যারা ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন—একটি পিল সেবন করলে তাঁদের সাফল্যের সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায় বলে দাবি করেছেন চিকিৎসকেরা। সাইটিসিন নামের এই পিল নিকোটিনের আসক্তি দূর করে। ল্যাবারনাম বীজ থেকে পাওয়া এই ওষুধটি ধূমপানের আসক্তি কাটিয়ে উঠতে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আজ সোমবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দশক ধরেই মধ্য ও পূর্ব ইউরোপে সাইটিসিন পিলটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এবার এই পিলটি যুক্তরাজ্যও অনুমোদন দিয়েছে।
এক পর্যালোচনায় আর্জেন্টাইন গবেষকেরা সাইটিসিন পিলকে ধূমপান ছাড়ার জন্য অন্যান্য থেরাপি যেমন—ছলৌষধ (প্লাসিবোস), ভেরেনিক্লাইন এবং নিকোটিন প্রতিস্থাপনের সঙ্গে তুলনা করেছেন।
১২টি নিয়ন্ত্রিত ট্রায়ালের বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, সাইটিসিন পিলগুলো ধূমপান বন্ধে ছলৌষধের চেয়ে দ্বিগুণেরও বেশি কার্যকর। পাশাপাশি কিছু ট্রায়ালে নিকোটিন প্রতিস্থাপন থেরাপির তুলনায় বেশি সুবিধা পাওয়া সহ ধূমপান বন্ধের বিজ্ঞানসম্মত উপায় ভ্যারেনিক্লাইনের সমান কার্যকারিতার প্রমাণ দিয়েছে সাইটিসিন।
গবেষণার নেতৃত্ব দেওয়া ওমর ডি সান্তি গার্ডিয়ানকে বলেছেন, ‘ধূমপান বন্ধ করার জন্য বিশ্বজুড়ে একটি সস্তা ও কার্যকর উপাদান সাইটিসিন।’
তিনি আরও বলেন, ‘বিশ্বজুড়ে প্রতিরোধযোগ্য মৃত্যুর প্রধান কারণ হিসাবে বিবেচনা করা হয় ধূমপানকে। সাইটিসিন সেই সমস্যা থেকে উত্তরণের একটি উপায় হতে পারে।’
প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে ধূমপানের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেলেও এটি এখনো প্রতিরোধযোগ্য অসুস্থতা এবং মৃত্যুর প্রধান কারণ হিসাবে রয়ে গেছে। আশা করা হচ্ছে, চিকিৎসকের ব্যবস্থাপত্রে নতুন ওষুধ সাইটিসিন যোগ হলে দেশটিতে ধূমপানের হার আরও হ্রাস পাবে।
চলতি মাসের শেষদিকে যুক্তরাজ্যের বাজারে পাওয়া যাবে সাইটিসিন পিল। তবে এর খরচের বিষয়টি চ্যালেঞ্জিং হতে পারে অনেকের জন্য। ২৫ দিনের একটি কোর্সের জন্য অন্তত ১১৫ পাউন্ড খরচ করতে হবে ধূমপায়ীদের। বাংলাদেশি মুদ্রায় এই কোর্সের খরচ প্রায় ১৬ হাজারেরও বেশি টাকা।
যারা ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন—একটি পিল সেবন করলে তাঁদের সাফল্যের সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায় বলে দাবি করেছেন চিকিৎসকেরা। সাইটিসিন নামের এই পিল নিকোটিনের আসক্তি দূর করে। ল্যাবারনাম বীজ থেকে পাওয়া এই ওষুধটি ধূমপানের আসক্তি কাটিয়ে উঠতে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আজ সোমবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দশক ধরেই মধ্য ও পূর্ব ইউরোপে সাইটিসিন পিলটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এবার এই পিলটি যুক্তরাজ্যও অনুমোদন দিয়েছে।
