষাৎ

সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই আগামী মাসে সাক্ষাৎ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। গতকাল বুধবার দুই দেশের প্রেসিডেন্টের মাঝে ফোনালাপ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা এমন সিদ্ধান্ত নেন বলে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী অক্টোবরের শেষের দিকে দুই দেশের প্রধান দেখা করতে রাজি হয়েছেন। ফোনালাপে বাইডেন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ফ্রান্স ও ইউরোপীয় দেশগুলোর তৎপরতার কৌশলগত গুরুত্বের ওপর জোর দিয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যকার অভিন্ন লক্ষ্যগুলো বাস্তবায়নে শক্ত পদক্ষেপ নেওয়া এবং দুই দেশের আস্থা নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। 

উল্লেখ্য, পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ডুবোজাহাজ বানাতে ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে একটি চুক্তি করেছিল অস্ট্রেলিয়া। ফরাসি প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান নেভাল গ্রুপের সঙ্গে করার চুক্তির অর্থমূল্য ছিল ৪ হাজার কোটি ডলারের। কিন্তু ফ্রান্সকে অনেকটা না জানিয়ে তা বাতিল করে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে এ বিষয়ে নতুন চুক্তি করেছে অস্ট্রেলিয়া। এর প্রতিক্রিয়ায় গত শুক্রবার যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত