ডা. মো. সিরাজুস সালেহীন
হাড়ের ক্যানসার হলে সেখানে কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এটি হাড়ের স্বাভাবিক কোষ ধ্বংস করে এবং হাড় থেকে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যেতে পারে।
হাড়ের ক্যানসার অত্যন্ত দুর্লভ। অধিকাংশ হাড়ে টিউমার বেনাইন হয়, ক্যানসার নয়। এটি শরীরের অন্যান্য অঞ্চলে ছড়ায় না। তবে তা হাড় দুর্বল করতে পারে এবং হাড়ভাঙা বা অন্য সমস্যা তৈরি করতে পারে।
প্রাইমারি হাড় ক্যানসার
এটি একটি ক্যানসারি টিউমার। বিশেষজ্ঞরা নিশ্চিত নন, এটি কেন হয়। তবে এর পেছনে বংশগতির প্রভাব থাকতে পারে। এগুলোর মধ্যে আছে—
সেকেন্ডারি হাড় ক্যানসার
এ ক্ষেত্রে ক্যানসার সাধারণত শরীরের অন্য অংশ থেকে শুরু হয়ে পরবর্তীকালে হাড় আক্রান্ত করে। একে মেটাসটেটিক ক্যানসারও বলা হয়। সাধারণত স্তন ক্যানসার, প্রোস্টেট ক্যানসার, ফুসফুস ক্যানসার থেকে সেকেন্ডারি হাড় ক্যানসার হতে পারে।
হাড় ক্যানসারের ঝুঁকি বৃদ্ধির কারণ
ক্যানসার চিকিৎসা: অন্যান্য অঙ্গের ক্যানসারের চিকিৎসা হিসেবে রেডিয়েশন, স্টেম সেল ট্রান্সপ্লান্ট বা নির্দিষ্ট কিছু কেমোথেরাপি ওষুধ ব্যবহার করলে হাড় ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে।
জেনেটিক বা বংশগত কারণ
পেজেটস ডিজিজ অব বোন। এটি বেনাইন অবস্থা। এ অবস্থা হাড় ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
হাড় ক্যানসারের লক্ষণ
এ ছাড়া হাড়ের ক্যানসারের লক্ষণ সব সময় পাওয়া যায় না। ঘটনাক্রমে অন্য সমস্যার জন্য এক্স-রে করাতে গিয়ে হাড়ের ক্যানসার ধরা পড়তে পারে।
হাড় ক্যানসারের ডায়াগনসিস
এটি ডায়াগনসিসের জন্য প্রয়োজন রোগীর ইতিহাস, শারীরিক পরীক্ষা, ইমেজিং; যেমন এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান, পেট স্ক্যান, বোন স্ক্যান এবং কিছু ল্যাবরেটরি পরীক্ষা; আলফা ফিটো প্রোটিন, কারসিনো এমবায়নিক অ্যান্টিজেন। তবে সুনিশ্চিতভাবে হাড়ের ক্যানসার নির্ণয় করার জন্য বায়োপসি করা প্রয়োজন।
হাড় ক্যানসারের চিকিৎসা
হাড় ক্যানসার এবং তার চিকিৎসার ফলাফল নির্ভর করে ক্যানসারটির ধরন ও স্তরের ওপর। সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা নিলে হাড়ের ক্যানসার নিরাময় করা সম্ভব।
পরামর্শ দিয়েছেন: সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক অনকোলজি অ্যান্ড মাস্কুলোস্কেলেটাল টিউমার, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), চেম্বার: আলোক হাসপাতাল লি., মিরপুর-৬
হাড়ের ক্যানসার হলে সেখানে কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এটি হাড়ের স্বাভাবিক কোষ ধ্বংস করে এবং হাড় থেকে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যেতে পারে।
হাড়ের ক্যানসার অত্যন্ত দুর্লভ। অধিকাংশ হাড়ে টিউমার বেনাইন হয়, ক্যানসার নয়। এটি শরীরের অন্যান্য অঞ্চলে ছড়ায় না। তবে তা হাড় দুর্বল করতে পারে এবং হাড়ভাঙা বা অন্য সমস্যা তৈরি করতে পারে।
প্রাইমারি হাড় ক্যানসার
এটি একটি ক্যানসারি টিউমার। বিশেষজ্ঞরা নিশ্চিত নন, এটি কেন হয়। তবে এর পেছনে বংশগতির প্রভাব থাকতে পারে। এগুলোর মধ্যে আছে—
সেকেন্ডারি হাড় ক্যানসার
এ ক্ষেত্রে ক্যানসার সাধারণত শরীরের অন্য অংশ থেকে শুরু হয়ে পরবর্তীকালে হাড় আক্রান্ত করে। একে মেটাসটেটিক ক্যানসারও বলা হয়। সাধারণত স্তন ক্যানসার, প্রোস্টেট ক্যানসার, ফুসফুস ক্যানসার থেকে সেকেন্ডারি হাড় ক্যানসার হতে পারে।
হাড় ক্যানসারের ঝুঁকি বৃদ্ধির কারণ
ক্যানসার চিকিৎসা: অন্যান্য অঙ্গের ক্যানসারের চিকিৎসা হিসেবে রেডিয়েশন, স্টেম সেল ট্রান্সপ্লান্ট বা নির্দিষ্ট কিছু কেমোথেরাপি ওষুধ ব্যবহার করলে হাড় ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে।
জেনেটিক বা বংশগত কারণ
পেজেটস ডিজিজ অব বোন। এটি বেনাইন অবস্থা। এ অবস্থা হাড় ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
হাড় ক্যানসারের লক্ষণ
এ ছাড়া হাড়ের ক্যানসারের লক্ষণ সব সময় পাওয়া যায় না। ঘটনাক্রমে অন্য সমস্যার জন্য এক্স-রে করাতে গিয়ে হাড়ের ক্যানসার ধরা পড়তে পারে।
হাড় ক্যানসারের ডায়াগনসিস
এটি ডায়াগনসিসের জন্য প্রয়োজন রোগীর ইতিহাস, শারীরিক পরীক্ষা, ইমেজিং; যেমন এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান, পেট স্ক্যান, বোন স্ক্যান এবং কিছু ল্যাবরেটরি পরীক্ষা; আলফা ফিটো প্রোটিন, কারসিনো এমবায়নিক অ্যান্টিজেন। তবে সুনিশ্চিতভাবে হাড়ের ক্যানসার নির্ণয় করার জন্য বায়োপসি করা প্রয়োজন।
হাড় ক্যানসারের চিকিৎসা
হাড় ক্যানসার এবং তার চিকিৎসার ফলাফল নির্ভর করে ক্যানসারটির ধরন ও স্তরের ওপর। সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা নিলে হাড়ের ক্যানসার নিরাময় করা সম্ভব।
পরামর্শ দিয়েছেন: সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক অনকোলজি অ্যান্ড মাস্কুলোস্কেলেটাল টিউমার, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), চেম্বার: আলোক হাসপাতাল লি., মিরপুর-৬
ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
২ ঘণ্টা আগেবিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১৮ ঘণ্টা আগেচিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্তের সূচনা হতে চলেছে। অস্ত্রোপচারের পর ক্ষত সারাতে সেলাই বা স্ট্যাপলারের ব্যবহারের বদলে এবার আলোর মাধ্যমে সক্রিয় হওয়া বডি গ্লু বা শরীরবান্ধব আঠা ব্যবহার করার পথে এগোচ্ছেন চিকিৎসকেরা।
১ দিন আগেশরীরের ব্যথায় কখনো ভোগেনি, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। গ্লোবাল বার্ডেন অব ডিজিজের এক গবেষণা বলছে, বিশ্বে প্রতি পাঁচজনের মধ্যে একজন শরীরে ব্যথার সমস্যায় ভুগছে। তাদের কারও গিরায় ব্যথা, কারও পেশিতে, আবার কেউ হাড়ের ব্যথায় আক্রান্ত। বাংলাদেশে ব্যথার সমস্যায় ভোগা রোগীর সংখ্যা প্রায় ৪ কোটি।
২ দিন আগে