এক পর্যালোচনায় আর্জেন্টাইন গবেষকেরা সাইটিসিন পিলকে ধূমপান ছাড়ার জন্য অন্যান্য থেরাপি যেমন—ছলৌষধ (প্লাসিবোস), ভেরেনিক্লাইন এবং নিকোটিন প্রতিস্থাপনের সঙ্গে তুলনা করেছেন।
১২টি নিয়ন্ত্রিত ট্রায়ালের বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, সাইটিসিন পিলগুলো ধূমপান বন্ধে ছলৌষধের চেয়ে দ্বিগুণেরও বেশি কার্যকর। পাশাপাশি কিছু ট্রায়ালে নিকোটিন প্রতিস্থাপন থেরাপির তুলনায় বেশি সুবিধা পাওয়া সহ ধূমপান বন্ধের বিজ্ঞানসম্মত উপায় ভ্যারেনিক্লাইনের সমান কার্যকারিতার প্রমাণ দিয়েছে সাইটিসিন।
গবেষণার নেতৃত্ব দেওয়া ওমর ডি সান্তি গার্ডিয়ানকে বলেছেন, ‘ধূমপান বন্ধ করার জন্য বিশ্বজুড়ে একটি সস্তা ও কার্যকর উপাদান সাইটিসিন।’
তিনি আরও বলেন, ‘বিশ্বজুড়ে প্রতিরোধযোগ্য মৃত্যুর প্রধান কারণ হিসাবে বিবেচনা করা হয় ধূমপানকে। সাইটিসিন সেই সমস্যা থেকে উত্তরণের একটি উপায় হতে পারে।’
প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে ধূমপানের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেলেও এটি এখনো প্রতিরোধযোগ্য অসুস্থতা এবং মৃত্যুর প্রধান কারণ হিসাবে রয়ে গেছে। আশা করা হচ্ছে, চিকিৎসকের ব্যবস্থাপত্রে নতুন ওষুধ সাইটিসিন যোগ হলে দেশটিতে ধূমপানের হার আরও হ্রাস পাবে।
চলতি মাসের শেষদিকে যুক্তরাজ্যের বাজারে পাওয়া যাবে সাইটিসিন পিল। তবে এর খরচের বিষয়টি চ্যালেঞ্জিং হতে পারে অনেকের জন্য। ২৫ দিনের একটি কোর্সের জন্য অন্তত ১১৫ পাউন্ড খরচ করতে হবে ধূমপায়ীদের। বাংলাদেশি মুদ্রায় এই কোর্সের খরচ প্রায় ১৬ হাজারেরও বেশি টাকা।
বিশ্বের অন্যতম নিষ্ঠুর ও ধ্বংসাত্মক স্নায়বিক অসুখ হান্টিংটন রোগের প্রথম সফল চিকিৎসার ঘোষণা দিলেন চিকিৎসকেরা। এই রোগ বংশানুক্রমে এবং পরিবার থেকে পরিবারে ছড়িয়ে পড়ে। এটি মস্তিষ্কের কোষ ধ্বংস করে এবং একই সঙ্গে ডিমেনশিয়া, পারকিনসন ও মোটর নিউরন রোগের মতো উপসর্গ তৈরি করে।
১ দিন আগেডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। সবাই ঢাকার হাসপাতালে মারা গেছে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
১ দিন আগেএডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস দেশের জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম দিকে এর বিস্তার মূলত নগরাঞ্চলে সীমাবদ্ধ থাকলেও গত পাঁচ বছরে কম-বেশি দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী গণপরিসরে কার্যকর প্রতিষেধক না থাকায় রোগী ও মৃত্যুহার কমানোর...
২ দিন আগেদেশে বর্তমানে যেসব ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছে, তাদের বেশির ভাগের মৃত্যুর কারণ শক সিনড্রোম। এসব রোগীর অর্ধেকের বেশি মারা যাচ্ছে হাসপাতালে ভর্তির এক দিনের মধ্যে। দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আজ সোমবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর...
৩ দিন আগে