Ajker Patrika

শালিখায় ১৯ বছর পর ছাত্রদলের কমিটি

শালিখা (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ০৩
শালিখায় ১৯ বছর পর ছাত্রদলের কমিটি

দীর্ঘ ১৯ বছর পর ছাত্রদলের মাগুরার শালিখা উপজেলার সাতটি ইউনিট কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মাগুরা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. বায়োজিদ ইসলামের স্বাক্ষরে শালিখা উপজেলার সাতটি ইউনিয়ন কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি তারিখে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. বায়োজিদ ইসলামের স্বাক্ষরে শালিখা উপজেলার সাতটি ইউনিট কমিটির আংশিক কমিটি প্রকাশ করা হয়। প্রকাশের কয়েক ঘণ্টা পর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব তিতাস বিশ্বাস প্রকাশিত কমিটি সম্পর্কে অবগত নয় মর্মে বিজ্ঞপ্তি দেওয়ার পর কেন্দ্রীয় ছাত্রদল প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ওই কমিটি স্থগিত করে।

উপজেলা ছাত্রদলের নেতারা জানান, এসব ইউনিটে সর্বশেষ ২০০৩ সালের দিকে পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল। সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ছয় মাস আগে পুরোনো সব কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। যার অংশ হিসেবে স্থানীয় নেতাদের মাধ্যমে সদস্য সংগ্রহ করে ছাত্রদল। এরপর কেন্দ্রীয় ছাত্রদলের এক নেতা, উপজেলা ও জেলার নেতাদের নিয়ে এসব কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়।

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব তিতাস বিশ্বাস বলেন, সাতটির মধ্যে কোনো ইউনিট কমিটিতে প্রত্যাশিত পদ পায়নি। আরও অভিযোগ করে বলেন, কমিটি একতরফা ভাবে হয়েছে আমার সঙ্গে সমন্বয় করেনি। আমি একতরফা কমিটির প্রতিবাদ জানাই, প্রয়োজনে পদত্যাগ করব।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজায়েত হোসেন সজীব বলেন, দীর্ঘ ১৯ বছর পর কমিটি হওয়ায় নেতা কর্মীরা খুব উৎফুল্ল ও আনন্দিত। অভিযোগের বিষয়ে বলেন, সমন্বয় করেই কমিটি হয়েছে, এখন সে কেন অস্বীকার করছেন আমি জানি না।

মাগুরা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. বায়োজিদ হোসেন অভিযোগের বিষয়ে বলেন, প্রথমে আহ্বায়ক, সদস্যসচিবের ওপর কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা সমন্বয় করতে ব্যর্থ হলে জেলা দপ্তরে আসে। আমরা একটা কমিটি দিলে কয়েক ঘণ্টা পর কেন্দ্র স্থগিত করে। এবার কেন্দ্রীয় নেতারা আমাকে তালিকা দিয়ে বলেছে তুমি সাক্ষর করে প্রকাশ কর, আমি সেটাই করেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত