ভারত-পাকিস্তান

উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ভারতের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং কাশ্মীর সীমান্তে দুই পক্ষের গোলাগুলির পর গত বুধবার দিবাগত রাতে পাকিস্তানের কয়েকটি জায়গায় ড্রোন হামলা চালিয়েছে ভারত। আর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরজুড়ে বেজে ওঠে সতর্কসংকেত। অন্ধকারাচ্ছন্ন ভুতুড়ে নগরীতে পরিণত হয় জম্মু। সতর্কসংকেত বেজেছে ভারতের পাঞ্জাবেও।
এর আগে বুধবার দিবাগত রাতে ড্রোন হামলায় লাহোরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করার দাবি করে ভারত। তবে পাকিস্তান এ দাবি উড়িয়ে দিয়ে বলেছে, তারা ভারতের ২৯টি ড্রোন ভূপাতিত করেছে। পাকিস্তান অভিযোগ করেছে, পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে জলবিদ্যুৎকেন্দ্রে ভারত ড্রোন হামলা চালিয়েছে। ভারত অভিযোগ করেছে, বুধবার দিবাগত রাতে পাকিস্তানি বাহিনী ভারতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই রাতে দুই দেশের বাহিনীর মধ্যে সীমান্তে ব্যাপক গোলাগুলিও হয়েছে।
কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলা হয়। ভারতের অভিযোগ, পাকিস্তান এ হামলায় জড়িত। তবে পাকিস্তান অভিযোগ অস্বীকার করেছে। ওই হামলার পর প্রায় দুই সপ্তাহ টানটান উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের কয়েকটি জায়গায় হামলা চালায় ভারত। দেশটির দাবি, তারা ‘সন্ত্রাসী আস্তানা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে পাকিস্তান দাবি করেছে, ভারতীয় বাহিনী বেসামরিক বাড়িঘর ও মসজিদে হামলা চালিয়েছে। দেশটি আরও দাবি করেছে, তারা চীনের তৈরি যুদ্ধবিমান দিয়ে তাড়া করে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে তিনটি রাফায়েল যুদ্ধবিমান, একটি মিগ-২৯ এবং অন্যটি সুখোই-৩০। এ বিষয়ে ভারতের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত আসেনি।
এদিকে পাকিস্তান বলেছে, ভারতের হামলায় দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন ৫৭ জন। অন্যদিকে ভারতের সেনাবাহিনী বলেছে, পাকিস্তানের গোলার আঘাতে দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।
ভারতের হামলার পর বুধবার পাকিস্তানে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর দেশের সশস্ত্র বাহিনীকে ‘প্রতিশোধ নিতে যথোপযুক্ত পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দেন। এদিকে হামলার আগে ও পরে ভারত দেশজুড়ে যুদ্ধ পরিস্থিতির মহড়া চালিয়েছে। পাশাপাশি সর্বদলীয় বৈঠক করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সতর্কসংকেত
বিবিসি জানায়, পাকিস্তানি বাহিনী জম্মু-কাশ্মীরে ড্রোন হামলা চালিয়েছে। জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল বলেছে, বিস্ফোরকবাহী এসব ড্রোন লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হেনেছে। হামলার পরিপ্রেক্ষিতে কাশ্মীরজুড়ে বেজে উঠেছে সতর্কসংকেত, সক্রিয় হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় শহর জম্মুতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, বেজে চলেছে সতর্কসংকেত। ওই শহরে বিদ্যুৎ নেই। ফলে রাতে শহরটি পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ ঘটেছে। তিনি বিমানবন্দর ও আশপাশে ১৬টি বস্তু পড়তে দেখেছেন। প্রাণ বাঁচাতে মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছিল তখন।
ভারতীয় সেনাবাহিনী সূত্র নিশ্চিত করেছে, জম্মুতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হয়েছে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাশ্মীরের জম্মু ও উদামপুর এবং পাঞ্জাবের পাঠানকোটে ভারতের তিনটি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সেনাবাহিনী বলেছে, হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হুমকি ‘মোকাবিলা’ করা হয়েছে।
জম্মুতে পুলিশ স্থানীয়দের উদ্দেশে বাড়িঘরের আলো নিভিয়ে সবাইকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। অপ্রয়োজনে কোনো যানবাহনে ভ্রমণ এড়াতে এবং আতঙ্কিত না হতেও পরামর্শ দিয়েছে পুলিশ।
এদিকে সিএনএন জানায়, পাঞ্জাব পুলিশ সূত্র বলেছে, ভারতীয় সেনাবাহিনী পাঞ্জাবের ওপর দিয়ে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। পাঠানকোটের জ্যেষ্ঠ পুলিশ সুপার দলজিন্দর সিং ডিলন বলেন, পাকিস্তানের দিক থেকে গোলাগুলি হচ্ছে। তবে ড্রোন না অন্য কিছুর হামলা হচ্ছে, তাৎক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না।
এর আগে ভারত সরকার গতকাল অভিযোগ করে, বুধবার দিবাগত রাতভর পাকিস্তানি বাহিনী ভারতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জবাবে ভারতীয় বাহিনী পাকিস্তানে সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতে ২১টি বিমানবন্দর আগামীকাল শনিবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান ড্রোন পাঠিয়ে ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছে। তবে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর, পাঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা ও চণ্ডীগড় এবং গুজরাটের ভুজ।
ভারত আরও অভিযোগ করেছে, কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার (এলওসি) ওপার থেকে পাকিস্তানি বাহিনীর গোলাগুলির হার বেড়ে গেছে।

লাহোর ও আজাদ কাশ্মীরে ভারতের হামলা
বার্তা সংস্থা এএফপি জানায়, পাকিস্তানি বাহিনী গতকাল এক বিবৃতিতে দাবি করেছে, তারা ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে। এগুলো ইসরায়েলের তৈরি হ্যারোপ ড্রোন। বিবৃতিতে পাকিস্তানির সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘গত রাতে (বুধবার দিবাগত রাত) ভারত বেশ কয়েকটি স্থানে ড্রোন পাঠিয়ে আবারও আগ্রাসন চালিয়েছে। লাহোরে চার সেনাসদস্য আহত হয়েছেন।’ পাকিস্তান বলেছে, ড্রোন হামলায় সিন্ধু প্রদেশে একজন নিহত ও একজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র বলেছে, হামলার সময় লাহোরজুড়ে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত করাচি বিমানবন্দর বন্ধ রাখে। রাজধানী ইসলামাবাদ ও লাহোরেও কিছু সময়ের জন্য বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ছিল গতকাল।
বিবিসি জানায়, ভারত সরকার এক বিবৃতিতে বলেছে, তারা পাকিস্তানের কয়েক জায়গায় আকাশ প্রতিরক্ষা রাডার ও ব্যবস্থায় হামলা চালিয়েছে। এসব হামলায় লাহোরে একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে।
তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আফিস বার্তা সংস্থা রয়টার্সের কাছে দাবি করেছেন, ভারতের ড্রোন হামলায় লাহোরে কোনো সামরিক স্থাপনা কিংবা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি।
পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে নিলম-ঝিলম জলবিদ্যুৎকেন্দ্রেও হামলা চালিয়েছে। এতে বিদ্যুৎকেন্দ্রের বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে গতকাল এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এটা ডাহা মিথ্যা অভিযোগ। ভারত কেবল সন্ত্রাসী অবকাঠামোয় আঘাত হেনেছে।’ তিনি অভিযোগ করেন, পাকিস্তানি বাহিনী ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুঁচে শিখ সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্য করে গোলা ছুড়ছে। পাকিস্তানের গোলা সেখানকার গুরদোয়ারা জেলায় আঘাত হেনেছে। ওই হামলায় তিনজন নিহত হয়েছেন।
ভারতে সর্বদলীয় বৈঠক
বিবিসি জানায়, ভারতে গতকাল সর্বদলীয় বৈঠক করেছে সরকার। সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিরোধী রাজনৈতিক দলগুলোকে পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় বিরোধী রাজনীতিকেরা নিজ নিজ অবস্থান থেকে পরামর্শ দেন।
বৈঠক শেষে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘সরকার বলেছে, জাতীয় স্বার্থে কিছু বিষয় গোপন রাখতে হচ্ছে। আমরা (সব বিরোধীরা) বলেছি, আমরা সরকারের সঙ্গে আছি।’
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেজাদুল মুসলিমিন পার্টির প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেন, তিনি সরকারকে জঙ্গিগোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফোর্সের (টিআরএফ) বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে টিআরএফ। ভারতের দাবি, টিআরএফ জাতিসংঘঘোষিত জঙ্গিগোষ্ঠী পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়েবার একটি শাখা।
যে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্রসচিব
সিএনএন জানায়, পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় গতকাল দাবি করেছে, কাশ্মীরে তাদের গোলার আঘাতে সীমান্তের ওপারে ৪০-৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার স্কাই নিউজকে বলেছেন, ‘আমরা তাদের (ভারত) সামরিক স্থাপনা উড়িয়ে দিয়েছি।’ বিবিসি জানায়, এসব দাবির বিষয়ে গতকালের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি কোনো জবাব দেননি।
ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্রসচিব সরাসরি জবাব দেননি। শুধু বলেছেন, উপযুক্ত সময়ে এ ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) পাকিস্তানের ঋণের বিষয়টি পর্যালোচনার জন্য আজ শুক্রবার আইএমএফের পরিচালনা পর্ষদের বৈঠকে তোলা হবে বলে ব্রিফিংয়ে জানান বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, আইএমএফে ভারতের নির্বাহী পরিচালক ওই ঋণের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরবেন।
উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ
দুই বৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক উদ্যোগও থেমে নেই। এর মধ্যে আলোচনার জন্য ভারতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার দিবাগত রাতে ভারতের হামলার আগের দিন তিনি পাকিস্তানে ছিলেন। সেখানে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছিল ইরান।
এদিকে ভারতে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী আদেল আল-জুবেইর। কোনো আগাম ঘোষণা না দিয়েই তিনি গতকাল নয়াদিল্লি সফরে গেছেন বলে জানিয়েছে বিবিসি। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকও করেছেন।
এদিকে বুধবার অনেকটা উষ্মা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা দেখতে চাই, তারা (ভারত ও পাকিস্তান) থেমেছে।’ ব্রিটিশ পার্লামেন্টে ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। এর আগে জাতিসংঘও একই আহ্বান জানিয়েছে।

উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ভারতের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং কাশ্মীর সীমান্তে দুই পক্ষের গোলাগুলির পর গত বুধবার দিবাগত রাতে পাকিস্তানের কয়েকটি জায়গায় ড্রোন হামলা চালিয়েছে ভারত। আর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরজুড়ে বেজে ওঠে সতর্কসংকেত। অন্ধকারাচ্ছন্ন ভুতুড়ে নগরীতে পরিণত হয় জম্মু। সতর্কসংকেত বেজেছে ভারতের পাঞ্জাবেও।
এর আগে বুধবার দিবাগত রাতে ড্রোন হামলায় লাহোরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করার দাবি করে ভারত। তবে পাকিস্তান এ দাবি উড়িয়ে দিয়ে বলেছে, তারা ভারতের ২৯টি ড্রোন ভূপাতিত করেছে। পাকিস্তান অভিযোগ করেছে, পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে জলবিদ্যুৎকেন্দ্রে ভারত ড্রোন হামলা চালিয়েছে। ভারত অভিযোগ করেছে, বুধবার দিবাগত রাতে পাকিস্তানি বাহিনী ভারতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই রাতে দুই দেশের বাহিনীর মধ্যে সীমান্তে ব্যাপক গোলাগুলিও হয়েছে।
কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলা হয়। ভারতের অভিযোগ, পাকিস্তান এ হামলায় জড়িত। তবে পাকিস্তান অভিযোগ অস্বীকার করেছে। ওই হামলার পর প্রায় দুই সপ্তাহ টানটান উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের কয়েকটি জায়গায় হামলা চালায় ভারত। দেশটির দাবি, তারা ‘সন্ত্রাসী আস্তানা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে পাকিস্তান দাবি করেছে, ভারতীয় বাহিনী বেসামরিক বাড়িঘর ও মসজিদে হামলা চালিয়েছে। দেশটি আরও দাবি করেছে, তারা চীনের তৈরি যুদ্ধবিমান দিয়ে তাড়া করে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে তিনটি রাফায়েল যুদ্ধবিমান, একটি মিগ-২৯ এবং অন্যটি সুখোই-৩০। এ বিষয়ে ভারতের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত আসেনি।
এদিকে পাকিস্তান বলেছে, ভারতের হামলায় দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন ৫৭ জন। অন্যদিকে ভারতের সেনাবাহিনী বলেছে, পাকিস্তানের গোলার আঘাতে দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।
ভারতের হামলার পর বুধবার পাকিস্তানে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর দেশের সশস্ত্র বাহিনীকে ‘প্রতিশোধ নিতে যথোপযুক্ত পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দেন। এদিকে হামলার আগে ও পরে ভারত দেশজুড়ে যুদ্ধ পরিস্থিতির মহড়া চালিয়েছে। পাশাপাশি সর্বদলীয় বৈঠক করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সতর্কসংকেত
বিবিসি জানায়, পাকিস্তানি বাহিনী জম্মু-কাশ্মীরে ড্রোন হামলা চালিয়েছে। জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল বলেছে, বিস্ফোরকবাহী এসব ড্রোন লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হেনেছে। হামলার পরিপ্রেক্ষিতে কাশ্মীরজুড়ে বেজে উঠেছে সতর্কসংকেত, সক্রিয় হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় শহর জম্মুতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, বেজে চলেছে সতর্কসংকেত। ওই শহরে বিদ্যুৎ নেই। ফলে রাতে শহরটি পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ ঘটেছে। তিনি বিমানবন্দর ও আশপাশে ১৬টি বস্তু পড়তে দেখেছেন। প্রাণ বাঁচাতে মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছিল তখন।
ভারতীয় সেনাবাহিনী সূত্র নিশ্চিত করেছে, জম্মুতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হয়েছে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাশ্মীরের জম্মু ও উদামপুর এবং পাঞ্জাবের পাঠানকোটে ভারতের তিনটি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সেনাবাহিনী বলেছে, হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হুমকি ‘মোকাবিলা’ করা হয়েছে।
জম্মুতে পুলিশ স্থানীয়দের উদ্দেশে বাড়িঘরের আলো নিভিয়ে সবাইকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। অপ্রয়োজনে কোনো যানবাহনে ভ্রমণ এড়াতে এবং আতঙ্কিত না হতেও পরামর্শ দিয়েছে পুলিশ।
এদিকে সিএনএন জানায়, পাঞ্জাব পুলিশ সূত্র বলেছে, ভারতীয় সেনাবাহিনী পাঞ্জাবের ওপর দিয়ে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। পাঠানকোটের জ্যেষ্ঠ পুলিশ সুপার দলজিন্দর সিং ডিলন বলেন, পাকিস্তানের দিক থেকে গোলাগুলি হচ্ছে। তবে ড্রোন না অন্য কিছুর হামলা হচ্ছে, তাৎক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না।
এর আগে ভারত সরকার গতকাল অভিযোগ করে, বুধবার দিবাগত রাতভর পাকিস্তানি বাহিনী ভারতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জবাবে ভারতীয় বাহিনী পাকিস্তানে সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতে ২১টি বিমানবন্দর আগামীকাল শনিবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান ড্রোন পাঠিয়ে ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছে। তবে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর, পাঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা ও চণ্ডীগড় এবং গুজরাটের ভুজ।
ভারত আরও অভিযোগ করেছে, কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার (এলওসি) ওপার থেকে পাকিস্তানি বাহিনীর গোলাগুলির হার বেড়ে গেছে।

লাহোর ও আজাদ কাশ্মীরে ভারতের হামলা
বার্তা সংস্থা এএফপি জানায়, পাকিস্তানি বাহিনী গতকাল এক বিবৃতিতে দাবি করেছে, তারা ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে। এগুলো ইসরায়েলের তৈরি হ্যারোপ ড্রোন। বিবৃতিতে পাকিস্তানির সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘গত রাতে (বুধবার দিবাগত রাত) ভারত বেশ কয়েকটি স্থানে ড্রোন পাঠিয়ে আবারও আগ্রাসন চালিয়েছে। লাহোরে চার সেনাসদস্য আহত হয়েছেন।’ পাকিস্তান বলেছে, ড্রোন হামলায় সিন্ধু প্রদেশে একজন নিহত ও একজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র বলেছে, হামলার সময় লাহোরজুড়ে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত করাচি বিমানবন্দর বন্ধ রাখে। রাজধানী ইসলামাবাদ ও লাহোরেও কিছু সময়ের জন্য বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ছিল গতকাল।
বিবিসি জানায়, ভারত সরকার এক বিবৃতিতে বলেছে, তারা পাকিস্তানের কয়েক জায়গায় আকাশ প্রতিরক্ষা রাডার ও ব্যবস্থায় হামলা চালিয়েছে। এসব হামলায় লাহোরে একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে।
তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আফিস বার্তা সংস্থা রয়টার্সের কাছে দাবি করেছেন, ভারতের ড্রোন হামলায় লাহোরে কোনো সামরিক স্থাপনা কিংবা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি।
পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে নিলম-ঝিলম জলবিদ্যুৎকেন্দ্রেও হামলা চালিয়েছে। এতে বিদ্যুৎকেন্দ্রের বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে গতকাল এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এটা ডাহা মিথ্যা অভিযোগ। ভারত কেবল সন্ত্রাসী অবকাঠামোয় আঘাত হেনেছে।’ তিনি অভিযোগ করেন, পাকিস্তানি বাহিনী ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুঁচে শিখ সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্য করে গোলা ছুড়ছে। পাকিস্তানের গোলা সেখানকার গুরদোয়ারা জেলায় আঘাত হেনেছে। ওই হামলায় তিনজন নিহত হয়েছেন।
ভারতে সর্বদলীয় বৈঠক
বিবিসি জানায়, ভারতে গতকাল সর্বদলীয় বৈঠক করেছে সরকার। সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিরোধী রাজনৈতিক দলগুলোকে পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় বিরোধী রাজনীতিকেরা নিজ নিজ অবস্থান থেকে পরামর্শ দেন।
বৈঠক শেষে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘সরকার বলেছে, জাতীয় স্বার্থে কিছু বিষয় গোপন রাখতে হচ্ছে। আমরা (সব বিরোধীরা) বলেছি, আমরা সরকারের সঙ্গে আছি।’
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেজাদুল মুসলিমিন পার্টির প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেন, তিনি সরকারকে জঙ্গিগোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফোর্সের (টিআরএফ) বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে টিআরএফ। ভারতের দাবি, টিআরএফ জাতিসংঘঘোষিত জঙ্গিগোষ্ঠী পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়েবার একটি শাখা।
যে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্রসচিব
সিএনএন জানায়, পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় গতকাল দাবি করেছে, কাশ্মীরে তাদের গোলার আঘাতে সীমান্তের ওপারে ৪০-৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার স্কাই নিউজকে বলেছেন, ‘আমরা তাদের (ভারত) সামরিক স্থাপনা উড়িয়ে দিয়েছি।’ বিবিসি জানায়, এসব দাবির বিষয়ে গতকালের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি কোনো জবাব দেননি।
ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্রসচিব সরাসরি জবাব দেননি। শুধু বলেছেন, উপযুক্ত সময়ে এ ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) পাকিস্তানের ঋণের বিষয়টি পর্যালোচনার জন্য আজ শুক্রবার আইএমএফের পরিচালনা পর্ষদের বৈঠকে তোলা হবে বলে ব্রিফিংয়ে জানান বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, আইএমএফে ভারতের নির্বাহী পরিচালক ওই ঋণের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরবেন।
উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ
দুই বৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক উদ্যোগও থেমে নেই। এর মধ্যে আলোচনার জন্য ভারতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার দিবাগত রাতে ভারতের হামলার আগের দিন তিনি পাকিস্তানে ছিলেন। সেখানে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছিল ইরান।
এদিকে ভারতে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী আদেল আল-জুবেইর। কোনো আগাম ঘোষণা না দিয়েই তিনি গতকাল নয়াদিল্লি সফরে গেছেন বলে জানিয়েছে বিবিসি। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকও করেছেন।
এদিকে বুধবার অনেকটা উষ্মা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা দেখতে চাই, তারা (ভারত ও পাকিস্তান) থেমেছে।’ ব্রিটিশ পার্লামেন্টে ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। এর আগে জাতিসংঘও একই আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও মিত্ররা অন্তত দুই বছরের জন্য গাজা শাসনের দায়িত্ব নিতে চায়। একই সঙ্গে গাজায় কোনো শান্তিরক্ষীবাহিনী নয়, বরং একটি আন্তর্জাতিক বলপ্রয়োগকারী বাহিনী মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এই বিষয়ে দেশটি এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশের কাছে একটি খসড়া প্রস্তাব
২ ঘণ্টা আগে
অভিযুক্ত চিকিৎসক মহেন্দ্র রেড্ডি জেনারেল সার্জন হিসেবে দায়িত্বরত ছিলেন। এই ঘটনার কিছুক্ষণ পরই তিনি একটি বার্তা পাঠিয়েছিলেন। যেখানে লেখা, ‘তোমার জন্য আমি আমার স্ত্রীকে খুন করেছি।’ তিনি এক নারীর সঙ্গে ডিজিটাল পেমেন্ট অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখতেন। হত্যার পর সেই অ্যাপের মাধ্যমেই তিনি ওই নারীকে এই...
২ ঘণ্টা আগে
অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির অভিযোগ—মেক্সিকো ২০২২ সালের অভ্যুত্থানচেষ্টার মামলায় বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রী বেৎসি শ্যাভেজকে আশ্রয় দিয়েছে।
৪ ঘণ্টা আগে
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎজ আনুষ্ঠানিকভাবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারাকে জার্মানি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আলোচনার বিষয় হবে—দেশটিতে বিভিন্ন অপরাধে জড়িত সিরিয়ার নাগরিকদের দেশে ফেরত পাঠানো। বার্লিন এখন সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর আগে, আহ
৬ ঘণ্টা আগেআজকের পত্রিকা ডেস্ক

যুক্তরাষ্ট্র ও মিত্ররা অন্তত দুই বছরের জন্য গাজা শাসনের দায়িত্ব নিতে চায়। একই সঙ্গে গাজায় কোনো শান্তিরক্ষীবাহিনী নয়, বরং একটি আন্তর্জাতিক বলপ্রয়োগকারী বাহিনী মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এই বিষয়ে দেশটি এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশের কাছে একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস মার্কিন প্রশাসনের এক ক্লাসিফায়েড বা গোপন নথির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র গতকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য রাষ্ট্রকে গাজায় অন্তত দুই বছরের জন্য একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের খসড়া প্রস্তাব পাঠিয়েছে।
ওই খসড়া প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলোকে গাজা শাসন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ২০২৭ সালের শেষ পর্যন্ত বিস্তৃত ম্যান্ডেট দেওয়া হবে। প্রয়োজনে এই সময়সীমা বাড়ানোও সম্ভব হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, এই খসড়ার ভিত্তিতে আগামী কয়েক দিনে নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে আলোচনা চলবে। লক্ষ্য হলো—আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভোটের মাধ্যমে প্রস্তাবটি গৃহীত করা এবং জানুয়ারির মধ্যে গাজায় প্রথম সেনা মোতায়েন করা।
মার্কিন ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী বা আইএসএফ (International Security Force) একটি ‘বলপ্রয়োগকারী বাহিনী’, শান্তিরক্ষী বাহিনী নয়। এই বাহিনীতে বিভিন্ন দেশের সৈন্য থাকবে এবং তা গঠিত হবে গাজা ‘বোর্ড অব পিস বা শান্তি পরিষদের’ পরামর্শে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিনিই দায়িত্ব নেবেন।
খসড়ায় বলা হয়েছে, ‘বোর্ড অব পিস’ অন্তত ২০২৭ সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। খসড়ার তথ্য অনুযায়ী, আইএসএফ-এর দায়িত্ব থাকবে ইসরায়েল ও মিসরের সঙ্গে গাজার সীমান্ত নিরাপদ রাখা, সাধারণ মানুষের সুরক্ষা ও মানবিক সহায়তার করিডর রক্ষা করা এবং নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া। এই নতুন পুলিশ বাহিনীর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে তারা কাজ করবে।
এ ছাড়া, আইএসএফ-এর দায়িত্ব থাকবে গাজার নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল করা। অর্থাৎ গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিশ্চিত করা। এর মধ্যে সামরিক, সন্ত্রাসী ও আক্রমণাত্মক অবকাঠামো ধ্বংস এবং তা পুনর্গঠন রোধ করা এবং অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা।
এর মানে দাঁড়ায়, হামাস যদি স্বেচ্ছায় নিরস্ত্রীকরণে রাজি না হয়, তাহলে বাহিনী জোরপূর্বক তাদের নিরস্ত্রীকরণের দায়িত্ব নেবে। খসড়ায় আরও বলা হয়েছে, প্রয়োজন হলে গাজা চুক্তি বাস্তবায়নে আইএসএফ অতিরিক্ত দায়িত্বও পালন করবে। এই বাহিনী গাজায় নিরাপত্তা নিশ্চিত করবে এমন এক অন্তর্বর্তী সময়ে, যখন ইসরায়েল ধীরে ধীরে গাজার বিভিন্ন অঞ্চল থেকে সরে আসবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিজেদের সংস্কার সম্পন্ন করে দীর্ঘ মেয়াদে গাজার প্রশাসন গ্রহণের প্রস্তুতি নেবে।
অ্যাক্সিওসের আগের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়া, আজারবাইজান, মিসর ও তুরস্ক এই বাহিনীতে সৈন্য পাঠাতে আগ্রহ দেখিয়েছে। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, আইএসএফ ‘বোর্ড অব পিসের’ কাছে গ্রহণযোগ্য একীভূত কমান্ড কাঠামোর অধীনে গাজায় মোতায়েন হবে। এতে জোর দিয়ে বলা হয়েছে, বাহিনী গঠন ও এর কার্যক্রম পরিচালনা করতে হবে ‘মিসর ও ইসরায়েলের ঘনিষ্ঠ পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতে।’
বাহিনীকে ‘আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় তাদের ম্যান্ডেট বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার ক্ষমতা’ দেওয়া হবে। খসড়া প্রস্তাবে আরও বলা হয়েছে, ‘বোর্ড অব পিসকে’ একটি অন্তর্বর্তী প্রশাসনিক কর্তৃপক্ষ হিসেবে ক্ষমতায়িত করা হবে। এই প্রশাসন গাজার পুনর্গঠনের অগ্রাধিকার নির্ধারণ করবে এবং অর্থ সংগ্রহ করবে। এই দায়িত্ব তারা পালন করবে যতক্ষণ না ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিজেদের সংস্কার কর্মসূচি সন্তোষজনকভাবে শেষ করে এবং ‘বোর্ড অব পিস’ তার অনুমোদন দেয়।
প্রস্তাব অনুযায়ী, ‘বোর্ড অব পিস’ গাজার স্থানীয় যোগ্য, অরাজনৈতিক এবং টেকনোক্র্যাট ফিলিস্তিনি নাগরিকদের নিয়ে গঠিত একটি কমিটি তদারক করবে ও সহায়তা দেবে। এই কমিটি গাজার বেসামরিক প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে। মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই কমিটি গঠনের আগেই ‘বোর্ড অব পিস’ কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
খসড়ায় আরও বলা হয়েছে, মানবিক সহায়তা বিতরণ করবে সেই সব সংস্থা, যারা ‘বোর্ড অব পিসের’ সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এসব সংস্থার মধ্যে আছে—জাতিসংঘ, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট। কোনো সংস্থা যদি সাহায্য অপব্যবহার করে বা অন্যদিকে সরিয়ে নেয়, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

যুক্তরাষ্ট্র ও মিত্ররা অন্তত দুই বছরের জন্য গাজা শাসনের দায়িত্ব নিতে চায়। একই সঙ্গে গাজায় কোনো শান্তিরক্ষীবাহিনী নয়, বরং একটি আন্তর্জাতিক বলপ্রয়োগকারী বাহিনী মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এই বিষয়ে দেশটি এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশের কাছে একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস মার্কিন প্রশাসনের এক ক্লাসিফায়েড বা গোপন নথির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র গতকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য রাষ্ট্রকে গাজায় অন্তত দুই বছরের জন্য একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের খসড়া প্রস্তাব পাঠিয়েছে।
ওই খসড়া প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলোকে গাজা শাসন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ২০২৭ সালের শেষ পর্যন্ত বিস্তৃত ম্যান্ডেট দেওয়া হবে। প্রয়োজনে এই সময়সীমা বাড়ানোও সম্ভব হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, এই খসড়ার ভিত্তিতে আগামী কয়েক দিনে নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে আলোচনা চলবে। লক্ষ্য হলো—আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভোটের মাধ্যমে প্রস্তাবটি গৃহীত করা এবং জানুয়ারির মধ্যে গাজায় প্রথম সেনা মোতায়েন করা।
মার্কিন ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী বা আইএসএফ (International Security Force) একটি ‘বলপ্রয়োগকারী বাহিনী’, শান্তিরক্ষী বাহিনী নয়। এই বাহিনীতে বিভিন্ন দেশের সৈন্য থাকবে এবং তা গঠিত হবে গাজা ‘বোর্ড অব পিস বা শান্তি পরিষদের’ পরামর্শে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিনিই দায়িত্ব নেবেন।
খসড়ায় বলা হয়েছে, ‘বোর্ড অব পিস’ অন্তত ২০২৭ সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। খসড়ার তথ্য অনুযায়ী, আইএসএফ-এর দায়িত্ব থাকবে ইসরায়েল ও মিসরের সঙ্গে গাজার সীমান্ত নিরাপদ রাখা, সাধারণ মানুষের সুরক্ষা ও মানবিক সহায়তার করিডর রক্ষা করা এবং নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া। এই নতুন পুলিশ বাহিনীর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে তারা কাজ করবে।
এ ছাড়া, আইএসএফ-এর দায়িত্ব থাকবে গাজার নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল করা। অর্থাৎ গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিশ্চিত করা। এর মধ্যে সামরিক, সন্ত্রাসী ও আক্রমণাত্মক অবকাঠামো ধ্বংস এবং তা পুনর্গঠন রোধ করা এবং অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা।
এর মানে দাঁড়ায়, হামাস যদি স্বেচ্ছায় নিরস্ত্রীকরণে রাজি না হয়, তাহলে বাহিনী জোরপূর্বক তাদের নিরস্ত্রীকরণের দায়িত্ব নেবে। খসড়ায় আরও বলা হয়েছে, প্রয়োজন হলে গাজা চুক্তি বাস্তবায়নে আইএসএফ অতিরিক্ত দায়িত্বও পালন করবে। এই বাহিনী গাজায় নিরাপত্তা নিশ্চিত করবে এমন এক অন্তর্বর্তী সময়ে, যখন ইসরায়েল ধীরে ধীরে গাজার বিভিন্ন অঞ্চল থেকে সরে আসবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিজেদের সংস্কার সম্পন্ন করে দীর্ঘ মেয়াদে গাজার প্রশাসন গ্রহণের প্রস্তুতি নেবে।
অ্যাক্সিওসের আগের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়া, আজারবাইজান, মিসর ও তুরস্ক এই বাহিনীতে সৈন্য পাঠাতে আগ্রহ দেখিয়েছে। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, আইএসএফ ‘বোর্ড অব পিসের’ কাছে গ্রহণযোগ্য একীভূত কমান্ড কাঠামোর অধীনে গাজায় মোতায়েন হবে। এতে জোর দিয়ে বলা হয়েছে, বাহিনী গঠন ও এর কার্যক্রম পরিচালনা করতে হবে ‘মিসর ও ইসরায়েলের ঘনিষ্ঠ পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতে।’
বাহিনীকে ‘আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় তাদের ম্যান্ডেট বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার ক্ষমতা’ দেওয়া হবে। খসড়া প্রস্তাবে আরও বলা হয়েছে, ‘বোর্ড অব পিসকে’ একটি অন্তর্বর্তী প্রশাসনিক কর্তৃপক্ষ হিসেবে ক্ষমতায়িত করা হবে। এই প্রশাসন গাজার পুনর্গঠনের অগ্রাধিকার নির্ধারণ করবে এবং অর্থ সংগ্রহ করবে। এই দায়িত্ব তারা পালন করবে যতক্ষণ না ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিজেদের সংস্কার কর্মসূচি সন্তোষজনকভাবে শেষ করে এবং ‘বোর্ড অব পিস’ তার অনুমোদন দেয়।
প্রস্তাব অনুযায়ী, ‘বোর্ড অব পিস’ গাজার স্থানীয় যোগ্য, অরাজনৈতিক এবং টেকনোক্র্যাট ফিলিস্তিনি নাগরিকদের নিয়ে গঠিত একটি কমিটি তদারক করবে ও সহায়তা দেবে। এই কমিটি গাজার বেসামরিক প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে। মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই কমিটি গঠনের আগেই ‘বোর্ড অব পিস’ কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
খসড়ায় আরও বলা হয়েছে, মানবিক সহায়তা বিতরণ করবে সেই সব সংস্থা, যারা ‘বোর্ড অব পিসের’ সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এসব সংস্থার মধ্যে আছে—জাতিসংঘ, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট। কোনো সংস্থা যদি সাহায্য অপব্যবহার করে বা অন্যদিকে সরিয়ে নেয়, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ভারতের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং কাশ্মীর সীমান্তে দুই পক্ষের গোলাগুলির পর গত বুধবার দিবাগত রাতে পাকিস্তানের কয়েকটি জায়গায় ড্রোন হামলা চালিয়েছে ভারত...
০৯ মে ২০২৫
অভিযুক্ত চিকিৎসক মহেন্দ্র রেড্ডি জেনারেল সার্জন হিসেবে দায়িত্বরত ছিলেন। এই ঘটনার কিছুক্ষণ পরই তিনি একটি বার্তা পাঠিয়েছিলেন। যেখানে লেখা, ‘তোমার জন্য আমি আমার স্ত্রীকে খুন করেছি।’ তিনি এক নারীর সঙ্গে ডিজিটাল পেমেন্ট অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখতেন। হত্যার পর সেই অ্যাপের মাধ্যমেই তিনি ওই নারীকে এই...
২ ঘণ্টা আগে
অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির অভিযোগ—মেক্সিকো ২০২২ সালের অভ্যুত্থানচেষ্টার মামলায় বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রী বেৎসি শ্যাভেজকে আশ্রয় দিয়েছে।
৪ ঘণ্টা আগে
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎজ আনুষ্ঠানিকভাবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারাকে জার্মানি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আলোচনার বিষয় হবে—দেশটিতে বিভিন্ন অপরাধে জড়িত সিরিয়ার নাগরিকদের দেশে ফেরত পাঠানো। বার্লিন এখন সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর আগে, আহ
৬ ঘণ্টা আগেআজকের পত্রিকা ডেস্ক

স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে ভারতের বেঙ্গালুরুর এক সার্জনের বিরুদ্ধে। ছয় মাস আগে ঘটা এই হত্যাকাণ্ডের অভিযোগে সম্প্রতি তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বছরের ২৬ মে বিয়ে করেন সার্জন ডা. মহেন্দ্র রেড্ডি ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কৃতিকা রেড্ডি। দুজনেই বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে কর্মরত ছিলেন।
মহেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ, কৃতিকা অসুস্থ হলে তাঁকে হাসপাতালে না নিয়ে ঘরেই অ্যানেস্থেটিক ওষুধ প্রোপোফল দেন মহেন্দ্র। যার মাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। এরপর কৃতিকা আরও অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা করে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সম্প্রতি এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করার সময় পুলিশ দেখতে পায়, অভিযুক্ত সার্জন এই ঘটনার কিছুক্ষণ পরই একটি বার্তা পাঠিয়েছিলেন। যেখানে লেখা, ‘তোমার জন্য আমি আমার স্ত্রীকে খুন করেছি।’
পুলিশ জানায়, অভিযুক্ত চিকিৎসক মহেন্দ্র রেড্ডি জেনারেল সার্জন হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি এক নারীর সঙ্গে ডিজিটাল পেমেন্ট অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখতেন। হত্যার পর সেই অ্যাপের মাধ্যমেই তিনি ওই নারীকে এই বার্তা পাঠান। তাঁর ফোনের ফরেনসিক বিশ্লেষণের সময় পুলিশ এই বার্তাটি খুঁজে পায়।
পুলিশ জানিয়েছে, ওই নারীকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়েছে। ওই নারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পরে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল)-এর প্রতিবেদনে কৃতিকার দেহে প্রোপোফলের উপস্থিতি নিশ্চিত হয়। এতে অসুস্থ হয়ে মৃত্যুর চেয়ে হত্যার আশঙ্কা স্পষ্ট হয়। ঘটনার তদন্তে তাঁদের বাসা থেকে ক্যানোলা সেট, ইনজেকশন টিউবসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
এই প্রতিবেদন হাতে পাওয়ার পর কৃতিকার বাবা মহেন্দ্রর বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্তে নেমে পুলিশ সন্দেহ করে, নিজের চিকিৎসা-জ্ঞান ব্যবহার করে মহেন্দ্র ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন।
অবশেষে ১৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং বলেন, ‘এ পর্যন্ত সংগৃহীত প্রমাণগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে যে অপরাধে স্বামীর ভূমিকা ছিল। তিনিই প্রথম স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু তখন এমন কিছু উল্লেখ করেননি যা সন্দেহজনক হতে পারত।’
পুলিশ কমিশনার আরও বলেন, ‘মহেন্দ্র দাবি করেছিলেন, কৃতিকা অসুস্থ ছিলেন। চিকিৎসা নিচ্ছিলেন। এখন আমরা জেনেছি, তাঁকে সিডেটিভ ইনজেকশন দেওয়া হয়েছিল, যা থেকে হত্যার উদ্দেশ্য স্পষ্ট হয়।’

স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে ভারতের বেঙ্গালুরুর এক সার্জনের বিরুদ্ধে। ছয় মাস আগে ঘটা এই হত্যাকাণ্ডের অভিযোগে সম্প্রতি তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বছরের ২৬ মে বিয়ে করেন সার্জন ডা. মহেন্দ্র রেড্ডি ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কৃতিকা রেড্ডি। দুজনেই বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে কর্মরত ছিলেন।
মহেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ, কৃতিকা অসুস্থ হলে তাঁকে হাসপাতালে না নিয়ে ঘরেই অ্যানেস্থেটিক ওষুধ প্রোপোফল দেন মহেন্দ্র। যার মাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। এরপর কৃতিকা আরও অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা করে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সম্প্রতি এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করার সময় পুলিশ দেখতে পায়, অভিযুক্ত সার্জন এই ঘটনার কিছুক্ষণ পরই একটি বার্তা পাঠিয়েছিলেন। যেখানে লেখা, ‘তোমার জন্য আমি আমার স্ত্রীকে খুন করেছি।’
পুলিশ জানায়, অভিযুক্ত চিকিৎসক মহেন্দ্র রেড্ডি জেনারেল সার্জন হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি এক নারীর সঙ্গে ডিজিটাল পেমেন্ট অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখতেন। হত্যার পর সেই অ্যাপের মাধ্যমেই তিনি ওই নারীকে এই বার্তা পাঠান। তাঁর ফোনের ফরেনসিক বিশ্লেষণের সময় পুলিশ এই বার্তাটি খুঁজে পায়।
পুলিশ জানিয়েছে, ওই নারীকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়েছে। ওই নারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পরে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল)-এর প্রতিবেদনে কৃতিকার দেহে প্রোপোফলের উপস্থিতি নিশ্চিত হয়। এতে অসুস্থ হয়ে মৃত্যুর চেয়ে হত্যার আশঙ্কা স্পষ্ট হয়। ঘটনার তদন্তে তাঁদের বাসা থেকে ক্যানোলা সেট, ইনজেকশন টিউবসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
এই প্রতিবেদন হাতে পাওয়ার পর কৃতিকার বাবা মহেন্দ্রর বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্তে নেমে পুলিশ সন্দেহ করে, নিজের চিকিৎসা-জ্ঞান ব্যবহার করে মহেন্দ্র ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন।
অবশেষে ১৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং বলেন, ‘এ পর্যন্ত সংগৃহীত প্রমাণগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে যে অপরাধে স্বামীর ভূমিকা ছিল। তিনিই প্রথম স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু তখন এমন কিছু উল্লেখ করেননি যা সন্দেহজনক হতে পারত।’
পুলিশ কমিশনার আরও বলেন, ‘মহেন্দ্র দাবি করেছিলেন, কৃতিকা অসুস্থ ছিলেন। চিকিৎসা নিচ্ছিলেন। এখন আমরা জেনেছি, তাঁকে সিডেটিভ ইনজেকশন দেওয়া হয়েছিল, যা থেকে হত্যার উদ্দেশ্য স্পষ্ট হয়।’

উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ভারতের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং কাশ্মীর সীমান্তে দুই পক্ষের গোলাগুলির পর গত বুধবার দিবাগত রাতে পাকিস্তানের কয়েকটি জায়গায় ড্রোন হামলা চালিয়েছে ভারত...
০৯ মে ২০২৫
যুক্তরাষ্ট্র ও মিত্ররা অন্তত দুই বছরের জন্য গাজা শাসনের দায়িত্ব নিতে চায়। একই সঙ্গে গাজায় কোনো শান্তিরক্ষীবাহিনী নয়, বরং একটি আন্তর্জাতিক বলপ্রয়োগকারী বাহিনী মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এই বিষয়ে দেশটি এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশের কাছে একটি খসড়া প্রস্তাব
২ ঘণ্টা আগে
অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির অভিযোগ—মেক্সিকো ২০২২ সালের অভ্যুত্থানচেষ্টার মামলায় বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রী বেৎসি শ্যাভেজকে আশ্রয় দিয়েছে।
৪ ঘণ্টা আগে
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎজ আনুষ্ঠানিকভাবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারাকে জার্মানি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আলোচনার বিষয় হবে—দেশটিতে বিভিন্ন অপরাধে জড়িত সিরিয়ার নাগরিকদের দেশে ফেরত পাঠানো। বার্লিন এখন সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর আগে, আহ
৬ ঘণ্টা আগেআজকের পত্রিকা ডেস্ক

অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির অভিযোগ—মেক্সিকো ২০২২ সালের অভ্যুত্থানচেষ্টার মামলায় বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রী বেৎসি শ্যাভেজকে আশ্রয় দিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়েছে, গত রোববার এই ঘোষণা দেয় পেরু সরকার। এর কয়েক ঘণ্টা আগেই সাবেক প্রধানমন্ত্রী শ্যাভেজ মেক্সিকোর দূতাবাসে পালিয়ে যান।
পেরুর পররাষ্ট্রমন্ত্রী হুগো দে সেলা সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ আমরা বিস্ময় ও গভীর দুঃখের সঙ্গে জেনেছি যে, সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়োর কথিত অভ্যুত্থানচেষ্টার অন্যতম অপরাধী বেৎসি শ্যাভেজকে মেক্সিকোর দূতাবাসে আশ্রয় দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই অবন্ধুসুলভ পদক্ষেপের কারণে এবং অতীতে ও বর্তমানে মেক্সিকোর প্রেসিডেন্ট ও সাবেক প্রেসিডেন্টদের বারবার পেরুর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে পেরু সরকার আজ থেকেই মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’ মেক্সিকো সরকার এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
শ্যাভেজের আইনজীবী রাউল নোব্লেসিয়া স্থানীয় রেডিও আরপিপিকে বলেন, তিনি কয়েক দিন ধরে তাঁর মক্কেলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। শ্যাভেজ আশ্রয়ের আবেদন করেছেন কি না, সেটিও তিনি জানেন না। শ্যাভেজ প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়োর সরকারের সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের নভেম্বরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। তখন প্রেসিডেন্ট ও পার্লামেন্টের মধ্যে টানাপোড়েন চলছিল।
কাস্তিয়ো ছিলেন একসময় গ্রামের স্কুলশিক্ষক ও শ্রমিক ইউনিয়নের নেতা। তাঁকে বলা হয় পেরুর ‘প্রথম দরিদ্র প্রেসিডেন্ট।’ কিন্তু তিনি পার্লামেন্ট ভেঙে দেওয়ার চেষ্টা করলে ২০২২ সালের ডিসেম্বরে তাঁকে অভিশংসন করা হয়। এরপর থেকেই লিমা ও মেক্সিকো সিটির সম্পর্ক খারাপ হতে থাকে।
অভিশংসনের পর কাস্তিয়ো মেক্সিকোর লিমা দূতাবাসে আশ্রয়ের চেষ্টা করছিলেন। কিন্তু দূতাবাসে পৌঁছানোর আগেই তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। একই মামলায় বেৎসি শ্যাভেজকেও অভিযুক্ত করা হয়।
এর আগে, ২০২২ সালের ডিসেম্বরেই পেরু মেক্সিকোর রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। কারণ, তখন মেক্সিকো কাস্তিয়োর স্ত্রী ও সন্তানদের আশ্রয় দিয়েছিল। এর পরের বছর ফেব্রুয়ারিতে পেরুর তৎকালীন প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাদরের বিরুদ্ধে কাস্তিয়োর পক্ষে কথা বলে পেরুর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তোলেন এবং মেক্সিকো সিটিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে সাময়িকভাবে প্রত্যাহার করে নেন।
এই বছরের মার্চে সাবেক প্রেসিডেন্ট কাস্তিয়ো ও শ্যাভেজের বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়। কাস্তিয়ো অভিশংসনের পর থেকেই কারাগারে আছেন। শ্যাভেজ গত সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান।
প্রসিকিউটররা শ্যাভেজের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি কাস্তিয়োর সঙ্গে মিলে পার্লামেন্ট ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। শ্যাভেজের বিরুদ্ধে ২৫ বছরের কারাদণ্ড এবং কাস্তিয়োর বিরুদ্ধে ৩৪ বছরের কারাদণ্ডের আবেদন করেছে প্রসিকিউশন। তবে দুজনই অভিযোগ অস্বীকার করেছেন।

অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির অভিযোগ—মেক্সিকো ২০২২ সালের অভ্যুত্থানচেষ্টার মামলায় বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রী বেৎসি শ্যাভেজকে আশ্রয় দিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়েছে, গত রোববার এই ঘোষণা দেয় পেরু সরকার। এর কয়েক ঘণ্টা আগেই সাবেক প্রধানমন্ত্রী শ্যাভেজ মেক্সিকোর দূতাবাসে পালিয়ে যান।
পেরুর পররাষ্ট্রমন্ত্রী হুগো দে সেলা সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ আমরা বিস্ময় ও গভীর দুঃখের সঙ্গে জেনেছি যে, সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়োর কথিত অভ্যুত্থানচেষ্টার অন্যতম অপরাধী বেৎসি শ্যাভেজকে মেক্সিকোর দূতাবাসে আশ্রয় দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই অবন্ধুসুলভ পদক্ষেপের কারণে এবং অতীতে ও বর্তমানে মেক্সিকোর প্রেসিডেন্ট ও সাবেক প্রেসিডেন্টদের বারবার পেরুর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে পেরু সরকার আজ থেকেই মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’ মেক্সিকো সরকার এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
শ্যাভেজের আইনজীবী রাউল নোব্লেসিয়া স্থানীয় রেডিও আরপিপিকে বলেন, তিনি কয়েক দিন ধরে তাঁর মক্কেলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। শ্যাভেজ আশ্রয়ের আবেদন করেছেন কি না, সেটিও তিনি জানেন না। শ্যাভেজ প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়োর সরকারের সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের নভেম্বরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। তখন প্রেসিডেন্ট ও পার্লামেন্টের মধ্যে টানাপোড়েন চলছিল।
কাস্তিয়ো ছিলেন একসময় গ্রামের স্কুলশিক্ষক ও শ্রমিক ইউনিয়নের নেতা। তাঁকে বলা হয় পেরুর ‘প্রথম দরিদ্র প্রেসিডেন্ট।’ কিন্তু তিনি পার্লামেন্ট ভেঙে দেওয়ার চেষ্টা করলে ২০২২ সালের ডিসেম্বরে তাঁকে অভিশংসন করা হয়। এরপর থেকেই লিমা ও মেক্সিকো সিটির সম্পর্ক খারাপ হতে থাকে।
অভিশংসনের পর কাস্তিয়ো মেক্সিকোর লিমা দূতাবাসে আশ্রয়ের চেষ্টা করছিলেন। কিন্তু দূতাবাসে পৌঁছানোর আগেই তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। একই মামলায় বেৎসি শ্যাভেজকেও অভিযুক্ত করা হয়।
এর আগে, ২০২২ সালের ডিসেম্বরেই পেরু মেক্সিকোর রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। কারণ, তখন মেক্সিকো কাস্তিয়োর স্ত্রী ও সন্তানদের আশ্রয় দিয়েছিল। এর পরের বছর ফেব্রুয়ারিতে পেরুর তৎকালীন প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাদরের বিরুদ্ধে কাস্তিয়োর পক্ষে কথা বলে পেরুর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তোলেন এবং মেক্সিকো সিটিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে সাময়িকভাবে প্রত্যাহার করে নেন।
এই বছরের মার্চে সাবেক প্রেসিডেন্ট কাস্তিয়ো ও শ্যাভেজের বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়। কাস্তিয়ো অভিশংসনের পর থেকেই কারাগারে আছেন। শ্যাভেজ গত সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান।
প্রসিকিউটররা শ্যাভেজের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি কাস্তিয়োর সঙ্গে মিলে পার্লামেন্ট ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। শ্যাভেজের বিরুদ্ধে ২৫ বছরের কারাদণ্ড এবং কাস্তিয়োর বিরুদ্ধে ৩৪ বছরের কারাদণ্ডের আবেদন করেছে প্রসিকিউশন। তবে দুজনই অভিযোগ অস্বীকার করেছেন।

উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ভারতের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং কাশ্মীর সীমান্তে দুই পক্ষের গোলাগুলির পর গত বুধবার দিবাগত রাতে পাকিস্তানের কয়েকটি জায়গায় ড্রোন হামলা চালিয়েছে ভারত...
০৯ মে ২০২৫
যুক্তরাষ্ট্র ও মিত্ররা অন্তত দুই বছরের জন্য গাজা শাসনের দায়িত্ব নিতে চায়। একই সঙ্গে গাজায় কোনো শান্তিরক্ষীবাহিনী নয়, বরং একটি আন্তর্জাতিক বলপ্রয়োগকারী বাহিনী মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এই বিষয়ে দেশটি এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশের কাছে একটি খসড়া প্রস্তাব
২ ঘণ্টা আগে
অভিযুক্ত চিকিৎসক মহেন্দ্র রেড্ডি জেনারেল সার্জন হিসেবে দায়িত্বরত ছিলেন। এই ঘটনার কিছুক্ষণ পরই তিনি একটি বার্তা পাঠিয়েছিলেন। যেখানে লেখা, ‘তোমার জন্য আমি আমার স্ত্রীকে খুন করেছি।’ তিনি এক নারীর সঙ্গে ডিজিটাল পেমেন্ট অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখতেন। হত্যার পর সেই অ্যাপের মাধ্যমেই তিনি ওই নারীকে এই...
২ ঘণ্টা আগে
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎজ আনুষ্ঠানিকভাবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারাকে জার্মানি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আলোচনার বিষয় হবে—দেশটিতে বিভিন্ন অপরাধে জড়িত সিরিয়ার নাগরিকদের দেশে ফেরত পাঠানো। বার্লিন এখন সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর আগে, আহ
৬ ঘণ্টা আগেআজকের পত্রিকা ডেস্ক

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎজ আনুষ্ঠানিকভাবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারাকে জার্মানি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আলোচনার বিষয় হবে—দেশটিতে বিভিন্ন অপরাধে জড়িত সিরিয়ার নাগরিকদের দেশে ফেরত পাঠানো। বার্লিন এখন সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর আগে, আহমদ আল–শারাকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
লেবাননের সম্প্রচারমাধ্যম আল–মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ম্যার্ৎজ গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, ‘আমরা অবশ্যই অপরাধীদের সিরিয়ায় ফেরত পাঠাব। এটাই পরিকল্পনা। এখন আমরা সেটি খুব নির্দিষ্টভাবে বাস্তবায়ন করব।’
এই আমন্ত্রণ জার্মানির সিরিয়া সংক্রান্ত নীতির পরিবর্তনের বড় ইঙ্গিত। ম্যার্ৎজ বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিকে স্থিতিশীল করতে আল-শারার সঙ্গে একসঙ্গে কাজ করতে চান তিনি। তিনি বলেন, ‘এটা আমরা একসঙ্গে সমাধান করতে চাই।’
ম্যার্ৎজের এই কঠোর অবস্থান একেবারেই ভিন্ন সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের নীতি থেকে। ২০১৫ সালে মেরকেল ‘ওপেন-ডোর’ শরণার্থী নীতি চালু করেন, যাতে ১০ লাখেরও বেশি অভিবাসী—যাদের বেশির ভাগই সিরিয়ার—জার্মানিতে আশ্রয় পান। এরপর থেকে দেশটিতে ডানপন্থী দলগুলোর জনপ্রিয়তা বেড়ে যায়। সেই চাপের মুখে ম্যার্ৎজের নেতৃত্বে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দল দ্রুত প্রত্যাবাসন ও কড়াকড়ি সীমান্ত নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নেয়। ম্যার্ৎজ বলেন, ‘আমি আবারও বলছি—সিরিয়ার গৃহযুদ্ধ শেষ। এখন জার্মানিতে আশ্রয়ের কোনো যৌক্তিকতা নেই।’
এদিকে, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শায়বানি রোববার নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট আহমদ আল-শারা নভেম্বরের শুরুর দিকে হোয়াইট হাউস সফর করবেন। আলোচনার মূল বিষয় হবে সিরিয়া পুনর্গঠন। মার্কিন বিশেষ দূত টম বারাক শনিবার প্রথম এ সফরের ঘোষণা দেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, সফরটি নভেম্বরের ১০ তারিখের কাছাকাছি সময় অনুষ্ঠিত হবে।
আল-শায়বানি বলেন, ‘অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় থাকবে। এর মধ্যে রয়েছে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন অধ্যায় শুরু করা। আমরা দুই দেশের মধ্যে একটি শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলতে চাই।’
সিরিয়ার কোনো প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর এই প্রথম। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এর আগে কোনো সিরিয়ার রাষ্ট্রপ্রধান আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন সফর করেননি। এ সফরটি আরও তাৎপর্যপূর্ণ কারণ, গত সেপ্টেম্বরেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে নিউইয়র্কে ভাষণ দেন প্রেসিডেন্ট আল-শারা।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎজ আনুষ্ঠানিকভাবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারাকে জার্মানি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আলোচনার বিষয় হবে—দেশটিতে বিভিন্ন অপরাধে জড়িত সিরিয়ার নাগরিকদের দেশে ফেরত পাঠানো। বার্লিন এখন সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর আগে, আহমদ আল–শারাকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
লেবাননের সম্প্রচারমাধ্যম আল–মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ম্যার্ৎজ গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, ‘আমরা অবশ্যই অপরাধীদের সিরিয়ায় ফেরত পাঠাব। এটাই পরিকল্পনা। এখন আমরা সেটি খুব নির্দিষ্টভাবে বাস্তবায়ন করব।’
এই আমন্ত্রণ জার্মানির সিরিয়া সংক্রান্ত নীতির পরিবর্তনের বড় ইঙ্গিত। ম্যার্ৎজ বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিকে স্থিতিশীল করতে আল-শারার সঙ্গে একসঙ্গে কাজ করতে চান তিনি। তিনি বলেন, ‘এটা আমরা একসঙ্গে সমাধান করতে চাই।’
ম্যার্ৎজের এই কঠোর অবস্থান একেবারেই ভিন্ন সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের নীতি থেকে। ২০১৫ সালে মেরকেল ‘ওপেন-ডোর’ শরণার্থী নীতি চালু করেন, যাতে ১০ লাখেরও বেশি অভিবাসী—যাদের বেশির ভাগই সিরিয়ার—জার্মানিতে আশ্রয় পান। এরপর থেকে দেশটিতে ডানপন্থী দলগুলোর জনপ্রিয়তা বেড়ে যায়। সেই চাপের মুখে ম্যার্ৎজের নেতৃত্বে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দল দ্রুত প্রত্যাবাসন ও কড়াকড়ি সীমান্ত নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নেয়। ম্যার্ৎজ বলেন, ‘আমি আবারও বলছি—সিরিয়ার গৃহযুদ্ধ শেষ। এখন জার্মানিতে আশ্রয়ের কোনো যৌক্তিকতা নেই।’
এদিকে, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শায়বানি রোববার নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট আহমদ আল-শারা নভেম্বরের শুরুর দিকে হোয়াইট হাউস সফর করবেন। আলোচনার মূল বিষয় হবে সিরিয়া পুনর্গঠন। মার্কিন বিশেষ দূত টম বারাক শনিবার প্রথম এ সফরের ঘোষণা দেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, সফরটি নভেম্বরের ১০ তারিখের কাছাকাছি সময় অনুষ্ঠিত হবে।
আল-শায়বানি বলেন, ‘অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় থাকবে। এর মধ্যে রয়েছে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন অধ্যায় শুরু করা। আমরা দুই দেশের মধ্যে একটি শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলতে চাই।’
সিরিয়ার কোনো প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর এই প্রথম। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এর আগে কোনো সিরিয়ার রাষ্ট্রপ্রধান আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন সফর করেননি। এ সফরটি আরও তাৎপর্যপূর্ণ কারণ, গত সেপ্টেম্বরেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে নিউইয়র্কে ভাষণ দেন প্রেসিডেন্ট আল-শারা।

উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ভারতের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং কাশ্মীর সীমান্তে দুই পক্ষের গোলাগুলির পর গত বুধবার দিবাগত রাতে পাকিস্তানের কয়েকটি জায়গায় ড্রোন হামলা চালিয়েছে ভারত...
০৯ মে ২০২৫
যুক্তরাষ্ট্র ও মিত্ররা অন্তত দুই বছরের জন্য গাজা শাসনের দায়িত্ব নিতে চায়। একই সঙ্গে গাজায় কোনো শান্তিরক্ষীবাহিনী নয়, বরং একটি আন্তর্জাতিক বলপ্রয়োগকারী বাহিনী মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এই বিষয়ে দেশটি এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশের কাছে একটি খসড়া প্রস্তাব
২ ঘণ্টা আগে
অভিযুক্ত চিকিৎসক মহেন্দ্র রেড্ডি জেনারেল সার্জন হিসেবে দায়িত্বরত ছিলেন। এই ঘটনার কিছুক্ষণ পরই তিনি একটি বার্তা পাঠিয়েছিলেন। যেখানে লেখা, ‘তোমার জন্য আমি আমার স্ত্রীকে খুন করেছি।’ তিনি এক নারীর সঙ্গে ডিজিটাল পেমেন্ট অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখতেন। হত্যার পর সেই অ্যাপের মাধ্যমেই তিনি ওই নারীকে এই...
২ ঘণ্টা আগে
অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির অভিযোগ—মেক্সিকো ২০২২ সালের অভ্যুত্থানচেষ্টার মামলায় বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রী বেৎসি শ্যাভেজকে আশ্রয় দিয়েছে।
৪ ঘণ্টা আগে