ফ্যাক্টচেক ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে একটি তথ্য প্রচার করে দাবি করা হচ্ছে, ‘ফিলিস্তিনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিও শেয়ার করলেন ইলন মাস্ক।’
ফিলিস্তিনের সমর্থনে ইলন মাস্কের টুইট দাবি করে প্রচারিত এক পোস্টের কমেন্ট বক্স যাচাই করে তাঁর নামে খোলা একটি এক্স অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। যাচাই করে দেখা যায়, সেটি ভেরিফায়েড অ্যাকাউন্ট। সেখানে ইউজার নেমে লেখা ইলন মাস্ক এওসি ও অ্যাকাউন্টটির নামের পাশে ইংরেজিতে প্যারোডি লেখা।
অনুসন্ধানে এই একই এক্স অ্যাকাউন্ট থেকে গত ৭ জুলাই প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। সেখানে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের উদ্দেশে লেখা হয়, ‘আমি এই অ্যাপ্লিকেশনের জন্য ৪৪ মিলিয়ন ডলার খরচ করেছি। আর মার্ক আমাকে কপি পেস্ট করার সিদ্ধান্ত নিয়েছ, খাঁচায় দেখা হবে।’
সেই পোস্টে ইলন মাস্কের নাম এবং একই ইউজার নেমসহ ইলন মাস্কের মূল এক্স অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে বলা হয়, ‘অনেক মানুষ মনে করে এটা আমার অ্যাকাউন্ট।’ এই কমেন্টে ইউটিউবার মি বিস্টের জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে ইলন মাস্ক নিশ্চিত করেন, এটি তার অ্যাকাউন্ট নয়।
ইলন মাস্কের আসল এক্স অ্যাকাউন্ট দেখুন এখানে।
ওপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, ফিলিস্তিনের সমর্থনে ইলন মাস্কের নামে যে এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিও শেয়ার করা হয়েছে, সেটি ইলন মাস্কের অ্যাকাউন্ট নয়। তাঁর নামে খোলা একটি প্যারোডি অ্যাকাউন্ট।
প্রসঙ্গত হামাসের হামলার পাল্টায় গাজায় ইসরায়েলের চলমান হামলার মধ্যে গত ২৮ অক্টোবর ইসরায়েলি হামলায় বিধ্বস্ত আন্তর্জাতিক সংগঠনগুলোকে ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দেয় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টার লিংক।
সিদ্ধান্ত
চলমান ইসরায়েল-হামাস সংঘাতের মাঝে ৭ নভেম্বর টুইটারের মালিক ইলন মাস্কের নামে খোলা একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত একটি মিছিলের ভিডিও প্রচার করা হয়। তবে পরে এই প্যারোডি বা নকল অ্যাকাউন্টের পোস্টটিই ইলন মাস্কের আসল পোস্ট দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে একটি তথ্য প্রচার করে দাবি করা হচ্ছে, ‘ফিলিস্তিনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিও শেয়ার করলেন ইলন মাস্ক।’
ফিলিস্তিনের সমর্থনে ইলন মাস্কের টুইট দাবি করে প্রচারিত এক পোস্টের কমেন্ট বক্স যাচাই করে তাঁর নামে খোলা একটি এক্স অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। যাচাই করে দেখা যায়, সেটি ভেরিফায়েড অ্যাকাউন্ট। সেখানে ইউজার নেমে লেখা ইলন মাস্ক এওসি ও অ্যাকাউন্টটির নামের পাশে ইংরেজিতে প্যারোডি লেখা।
অনুসন্ধানে এই একই এক্স অ্যাকাউন্ট থেকে গত ৭ জুলাই প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। সেখানে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের উদ্দেশে লেখা হয়, ‘আমি এই অ্যাপ্লিকেশনের জন্য ৪৪ মিলিয়ন ডলার খরচ করেছি। আর মার্ক আমাকে কপি পেস্ট করার সিদ্ধান্ত নিয়েছ, খাঁচায় দেখা হবে।’
সেই পোস্টে ইলন মাস্কের নাম এবং একই ইউজার নেমসহ ইলন মাস্কের মূল এক্স অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে বলা হয়, ‘অনেক মানুষ মনে করে এটা আমার অ্যাকাউন্ট।’ এই কমেন্টে ইউটিউবার মি বিস্টের জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে ইলন মাস্ক নিশ্চিত করেন, এটি তার অ্যাকাউন্ট নয়।
ইলন মাস্কের আসল এক্স অ্যাকাউন্ট দেখুন এখানে।
ওপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, ফিলিস্তিনের সমর্থনে ইলন মাস্কের নামে যে এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিও শেয়ার করা হয়েছে, সেটি ইলন মাস্কের অ্যাকাউন্ট নয়। তাঁর নামে খোলা একটি প্যারোডি অ্যাকাউন্ট।
প্রসঙ্গত হামাসের হামলার পাল্টায় গাজায় ইসরায়েলের চলমান হামলার মধ্যে গত ২৮ অক্টোবর ইসরায়েলি হামলায় বিধ্বস্ত আন্তর্জাতিক সংগঠনগুলোকে ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দেয় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টার লিংক।
সিদ্ধান্ত
চলমান ইসরায়েল-হামাস সংঘাতের মাঝে ৭ নভেম্বর টুইটারের মালিক ইলন মাস্কের নামে খোলা একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত একটি মিছিলের ভিডিও প্রচার করা হয়। তবে পরে এই প্যারোডি বা নকল অ্যাকাউন্টের পোস্টটিই ইলন মাস্কের আসল পোস্ট দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে থাকে।
গত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
৫ ঘণ্টা আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১১ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
২ দিন আগেচীনের একটি পোশাক কারখানা ইংরেজি ভাষায় ‘বয়কট চায়না’ লেখাসহ ১ লাখ টি-শার্ট এবং ক্যাপ যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে—এমন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
২ দিন আগে