অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
আমরা যখন ছোট, তখন শুনেছি বড়দের কাছে, ‘বিড়ালাক্ষী মধু মক্ষী মুখে গন্ধ ছোটে’। নীল নয়না সেসব সাদা মেম পছন্দ ছিল না কারও। কিন্তু ভয়ে কিছু বলার উপায় নেই। অনুমান করা হতো, তাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ভালো নয়–এরা মুখ ধোয় না, স্নান করে না।
যা হোক, মুখে বদ গন্ধ লোকসমাজে খুব অপ্রীতিকর আর এর কারণ সব সময় স্বাস্থ্যবিধি না মানা, তা-ও নয়। লুকিয়ে থাকা অন্তর্গত অসুখের কারণেও হতে পারে মুখে গন্ধ। এমন নয়টি স্বাস্থ্য-সমস্যা হতে পারে কারণ।
বুক জ্বালায় টক গন্ধ
যদি থাকে টক গন্ধ, তাহলে তা হতে পারে অম্ল রস গলায় উঠে যাওয়ার জন্য। এ জন্য খাবারে আনতে হবে পরিবর্তন। এ অবস্থায় পেঁয়াজ, রসুন, ঝাল মসলাদার খাবার ও মদ্যপান বাদ দিলে লাভ হয়।
মাড়ির রোগ ও দাঁত পচা গন্ধ
দাঁত পচলে এর ইঙ্গিত পাওয়া যাবে গন্ধে। দাঁতের চিকিৎসকের কাছে যাবেন অবশ্যই। জিঞ্জিভাইটিস আর পেরিঅডনটাইটিস দাঁত আর মাড়ির এমন দুটো প্রদাহের দ্রুত চিকিৎসা দরকার। নইলে গন্ধ বাড়তেই থাকবে।
পাকস্থলীতে ক্যানসার
ক্যানসারের জন্য হতে পারে ধাতব গন্ধ। তবে কিছু ওষুধের জন্যও এমন হয়। ফলদ গন্ধে ডায়াবেটিস এমন গন্ধ নির্দেশ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আর খুব উচ্চমাত্রার সুগার, যা জরুরি অবস্থা। অবিলম্বে চিকিৎসক দেখাতে হবে।
পচা গন্ধে ফুসফুসের ক্যানসার
মুখে এমন গন্ধ হলে অবিলম্বে চিকিৎসক দেখানো দরকার।
হতে পারে ফুসফুসে ক্যানসারের কারণে এমন গন্ধ।
মেছো গন্ধে কিডনি বিকল
শ্বাস ছাড়ার সময় মেছো গন্ধ হলে কিডনির অসুখের কারণে হতে পারে। তাই চিকিৎসক দেখাতে হবে চট জলদি।
টক দুধের গন্ধে ল্যাকটোজ অসহনীয়
অনেকের পেটে দুধ সহ্য হয় না। দুধের শর্করা ভাঙার এনজাইম অনেকের থাকে না। এ জন্য হতে পারে পেটে মোচড় দিয়ে ব্যথা আর তরল মল।
যকৃৎ বিকলে ছত্রাকের মিষ্টি গন্ধ
এমন গন্ধ হলে মনে করতে হবে যকৃৎ ভালো কাজ হয়তো করছে না। সেই সঙ্গে চোখ আর ত্বক হলুদ হতে পারে।
নোংরা ডায়াপারের গন্ধে
টনসিলগ্রন্থিতে পাথরের আশঙ্কা আছে। টনসিলে পাথর জমে এমন গন্ধ হতে পারে। তাই অবিলম্বে চিকিৎসক দেখানো উচিত।
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ
আমরা যখন ছোট, তখন শুনেছি বড়দের কাছে, ‘বিড়ালাক্ষী মধু মক্ষী মুখে গন্ধ ছোটে’। নীল নয়না সেসব সাদা মেম পছন্দ ছিল না কারও। কিন্তু ভয়ে কিছু বলার উপায় নেই। অনুমান করা হতো, তাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ভালো নয়–এরা মুখ ধোয় না, স্নান করে না।
যা হোক, মুখে বদ গন্ধ লোকসমাজে খুব অপ্রীতিকর আর এর কারণ সব সময় স্বাস্থ্যবিধি না মানা, তা-ও নয়। লুকিয়ে থাকা অন্তর্গত অসুখের কারণেও হতে পারে মুখে গন্ধ। এমন নয়টি স্বাস্থ্য-সমস্যা হতে পারে কারণ।
বুক জ্বালায় টক গন্ধ
যদি থাকে টক গন্ধ, তাহলে তা হতে পারে অম্ল রস গলায় উঠে যাওয়ার জন্য। এ জন্য খাবারে আনতে হবে পরিবর্তন। এ অবস্থায় পেঁয়াজ, রসুন, ঝাল মসলাদার খাবার ও মদ্যপান বাদ দিলে লাভ হয়।
মাড়ির রোগ ও দাঁত পচা গন্ধ
দাঁত পচলে এর ইঙ্গিত পাওয়া যাবে গন্ধে। দাঁতের চিকিৎসকের কাছে যাবেন অবশ্যই। জিঞ্জিভাইটিস আর পেরিঅডনটাইটিস দাঁত আর মাড়ির এমন দুটো প্রদাহের দ্রুত চিকিৎসা দরকার। নইলে গন্ধ বাড়তেই থাকবে।
পাকস্থলীতে ক্যানসার
ক্যানসারের জন্য হতে পারে ধাতব গন্ধ। তবে কিছু ওষুধের জন্যও এমন হয়। ফলদ গন্ধে ডায়াবেটিস এমন গন্ধ নির্দেশ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আর খুব উচ্চমাত্রার সুগার, যা জরুরি অবস্থা। অবিলম্বে চিকিৎসক দেখাতে হবে।
পচা গন্ধে ফুসফুসের ক্যানসার
মুখে এমন গন্ধ হলে অবিলম্বে চিকিৎসক দেখানো দরকার।
হতে পারে ফুসফুসে ক্যানসারের কারণে এমন গন্ধ।
মেছো গন্ধে কিডনি বিকল
শ্বাস ছাড়ার সময় মেছো গন্ধ হলে কিডনির অসুখের কারণে হতে পারে। তাই চিকিৎসক দেখাতে হবে চট জলদি।
টক দুধের গন্ধে ল্যাকটোজ অসহনীয়
অনেকের পেটে দুধ সহ্য হয় না। দুধের শর্করা ভাঙার এনজাইম অনেকের থাকে না। এ জন্য হতে পারে পেটে মোচড় দিয়ে ব্যথা আর তরল মল।
যকৃৎ বিকলে ছত্রাকের মিষ্টি গন্ধ
এমন গন্ধ হলে মনে করতে হবে যকৃৎ ভালো কাজ হয়তো করছে না। সেই সঙ্গে চোখ আর ত্বক হলুদ হতে পারে।
নোংরা ডায়াপারের গন্ধে
টনসিলগ্রন্থিতে পাথরের আশঙ্কা আছে। টনসিলে পাথর জমে এমন গন্ধ হতে পারে। তাই অবিলম্বে চিকিৎসক দেখানো উচিত।
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ
আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে শিশুদের জন্য বিনা মূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর এই কর্মসূচি নিয়েছে। এই টিকাদান কার্যক্রমের জন্য ১ আগস্ট থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
৬ ঘণ্টা আগেঅনেক বছর ধরে স্থূলতাকে একক রোগ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে। কারণ এটি শুধু ডায়াবেটিস, হৃদ্রোগ, স্ট্রোক কিংবা কিছু ক্যানসারের ঝুঁকি বাড়ায় না, স্থূলতা নিজেও এমন একটি স্বতন্ত্র স্বাস্থ্য সমস্যা, যার আলাদাভাবে চিকিৎসা প্রয়োজন।
১৫ ঘণ্টা আগেদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে আরও ৩৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে চিকিৎসাধীন কোনো রোগীর মৃত্যু হয়নি। আজ সোমবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগেপিতৃত্বকালীন ছুটির প্রয়োজন নেই বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, ‘আমার মনে হয় না আলাদা পিতৃত্বকালীন ছুটি দরকার আছে। ছুটি যদি দিতে হয়, তাহলে বাবারও শিশুকে সময় দিতে হবে।’ আজ সোমবার (১৮ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে
১ দিন আগে