Ajker Patrika

দক্ষিণ আফ্রিকায় পানশালায় গোলাগুলি, নিহত ১৪

আপডেট : ১০ জুলাই ২০২২, ১৬: ৪০
দক্ষিণ আফ্রিকায় পানশালায় গোলাগুলি, নিহত ১৪

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি পানশালায় ব্যাপক গোলাগুলিতে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার সংশ্লিষ্ট পুলিশ বিভাগ হতাহতের তথ্য নিশ্চিত করেছে। 

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার সোয়েতো শহরের একটি পানশালায় এই গোলাগুলির ঘটনা ঘটেছে। এর অবস্থান জোহানেসবার্গের কাছেই। গতকাল শনিবার রাত থেকে সেখানে গোলাগুলির সূত্রপাত হয়। চলে রোববার সকাল পর্যন্ত। 

স্থানীয় পুলিশ কর্মকর্তা এলিয়াস মাওয়েলা বলেছেন, তাঁরা রোববার ভোরে গোলাগুলির খবর পান। তিনি বলেন, ‘আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই, তখন সেখানে ১২ জনের মরদেহ পড়ে ছিল।’ 

পানশালাটির অবস্থান সোয়েতো শহরের অরল্যান্ডো ডিস্ট্রিক্টে। আর জোহানেসবার্গের দক্ষিণ–পূর্বে অবস্থিত সোয়েতো।  

এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও দুজনের।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত