Ajker Patrika

নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি মহিলা পরিষদের

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৫: ৪৮
নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি মহিলা পরিষদের

নারীর প্রতি সহিংসতা বন্ধ ও সম অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী শাখার নেতা–কর্মীরা।

গতকাল শুক্রবার সকাল ১১টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান সংগঠনটির নেত্রীরা।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মধুখালী মহিলা পরিষদের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন কর হয়।

‘নারীর প্রতি সহিংসতা বন্ধ কর সমঅধিকার নিশ্চিত করো’ এ স্লোগানে মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মধুখালী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শামসুনাহার নিহার, প্রোগ্রাম এক্সিকিউটিভ জেসমিন ইসলাম, পরিষদের রেশমা আক্তার, রুবিনা খন্দকার, আসমা সুলতানা, সাংবাদিক শাহজাহান হেলাল, মতিয়ার রহমান মিঞা, মেহেদী হাসান, সালেহীন সোয়াদ সাম্মী প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি সুরাইয়া সালাম।

এ সময় নারীর প্রতি সহিংসতা বন্ধ ও সমঅধিকার নিশ্চিত করত সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত