Ajker Patrika

জেনে নিই, ভালো থাকি

নূরজাহান বেগম
জেনে নিই, ভালো থাকি

প্রশ্ন: আমার সন্তানের বয়স ছয় বছর। ইদানীং খেয়াল করছি, সে বাথরুমে কম যাচ্ছে। প্রস্রাব ঠিকমতো হচ্ছে না। পানি খেতে বললে খেতে চায় না। তরল কিছু খেতে দিলে খাচ্ছে না। এটা কি কোনো ধরনের অসুখের লক্ষণ?
দেবলীনা রায়, রাজশাহী 

ছয় বছরের একটি শিশু কেন প্রস্রাব করতে যাচ্ছে না এবং তরল খাবার খেলে কী সমস্যা হচ্ছে, সেটা সাধারণত বলতে পারে। শিশু ছেলে না মেয়ে, সেটা উল্লেখ করা প্রয়োজন। যদি উপসর্গগুলো হঠাৎ করে এসে থাকে, সে ক্ষেত্রে সংক্রমণ, বিশেষ করে প্রস্রাবের সংক্রমণের আর কোনো লক্ষণ আছে কি না, সেটা দেখতে হবে। এ বিষয়ে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো।

তবে কিছু বিষয় খেয়াল করতে হবে, শিশুর দীর্ঘদিন ধরে পায়খানা কষা কি না, খাদ্যের তালিকায় পর্যাপ্ত শাকসবজি, ফলমূল আছে কি না, শিশু নতুন স্কুলে যাওয়া শুরু করেছে কি না এবং স্কুলের ওয়াশরুম তার পছন্দ হচ্ছে কি না ইত্যাদি। 

প্রশ্ন: বর্ষার শেষের দিকে এসে খেয়াল করছি, আমার ছেলের পিঠ ভরে গেছে গুটিতে। এটা ঘামাচি নয়। ব্যথাও হয় না। এর কারণে ওর মধ্যে আলাদা কোনো অসুস্থতাও লক্ষ করিনি। তবে এই গুটিগুলো যাচ্ছে না কোনোভাবেই। ঘামাচির পাউডার ব্যবহার করেও সমাধান পাইনি। ছেলের বয়স সাত বছর।
রাফিয়া খন্দকার, সিলেট

সাধারণত চামড়ায় যেকোনো ধরনের গুটি কিংবা পরিবর্তন এলে সেটা সরাসরি না দেখে মন্তব্য করা সম্ভব হয় না। চামড়ার অনেক পরিবর্তন তেমন কোনো জটিলতা তৈরি করে না। আবার অনেক পরিবর্তন বিভিন্ন রোগের সঙ্গে সম্পৃক্ত। তাই সরাসরি শিশু কিংবা চর্মরোগ বিশেষজ্ঞের পরমার্শ নেওয়া বাঞ্ছনীয়।

পরামর্শ দিয়েছেন, নূরজাহান বেগম, স্পেশালিস্ট, পেডিয়াট্রিক এইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত