Ajker Patrika

মুদি থেকে মাদককারবারি

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৩
মুদি থেকে মাদককারবারি

কাউনিয়ার হারাগাছ পৌরসভায় এক মুদিদোকানির মাদক কারবারে জড়িয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি প্রায় ১ হাজার ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন।

দোকানির নাম সাইফুল ইসলাম (২৭)। তিনি পৌরসভার পোদ্দারপাড়া গ্রামের বাসিন্দা।

সাইফুলকে গতকাল শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়। তিনি গত শুক্রবার দুপুরে পৌরসভার পাইকারি বাজার এলাকা থেকে ইয়াবাসহ আটক হন।

রংপুর র‍্যাবের নায়েব সুবেদার শরিফ উজজামান জানান, ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে হারাগাছ পাইকারি বাজার এলাকায় এক মাদক ব্যবসায়ী অবস্থান করছেন, এমন গোপন তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় র‍্যাবের একটি অভিযানকারী দল বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সাইফুলকে আটক এবং তাঁর কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৯৯৭টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ২২ টাকা জব্দ করা হয়।

সাইফুলকে পরে রাত ৮টার দিকে হারাগাছ থানায় সোপর্দ করা হয়। তিনি গ্রামে মুদি দোকান চালানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, র‍্যাবের নায়েব সুবেদার শরিফ শুক্রবার রাতে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাইফুলের নাম উল্লেখ করে মামলা করেন। শনিবার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত