Ajker Patrika

ডায়ালাইসিস কিটের শুল্ক কমানোর দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মে ২০২৪, ০৯: ১৮
ডায়ালাইসিস কিটের শুল্ক কমানোর দাবি সংসদে

জাতীয় সংসদে ডায়ালাইসিসের ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি জানিয়েছেন যশোর-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য তৌহিদুজ্জামান। আজ বুধবার জাতীয় সংসদে ৭১ বিধিতে আনা জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণের নোটিশে এই দাবি জানান তিনি। 

জবাবে অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, করভার কমানোর প্রস্তাব এলে যথা নিয়মে সরকার ব্যবস্থা নেবে। 

তৌহিদুজ্জামান বলেন, কিডনি ফাউন্ডেশনের জরিপের তথ্যমতে বাংলাদেশে প্রায় ২ কোটি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে ভুগছে। আক্রান্তদের মধ্যে ৪০ হাজার কিডনি পুরোপুরি অকেজো হচ্ছে প্রতি বছর। অকেজো কিডনি রোগীদের সপ্তাহে দুই-তিনবার করে ডায়ালাইসিস করাতে হয়। এতে ৪০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়। আনুষঙ্গিক খরচসহ মাসে গড়ে ১ লাখ টাকা খরচ পড়ে। 

তিনি আরও বলেন, দেশে একটি মাত্র প্রতিষ্ঠান এটি তৈরি করে। বাকি সব আমদানি করা হয়। ডায়ালাইজার কিটে শুল্ক কমানো হলে রোগীরা স্বল্পমূল্যে ডায়ালাইসিস করাতে পারবেন। 

তিনি এ বিষয়ে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। 

জবাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, করভার কমানোর প্রস্তাব করা হলে এ বিষয়ে যথানিয়মে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত