Ajker Patrika

আফ্রিকায় বোমা বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ২২: ৫৯
আফ্রিকায় বোমা বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

মধ্য আফ্রিকায় বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে স্থিতিশীলতা রক্ষার্থে জাতিসংঘের বহুজাতিক মিশনের (এমআইইউএসএসএ) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে মধ্য আফ্রিকার বহোং এলাকায় শান্তিরক্ষীদের পরিবহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। 

আহত তিনজন বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্ট কনভয়ের অংশ ছিলেন। তাঁরা জননিরাপত্তায় টহল দিচ্ছিলেন। এ সময়ই বিস্ফোরণটি ঘটে। গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারে করে বোয়ারে এমআইইউএসএসএর হাসপাতালে নেওয়া হয়েছে।

মধ্য আফ্রিকায় জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ও এমআইইউএসএসএর প্রধান মানকৌর দিয়ায়ে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সাধারণ নাগরিকদের রক্ষায় শান্তিরক্ষীদের সাহসিকতার প্রশংসা করেছেন তিনি।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের দক্ষিণ-পশ্চিমে এক বিস্ফোরণে তানজানিয়ার তিন শান্তিরক্ষী আহত হওয়ার ২৪ ঘণ্টা পরই বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনা ঘটল। গত বছর শান্তিরক্ষীদের উদ্দেশে তৃতীয় বোমা হামলা এটি। এসব হামলায় দেশটির পৃথক স্থানে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার বিস্ফোরণের পর তানজানিয়ার শান্তিরক্ষীরা আক্রান্ত যানবাহনটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় আচমকা অজ্ঞাত স্থান থেকে এলোপাতাড়ি গুলি বর্ষণ হয়। শান্তিরক্ষীরা দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁর জখম গুরুতর নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত