ফ্যাক্টচেক ডেস্ক
পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম ও অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রেভিস হেডের এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, বাবর আজমের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া ব্যাট দিয়ে ফাইনালে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন হেড।
‘খেলার সময়’ নামে ফেসবুক গ্রুপে ‘ফিলিস্তিন আমার’ আইডি থেকে গত রোববার (১৯ নভেম্বর) প্রচারিত এমন এক পোস্টে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর একটা পর্যন্ত ৩৩ হাজার প্রতিক্রিয়া ও দুশোর বেশি মন্তব্য পড়েছে। এটি প্রায় দেড়শবার শেয়ার হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, বাবর আজমের উপহারের ব্যাট দিয়ে ভারতের বিরুদ্ধে খেলে ট্রেভিস হেডের সেঞ্চুরি বা শত রান সংগ্রহের দাবি করে যে ছবিটি প্রচারিত হয়েছে, তা সাম্প্রতিক নয়। ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সময় ওই ছবি তোলা হয়। তখন বাবর আজম ট্রেভিস হেডকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন। পরে চলতি বছরের জুনে লন্ডনের ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রেভিস হেড ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেন। সে সময় পাকিস্তানি সমর্থকেরা দাবি করেন, বাবর আজমের উপহারের ব্যাট দিয়েই ভারতের বিরুদ্ধে ওই সেঞ্চুরি করেন হেড।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিক ট্র্যাকারে চলতি বছরের ৯ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রেভিস হেডের ভারতের বিপক্ষে করা সেঞ্চুরিটি নিয়ে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
ওই প্রতিবেদন অনুযায়ী, ট্রেভিস হেড ফাইনালে ১৬৩ বলে ১৭৪ রান সংগ্রহ গড়েন। ওই ইনিংসের পর ফেসবুকে হেড ও বাবর আজমকে তুলে ধরে ছোট ভিডিও ক্লিপ ছড়িয়ে দেওয়া হয়। তাতে দেখা যায়, বাবর হেডের হাতে একটি ব্যাট তুলে দিচ্ছেন। সেটি ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সময় উপহার হিসেবে দেওয়া হয় বলে ক্যাপশনে লেখা আছে। পাকিস্তানের সমর্থকেরা তখন দাবি করেন, এটাই হেডকে বাবরের উপহার দেওয়া ব্যাট।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসে একই দিনে প্রকাশিত আরেক প্রতিবেদন থেকে জানা যায়, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রেভিস হেডের সেঞ্চুরির পর পাকিস্তানের সমর্থকেরা তার হাতে গ্রে-নিকোলস ব্র্যান্ডের একটি ব্যাট দেখতে পান। এরপরই ২০২২ সালে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরকার সময়ের হেডকে বাবর আজমের ব্যাট গিফট করার ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, বাবর ও ট্রেভিস হেড একই কোম্পানির উৎপাদিত ব্যাট ব্যবহার করে থাকেন।
গ্রে-নিকোলসের ওয়েবসাইট ও ইনস্টাগ্রাম পেজ ঘুরেও এ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
ট্রেভিস হেডের ব্যাট সম্পর্কে দেখুন এখানে।
বাবর আজমের ব্যাট সম্পর্কে দেখুন এখানে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলেও একই বিষয়ের এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তা থেকেও উপরের ঘটনাগুলোর যোগসূত্র পাওয়া যায়। এসবসহ কোনো প্রতিবেদনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রেভিস হেডের সেঞ্চুরি করা ব্যাটটি নিয়ে কোনো সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
তবে সেসব প্রতিবেদন থেকে অন্তত একটি বিষয় নিশ্চিত হয়েছে, তা হলো- বাবর আজমের উপহার দেওয়া ব্যাটে ভারতের বিপক্ষে ট্রেভিস হেডের সেঞ্চুরি করার দাবিটির সঙ্গে সদ্যসমাপ্ত ওয়ান ডে বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই। এই বিশ্বকাপে ট্রেভিস হেডের করা সেঞ্চুরি সম্পর্কেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকেরা। জবাবে ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই জয়ের ম্যাচে ১২০ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রেভিস হেড।
সিদ্ধান্ত
ভারতে সদ্যসমাপ্ত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ১২০ বলে ১৩৭ রান সংগ্রহ করে ভারতের বিপক্ষে জয়ে অবদান রাখেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রেভিস হেড। তাঁর এই সেঞ্চুরির জন্য পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের উপহার দেওয়া ব্যাটের অবদান দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ফাইনালের বেশ আগেই ‘বাবর আজমের উপহার দেওয়া ব্যাটে ট্রেভিস হেডের সেঞ্চুরি’ করার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম ও অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রেভিস হেডের এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, বাবর আজমের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া ব্যাট দিয়ে ফাইনালে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন হেড।
‘খেলার সময়’ নামে ফেসবুক গ্রুপে ‘ফিলিস্তিন আমার’ আইডি থেকে গত রোববার (১৯ নভেম্বর) প্রচারিত এমন এক পোস্টে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর একটা পর্যন্ত ৩৩ হাজার প্রতিক্রিয়া ও দুশোর বেশি মন্তব্য পড়েছে। এটি প্রায় দেড়শবার শেয়ার হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, বাবর আজমের উপহারের ব্যাট দিয়ে ভারতের বিরুদ্ধে খেলে ট্রেভিস হেডের সেঞ্চুরি বা শত রান সংগ্রহের দাবি করে যে ছবিটি প্রচারিত হয়েছে, তা সাম্প্রতিক নয়। ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সময় ওই ছবি তোলা হয়। তখন বাবর আজম ট্রেভিস হেডকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন। পরে চলতি বছরের জুনে লন্ডনের ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রেভিস হেড ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেন। সে সময় পাকিস্তানি সমর্থকেরা দাবি করেন, বাবর আজমের উপহারের ব্যাট দিয়েই ভারতের বিরুদ্ধে ওই সেঞ্চুরি করেন হেড।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিক ট্র্যাকারে চলতি বছরের ৯ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রেভিস হেডের ভারতের বিপক্ষে করা সেঞ্চুরিটি নিয়ে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
ওই প্রতিবেদন অনুযায়ী, ট্রেভিস হেড ফাইনালে ১৬৩ বলে ১৭৪ রান সংগ্রহ গড়েন। ওই ইনিংসের পর ফেসবুকে হেড ও বাবর আজমকে তুলে ধরে ছোট ভিডিও ক্লিপ ছড়িয়ে দেওয়া হয়। তাতে দেখা যায়, বাবর হেডের হাতে একটি ব্যাট তুলে দিচ্ছেন। সেটি ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সময় উপহার হিসেবে দেওয়া হয় বলে ক্যাপশনে লেখা আছে। পাকিস্তানের সমর্থকেরা তখন দাবি করেন, এটাই হেডকে বাবরের উপহার দেওয়া ব্যাট।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসে একই দিনে প্রকাশিত আরেক প্রতিবেদন থেকে জানা যায়, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রেভিস হেডের সেঞ্চুরির পর পাকিস্তানের সমর্থকেরা তার হাতে গ্রে-নিকোলস ব্র্যান্ডের একটি ব্যাট দেখতে পান। এরপরই ২০২২ সালে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরকার সময়ের হেডকে বাবর আজমের ব্যাট গিফট করার ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, বাবর ও ট্রেভিস হেড একই কোম্পানির উৎপাদিত ব্যাট ব্যবহার করে থাকেন।
গ্রে-নিকোলসের ওয়েবসাইট ও ইনস্টাগ্রাম পেজ ঘুরেও এ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
ট্রেভিস হেডের ব্যাট সম্পর্কে দেখুন এখানে।
বাবর আজমের ব্যাট সম্পর্কে দেখুন এখানে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলেও একই বিষয়ের এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তা থেকেও উপরের ঘটনাগুলোর যোগসূত্র পাওয়া যায়। এসবসহ কোনো প্রতিবেদনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রেভিস হেডের সেঞ্চুরি করা ব্যাটটি নিয়ে কোনো সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
তবে সেসব প্রতিবেদন থেকে অন্তত একটি বিষয় নিশ্চিত হয়েছে, তা হলো- বাবর আজমের উপহার দেওয়া ব্যাটে ভারতের বিপক্ষে ট্রেভিস হেডের সেঞ্চুরি করার দাবিটির সঙ্গে সদ্যসমাপ্ত ওয়ান ডে বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই। এই বিশ্বকাপে ট্রেভিস হেডের করা সেঞ্চুরি সম্পর্কেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকেরা। জবাবে ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই জয়ের ম্যাচে ১২০ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রেভিস হেড।
সিদ্ধান্ত
ভারতে সদ্যসমাপ্ত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ১২০ বলে ১৩৭ রান সংগ্রহ করে ভারতের বিপক্ষে জয়ে অবদান রাখেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রেভিস হেড। তাঁর এই সেঞ্চুরির জন্য পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের উপহার দেওয়া ব্যাটের অবদান দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ফাইনালের বেশ আগেই ‘বাবর আজমের উপহার দেওয়া ব্যাটে ট্রেভিস হেডের সেঞ্চুরি’ করার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
১৫ ঘণ্টা আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
২ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
২ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগে