ফ্যাক্টচেক ডেস্ক
আফগানিস্তান দখলে নিয়েছে তালেবানরা। একই অঞ্চলের দেশ হওয়ায় বাংলাদেশের মানুষের কাছেও আফগানিস্তানের এই ঘটনা ব্যাপক গুরুত্ব পাচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে একের পর এক ছবি ও ভিডিও। সেই ছবি ও ভিডিওগুলো অসংখ্য শেয়ারও হচ্ছে মুহূর্তেই।
এর মধ্যে বিভ্রান্তিকর কিছু ছবি ও ভিডিও পোস্ট করে নেটাগরিকদের ভুল তথ্যও দেওয়া হচ্ছে। আফগানিস্তানের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে ফেসবুক ও টুইটারে ছড়িয়ে পড়েছে এমনই একটি ছবি।
তিনজন সহচরসহ তালেবানের সহ–প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বেরাদরের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি কাবুলে তালেবানদের প্রেসিডেন্ট ভবন দখলের ছবি। গত ১৫ আগস্ট একটি নাইজেরীয় সংবাদমাধ্যম তাদের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে এমন দাবি করে। এরপর একই তথ্যসহ ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ছবিটি।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে গুগলে অনুসন্ধান করে ছবিটি রাশিয়ান অনলাইন সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসের একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনটি প্রকাশিত হয় গত ১৯ মার্চ। ছবিটি তুলেছিলেন বার্তা সংস্থা এএফপির আলোকচিত্রী আলেকসান্দর জেমালিয়ান।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, তালেবান সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বেরাদর এবং তালেবান প্রতিনিধি দলের অন্য সদস্যরা একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন।
আফগান সরকার, তালেবান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার অংশ হিসেবে গত মার্চে মস্কোতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মধ্যস্থতাকারীরা আফগানিস্তানের মাটি থেকে অন্য কোনো গোষ্ঠীর সন্ত্রাসী তৎপরতায় প্রশ্রয় না দেওয়ার জন্য তালেবানের প্রতি আহ্বান জানান।
এই সম্মেলনে অংশ নেওয়া রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তানের প্রতিনিধিরা আফগানিস্তানে সহিংসতা বন্ধ এবং যুদ্ধরত পক্ষগুলোকে রাজনৈতিক–কূটনৈতিক সমঝোতার অনুকূল পরিবেশ তৈরি করার জন্য আহ্বান জানিয়েছিলেন।
আজকের পত্রিকায় প্রকাশিত কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদ দখল সম্পর্কিত প্রতিবেদনটি পড়ুন এখানে।
সিদ্ধান্ত
ফেসবুক ও টুইটারে ছড়িয়ে পড়া মোল্লা আবদুল গনি বেরাদর ও তাঁর সঙ্গে অন্য তালেবান নেতাদের দলগত ছবিটি সম্প্রতি কাবুলে প্রেসিডেন্ট ভবন দখলের নয়। এটি গত মার্চে রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত আফগান সরকার ও তালেবানসহ বহুপক্ষীয় একটি শান্তি আলোচনার ছবি।
আফগানিস্তান দখলে নিয়েছে তালেবানরা। একই অঞ্চলের দেশ হওয়ায় বাংলাদেশের মানুষের কাছেও আফগানিস্তানের এই ঘটনা ব্যাপক গুরুত্ব পাচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে একের পর এক ছবি ও ভিডিও। সেই ছবি ও ভিডিওগুলো অসংখ্য শেয়ারও হচ্ছে মুহূর্তেই।
এর মধ্যে বিভ্রান্তিকর কিছু ছবি ও ভিডিও পোস্ট করে নেটাগরিকদের ভুল তথ্যও দেওয়া হচ্ছে। আফগানিস্তানের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে ফেসবুক ও টুইটারে ছড়িয়ে পড়েছে এমনই একটি ছবি।
তিনজন সহচরসহ তালেবানের সহ–প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বেরাদরের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি কাবুলে তালেবানদের প্রেসিডেন্ট ভবন দখলের ছবি। গত ১৫ আগস্ট একটি নাইজেরীয় সংবাদমাধ্যম তাদের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে এমন দাবি করে। এরপর একই তথ্যসহ ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ছবিটি।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে গুগলে অনুসন্ধান করে ছবিটি রাশিয়ান অনলাইন সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসের একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনটি প্রকাশিত হয় গত ১৯ মার্চ। ছবিটি তুলেছিলেন বার্তা সংস্থা এএফপির আলোকচিত্রী আলেকসান্দর জেমালিয়ান।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, তালেবান সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বেরাদর এবং তালেবান প্রতিনিধি দলের অন্য সদস্যরা একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন।
আফগান সরকার, তালেবান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার অংশ হিসেবে গত মার্চে মস্কোতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মধ্যস্থতাকারীরা আফগানিস্তানের মাটি থেকে অন্য কোনো গোষ্ঠীর সন্ত্রাসী তৎপরতায় প্রশ্রয় না দেওয়ার জন্য তালেবানের প্রতি আহ্বান জানান।
এই সম্মেলনে অংশ নেওয়া রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তানের প্রতিনিধিরা আফগানিস্তানে সহিংসতা বন্ধ এবং যুদ্ধরত পক্ষগুলোকে রাজনৈতিক–কূটনৈতিক সমঝোতার অনুকূল পরিবেশ তৈরি করার জন্য আহ্বান জানিয়েছিলেন।
আজকের পত্রিকায় প্রকাশিত কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদ দখল সম্পর্কিত প্রতিবেদনটি পড়ুন এখানে।
সিদ্ধান্ত
ফেসবুক ও টুইটারে ছড়িয়ে পড়া মোল্লা আবদুল গনি বেরাদর ও তাঁর সঙ্গে অন্য তালেবান নেতাদের দলগত ছবিটি সম্প্রতি কাবুলে প্রেসিডেন্ট ভবন দখলের নয়। এটি গত মার্চে রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত আফগান সরকার ও তালেবানসহ বহুপক্ষীয় একটি শান্তি আলোচনার ছবি।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
২১ মিনিট আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগে