Ajker Patrika

ইউক্রেন ইস্যুতে বিরল ফোনালাপে রুশ-মার্কিন প্রতিরক্ষামন্ত্রীরা 

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১০: ৪৮
ইউক্রেন ইস্যুতে বিরল ফোনালাপে রুশ-মার্কিন প্রতিরক্ষামন্ত্রীরা 

ইউক্রেন ইস্যুতে বিরল এক টেলিফোন আলাপে যুক্ত হয়েছিলেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীরা। আজ শুক্রবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন পরস্পর আলোচনা করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ দুই শীর্ষ কর্মকর্তা কী কী আলোচনা করেছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি কোনো পক্ষ থেকেই। উভয় পক্ষই জানিয়েছে, তাঁরা ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করেছেন।

দুই মন্ত্রীর আলোচনার পর মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে, শোইগুর সঙ্গে আলোচনার সময় লয়েড অস্টিন ইউক্রেন যুদ্ধ চলমান থাকায় উভয় দেশের মধ্যে যোগাযোগব্যবস্থা চালু রাখার বিষয়ে জোর দিয়েছেন। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছ, ইউক্রেন যুদ্ধের বর্তমান অবস্থা এবং বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে চলমান প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ১৩ মে এ দুই মন্ত্রীর মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। সে সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রুশ প্রতিরক্ষামন্ত্রীকে অবিলম্বে ইউক্রেনে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছিলেন। তবে এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কোনো আহ্বান জানানো হয়েছে বলে নিশ্চিত করা হয়নি।

দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যকার এই ফোনালাপ এমন এক সময়ে হলো, যার কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইঙ্গিত করেছিলেন ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয় দেশের কর্মকর্তাদের বিশ্বাস, পুতিন এমন কোনো পদক্ষেপ নেবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত