ফ্যাক্টচেক ডেস্ক
দেশে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ। এই সময়ে ‘এটা ইন্ডিয়ার চিত্র নয়, ময়মনসিংহ মেডিকেলে করোনায় লাশের বন্যা’-এ রকম শিরোনাম দিয়ে একটি ভিডিও ফেসবুকে অনেকেই পোস্ট করছেন। আজ সকাল থেকে ফেসবুকে অর্ধ শতাধিক পেজ, গ্রুপ ও আইডিতে ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে।
ফ্যাক্টচেক
মো. আশরাফুল আলম নামের একটি পেজে ময়মনসিংহ মেডিকেলে করোনায় আক্রান্ত লাশের সারি বলে দাবি করা সাব্বির আহমেদ নামে একজনের আইডি থেকে মন্তব্যের ঘরে লেখা হয়-ভিডিওটি ময়মনসিংহ মেডিকেলের নয়, বরং রাজশাহী মেডিকেলের। তিনি আরও উল্লেখ করেন, ভিডিওতে লাশের সারিগুলো করোনায় আক্রান্ত রোগীর নয়। এক মাস আগের একটি সড়ক দুর্ঘটনায় নিহতদের ভিডিও এটি। গুজব না ছড়ানোর জন্য আহ্বানও করেন তিনি।
মন্তব্যের সূত্র ধরে যোগাযোগ করা হয় রাজশাহী মেডিকেলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদের সঙ্গে। তিনি রাজশাহী মেডিকেলের হোস্টেলেই থাকেন। ভিডিওতে যে জায়গাটি দেখা যাচ্ছে সেখানে তাঁর নিয়মিত যাতায়াত। অনুরোধ করলে তাৎক্ষণিক ওই স্থানে গিয়ে একটি ছবি তুলে পাঠান তিনি।
ক্রস চেকের অংশ হিসেবে আজকের পত্রিকার রাজশাহী প্রতিনিধি রিমন রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ২৬ মার্চ রাজশাহী-নাটোর মহাসড়কে কাটাখালী থানার সামনে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের পর আগুনে পুড়ে ১৭ জন নিহত হন। পরে নিহতদের লাশ রাজশাহী মেডিকেলে নিয়ে আসা হয়। ওই দিন তিনি ঘটনাস্থলেই ছিলেন। ভিডিওতে যা দেখা যাচ্ছে তা তাঁর চোখের সামনেই ঘটেছে।
সিদ্ধান্ত
ভিডিওটি ময়মনসিংহ মেডিকেলের নয়, করোনায় আক্রান্ত লাশের সারিরও নয়। ভিডিওতে যে মৃতদেহগুলো দেখা যাচ্ছে, সেগুলো গত ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনার। দুর্ঘটনার পর লাশগুলো রাজশাহী মেডিকেলে নেওয়ার পর ওই ভিডিওটি ধারণ করা হয়।
দেশে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ। এই সময়ে ‘এটা ইন্ডিয়ার চিত্র নয়, ময়মনসিংহ মেডিকেলে করোনায় লাশের বন্যা’-এ রকম শিরোনাম দিয়ে একটি ভিডিও ফেসবুকে অনেকেই পোস্ট করছেন। আজ সকাল থেকে ফেসবুকে অর্ধ শতাধিক পেজ, গ্রুপ ও আইডিতে ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে।
ফ্যাক্টচেক
মো. আশরাফুল আলম নামের একটি পেজে ময়মনসিংহ মেডিকেলে করোনায় আক্রান্ত লাশের সারি বলে দাবি করা সাব্বির আহমেদ নামে একজনের আইডি থেকে মন্তব্যের ঘরে লেখা হয়-ভিডিওটি ময়মনসিংহ মেডিকেলের নয়, বরং রাজশাহী মেডিকেলের। তিনি আরও উল্লেখ করেন, ভিডিওতে লাশের সারিগুলো করোনায় আক্রান্ত রোগীর নয়। এক মাস আগের একটি সড়ক দুর্ঘটনায় নিহতদের ভিডিও এটি। গুজব না ছড়ানোর জন্য আহ্বানও করেন তিনি।
মন্তব্যের সূত্র ধরে যোগাযোগ করা হয় রাজশাহী মেডিকেলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদের সঙ্গে। তিনি রাজশাহী মেডিকেলের হোস্টেলেই থাকেন। ভিডিওতে যে জায়গাটি দেখা যাচ্ছে সেখানে তাঁর নিয়মিত যাতায়াত। অনুরোধ করলে তাৎক্ষণিক ওই স্থানে গিয়ে একটি ছবি তুলে পাঠান তিনি।
ক্রস চেকের অংশ হিসেবে আজকের পত্রিকার রাজশাহী প্রতিনিধি রিমন রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ২৬ মার্চ রাজশাহী-নাটোর মহাসড়কে কাটাখালী থানার সামনে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের পর আগুনে পুড়ে ১৭ জন নিহত হন। পরে নিহতদের লাশ রাজশাহী মেডিকেলে নিয়ে আসা হয়। ওই দিন তিনি ঘটনাস্থলেই ছিলেন। ভিডিওতে যা দেখা যাচ্ছে তা তাঁর চোখের সামনেই ঘটেছে।
সিদ্ধান্ত
ভিডিওটি ময়মনসিংহ মেডিকেলের নয়, করোনায় আক্রান্ত লাশের সারিরও নয়। ভিডিওতে যে মৃতদেহগুলো দেখা যাচ্ছে, সেগুলো গত ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনার। দুর্ঘটনার পর লাশগুলো রাজশাহী মেডিকেলে নেওয়ার পর ওই ভিডিওটি ধারণ করা হয়।
গত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১৭ ঘণ্টা আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগেচীনের একটি পোশাক কারখানা ইংরেজি ভাষায় ‘বয়কট চায়না’ লেখাসহ ১ লাখ টি-শার্ট এবং ক্যাপ যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে—এমন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
৩ দিন আগে