Ajker Patrika

ভারত-পাকিস্তান

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

  • রাতে কাশ্মীর ও পাঞ্জাবে বিস্ফোরণের শব্দ, জম্মুতে ব্ল্যাকআউট।
  • বুধবার ভারতের ২৯টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের।
আজকের পত্রিকা ডেস্ক­
ভারতীয় ড্রোন ভূপতিত হওয়ার পর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন ক্ষতিগ্রস্ত একটি রেস্তোরাঁ। গতকাল রেস্তোরাঁটির সামনে ভিড় করেন স্থানীয়রা। ছবি: এএফপি
ভারতীয় ড্রোন ভূপতিত হওয়ার পর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন ক্ষতিগ্রস্ত একটি রেস্তোরাঁ। গতকাল রেস্তোরাঁটির সামনে ভিড় করেন স্থানীয়রা। ছবি: এএফপি

উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ভারতের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং কাশ্মীর সীমান্তে দুই পক্ষের গোলাগুলির পর গত বুধবার দিবাগত রাতে পাকিস্তানের কয়েকটি জায়গায় ড্রোন হামলা চালিয়েছে ভারত। আর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরজুড়ে বেজে ওঠে সতর্কসংকেত। অন্ধকারাচ্ছন্ন ভুতুড়ে নগরীতে পরিণত হয় জম্মু। সতর্কসংকেত বেজেছে ভারতের পাঞ্জাবেও।

এর আগে বুধবার দিবাগত রাতে ড্রোন হামলায় লাহোরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করার দাবি করে ভারত। তবে পাকিস্তান এ দাবি উড়িয়ে দিয়ে বলেছে, তারা ভারতের ২৯টি ড্রোন ভূপাতিত করেছে। পাকিস্তান অভিযোগ করেছে, পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে জলবিদ্যুৎকেন্দ্রে ভারত ড্রোন হামলা চালিয়েছে। ভারত অভিযোগ করেছে, বুধবার দিবাগত রাতে পাকিস্তানি বাহিনী ভারতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই রাতে দুই দেশের বাহিনীর মধ্যে সীমান্তে ব্যাপক গোলাগুলিও হয়েছে।

কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলা হয়। ভারতের অভিযোগ, পাকিস্তান এ হামলায় জড়িত। তবে পাকিস্তান অভিযোগ অস্বীকার করেছে। ওই হামলার পর প্রায় দুই সপ্তাহ টানটান উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের কয়েকটি জায়গায় হামলা চালায় ভারত। দেশটির দাবি, তারা ‘সন্ত্রাসী আস্তানা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে পাকিস্তান দাবি করেছে, ভারতীয় বাহিনী বেসামরিক বাড়িঘর ও মসজিদে হামলা চালিয়েছে। দেশটি আরও দাবি করেছে, তারা চীনের তৈরি যুদ্ধবিমান দিয়ে তাড়া করে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে তিনটি রাফায়েল যুদ্ধবিমান, একটি মিগ-২৯ এবং অন্যটি সুখোই-৩০। এ বিষয়ে ভারতের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত আসেনি।

এদিকে পাকিস্তান বলেছে, ভারতের হামলায় দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন ৫৭ জন। অন্যদিকে ভারতের সেনাবাহিনী বলেছে, পাকিস্তানের গোলার আঘাতে দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

ভারতের হামলার পর বুধবার পাকিস্তানে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর দেশের সশস্ত্র বাহিনীকে ‘প্রতিশোধ নিতে যথোপযুক্ত পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দেন। এদিকে হামলার আগে ও পরে ভারত দেশজুড়ে যুদ্ধ পরিস্থিতির মহড়া চালিয়েছে। পাশাপাশি সর্বদলীয় বৈঠক করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সতর্কসংকেত

বিবিসি জানায়, পাকিস্তানি বাহিনী জম্মু-কাশ্মীরে ড্রোন হামলা চালিয়েছে। জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল বলেছে, বিস্ফোরকবাহী এসব ড্রোন লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হেনেছে। হামলার পরিপ্রেক্ষিতে কাশ্মীরজুড়ে বেজে উঠেছে সতর্কসংকেত, সক্রিয় হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় শহর জম্মুতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, বেজে চলেছে সতর্কসংকেত। ওই শহরে বিদ্যুৎ নেই। ফলে রাতে শহরটি পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ ঘটেছে। তিনি বিমানবন্দর ও আশপাশে ১৬টি বস্তু পড়তে দেখেছেন। প্রাণ বাঁচাতে মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছিল তখন।

ভারতীয় সেনাবাহিনী সূত্র নিশ্চিত করেছে, জম্মুতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হয়েছে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাশ্মীরের জম্মু ও উদামপুর এবং পাঞ্জাবের পাঠানকোটে ভারতের তিনটি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সেনাবাহিনী বলেছে, হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হুমকি ‘মোকাবিলা’ করা হয়েছে।

জম্মুতে পুলিশ স্থানীয়দের উদ্দেশে বাড়িঘরের আলো নিভিয়ে সবাইকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। অপ্রয়োজনে কোনো যানবাহনে ভ্রমণ এড়াতে এবং আতঙ্কিত না হতেও পরামর্শ দিয়েছে পুলিশ।

এদিকে সিএনএন জানায়, পাঞ্জাব পুলিশ সূত্র বলেছে, ভারতীয় সেনাবাহিনী পাঞ্জাবের ওপর দিয়ে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। পাঠানকোটের জ্যেষ্ঠ পুলিশ সুপার দলজিন্দর সিং ডিলন বলেন, পাকিস্তানের দিক থেকে গোলাগুলি হচ্ছে। তবে ড্রোন না অন্য কিছুর হামলা হচ্ছে, তাৎক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না।

এর আগে ভারত সরকার গতকাল অভিযোগ করে, বুধবার দিবাগত রাতভর পাকিস্তানি বাহিনী ভারতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জবাবে ভারতীয় বাহিনী পাকিস্তানে সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতে ২১টি বিমানবন্দর আগামীকাল শনিবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান ড্রোন পাঠিয়ে ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছে। তবে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর, পাঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা ও চণ্ডীগড় এবং গুজরাটের ভুজ।

ভারত আরও অভিযোগ করেছে, কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার (এলওসি) ওপার থেকে পাকিস্তানি বাহিনীর গোলাগুলির হার বেড়ে গেছে।

সীমান্তে দুই দেশের সেনাদের গুলিবিনিময়ের পর ক্ষতিগ্রস্ত নিজ বাড়ির সামনে এক কিশোর। গতকাল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সীমান্ত এলাকায়। ছবি: এএফপি
সীমান্তে দুই দেশের সেনাদের গুলিবিনিময়ের পর ক্ষতিগ্রস্ত নিজ বাড়ির সামনে এক কিশোর। গতকাল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সীমান্ত এলাকায়। ছবি: এএফপি

লাহোর ও আজাদ কাশ্মীরে ভারতের হামলা

বার্তা সংস্থা এএফপি জানায়, পাকিস্তানি বাহিনী গতকাল এক বিবৃতিতে দাবি করেছে, তারা ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে। এগুলো ইসরায়েলের তৈরি হ্যারোপ ড্রোন। বিবৃতিতে পাকিস্তানির সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘গত রাতে (বুধবার দিবাগত রাত) ভারত বেশ কয়েকটি স্থানে ড্রোন পাঠিয়ে আবারও আগ্রাসন চালিয়েছে। লাহোরে চার সেনাসদস্য আহত হয়েছেন।’ পাকিস্তান বলেছে, ড্রোন হামলায় সিন্ধু প্রদেশে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র বলেছে, হামলার সময় লাহোরজুড়ে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত করাচি বিমানবন্দর বন্ধ রাখে। রাজধানী ইসলামাবাদ ও লাহোরেও কিছু সময়ের জন্য বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ছিল গতকাল।

বিবিসি জানায়, ভারত সরকার এক বিবৃতিতে বলেছে, তারা পাকিস্তানের কয়েক জায়গায় আকাশ প্রতিরক্ষা রাডার ও ব্যবস্থায় হামলা চালিয়েছে। এসব হামলায় লাহোরে একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে।

তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আফিস বার্তা সংস্থা রয়টার্সের কাছে দাবি করেছেন, ভারতের ড্রোন হামলায় লাহোরে কোনো সামরিক স্থাপনা কিংবা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি।

পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে নিলম-ঝিলম জলবিদ্যুৎকেন্দ্রেও হামলা চালিয়েছে। এতে বিদ্যুৎকেন্দ্রের বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে গতকাল এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এটা ডাহা মিথ্যা অভিযোগ। ভারত কেবল সন্ত্রাসী অবকাঠামোয় আঘাত হেনেছে।’ তিনি অভিযোগ করেন, পাকিস্তানি বাহিনী ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুঁচে শিখ সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্য করে গোলা ছুড়ছে। পাকিস্তানের গোলা সেখানকার গুরদোয়ারা জেলায় আঘাত হেনেছে। ওই হামলায় তিনজন নিহত হয়েছেন।

ভারতে সর্বদলীয় বৈঠক

বিবিসি জানায়, ভারতে গতকাল সর্বদলীয় বৈঠক করেছে সরকার। সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিরোধী রাজনৈতিক দলগুলোকে পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় বিরোধী রাজনীতিকেরা নিজ নিজ অবস্থান থেকে পরামর্শ দেন।

বৈঠক শেষে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘সরকার বলেছে, জাতীয় স্বার্থে কিছু বিষয় গোপন রাখতে হচ্ছে। আমরা (সব বিরোধীরা) বলেছি, আমরা সরকারের সঙ্গে আছি।’

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেজাদুল মুসলিমিন পার্টির প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেন, তিনি সরকারকে জঙ্গিগোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফোর্সের (টিআরএফ) বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে টিআরএফ। ভারতের দাবি, টিআরএফ জাতিসংঘঘোষিত জঙ্গিগোষ্ঠী পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়েবার একটি শাখা।

যে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্রসচিব

সিএনএন জানায়, পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় গতকাল দাবি করেছে, কাশ্মীরে তাদের গোলার আঘাতে সীমান্তের ওপারে ৪০-৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার স্কাই নিউজকে বলেছেন, ‘আমরা তাদের (ভারত) সামরিক স্থাপনা উড়িয়ে দিয়েছি।’ বিবিসি জানায়, এসব দাবির বিষয়ে গতকালের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি কোনো জবাব দেননি।

ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্রসচিব সরাসরি জবাব দেননি। শুধু বলেছেন, উপযুক্ত সময়ে এ ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) পাকিস্তানের ঋণের বিষয়টি পর্যালোচনার জন্য আজ শুক্রবার আইএমএফের পরিচালনা পর্ষদের বৈঠকে তোলা হবে বলে ব্রিফিংয়ে জানান বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, আইএমএফে ভারতের নির্বাহী পরিচালক ওই ঋণের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরবেন।

উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ

দুই বৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক উদ্যোগও থেমে নেই। এর মধ্যে আলোচনার জন্য ভারতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার দিবাগত রাতে ভারতের হামলার আগের দিন তিনি পাকিস্তানে ছিলেন। সেখানে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছিল ইরান।

এদিকে ভারতে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী আদেল আল-জুবেইর। কোনো আগাম ঘোষণা না দিয়েই তিনি গতকাল নয়াদিল্লি সফরে গেছেন বলে জানিয়েছে বিবিসি। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকও করেছেন।

এদিকে বুধবার অনেকটা উষ্মা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা দেখতে চাই, তারা (ভারত ও পাকিস্তান) থেমেছে।’ ব্রিটিশ পার্লামেন্টে ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। এর আগে জাতিসংঘও একই আহ্বান জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত