Ajker Patrika

সব সুবিধা পাবে চরাঞ্চলের মানুষ

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ২৯
সব সুবিধা পাবে চরাঞ্চলের মানুষ

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব অঞ্চলে সুষম উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে শহরের সব সুযোগ-সুবিধা পাবে চরাঞ্চলের মানুষ। শহর, গ্রাম ও চরাঞ্চলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। চরাঞ্চলের প্রতিটি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। চরাঞ্চলে বাম্পার ফলনে অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নের পূর্ব বাটিকামারির চর এলাকায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে ত্রাণ, শিশু খাদ্য ও গবাদিপশুর খাদ্য বিতরণকালে হুইপ এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান, সদর উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, কামারজানি ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, মোল্লারচর ইউপি চেয়ারম্যান মো. সাইদুজ্জামানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।

তিনি আরও বলেন, এক সময় বিএনপি-জামায়াত নাশকতা চালিয়ে দেশের অর্থনৈতিক ক্ষতি করেছে। কিন্তু বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা দাবিয়ে রাখতে পারেনি। এখনো তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ সময় তিনি জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত