Ajker Patrika

নকল টমকে নিয়ে সতর্ক করলেন টম হ্যাঙ্কস

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১০: ৪৬
নকল টমকে নিয়ে সতর্ক করলেন টম হ্যাঙ্কস

ইনস্টাগ্রামে একটি বিজ্ঞাপনের স্ক্রিনশট পোস্ট করে সবাইকে সতর্ক করেছেন হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস। ওই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে টম হ্যাঙ্কসকে। তবে বিজ্ঞাপনটিতে কাজ করেননি তিনি। তাহলে কে ছিল? টম হ্যাঙ্কস জানিয়েছেন, সেটি মূলত তাঁর নকল। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে তাঁর প্রতিরূপ। তারপর ওই নকল ছবি দিয়ে বিজ্ঞাপনটি করা হয়েছে। এ কাজে তাঁর অনুমতিও নেওয়া হয়নি। সবাইকে তাই এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেছেন টম।

টম হ্যাঙ্কস নিজে কৃত্রিম বুদ্ধিমত্তার বিরোধী। সেই তিনিই এবার প্রযুক্তির কারসাজির শিকার হলেন। কিছুদিন আগেও তিনি এক অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক প্রভাব নিয়ে বক্তব্য দিয়েছেন। ব্রিটিশ কমেডিয়ান অ্যাডম বক্সটনের পডকাস্টে টম বলেছেন, ‘এখন কেউ চাইলে এআই বা ডিপ ফেক টেকনোলজি দিয়ে যেকোনো অভিনেতার যেকোনো বয়সের ছবি তৈরি করতে পারে।

এআই প্রযুক্তিতে টম হ্যাঙ্কসের প্রতিরূপএমনকি আমি যদি আগামীকাল দুর্ঘটনায় মারাও যাই, কাজ বন্ধ হবে না। কারণ এর পরেও আমাকে নিয়ে একের পর এক অনুষ্ঠান, সিনেমা চালিয়ে যেতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা।’ এআইয়ের এই প্রবণতাকে মারাত্মক বলে বর্ণনা করেছেন টম হ্যাঙ্কস। তাঁর কথায়, ‘বলে না দিলে কেউ বুঝতেও পারবে না, পর্দার ওপারে যে আছে সে আসল না নকল। এর ফলে নানাভাবে অসুবিধায় পড়বেন শিল্পীরা।’

এ কারণে টম সিদ্ধান্ত নিয়েছেন নিজের চেহারা ও কণ্ঠস্বরের কপিরাইট করার। তিনি বলেন, ‘আইনগতভাবে আমার চেহারা ও কণ্ঠ সংরক্ষণের বিষয়ে আলাপ চলছে। শুধু আমার নয়, সমস্ত শিল্পী যাতে এ সুবিধার আওতায় আসতে পারেন, সেটা নিয়ে হলিউডের সব গিল্ড, এজেন্সি ও লিগ্যাল ফার্মসের সঙ্গে আলোচনা চলছে।’ ভবিষ্যতে কোনোভাবেই যাতে শিল্পীরা বিরূপ পরিস্থিতির শিকার না হন, সে জন্য এখন থেকেই ব্যবস্থা নিতে হবে বলে মত টম হ্যাঙ্কসের। এরই মধ্যে অমিতাভ বচ্চন, রজনীকান্ত ও অনিল কাপুরের মতো ভারতীয় তারকারা এ পদক্ষেপ নিয়েছেন।

শুধু টম হ্যাঙ্কস নন, বিনোদনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের বিরুদ্ধে সরব হয়েছেন হলিউডের বেশির ভাগ শিল্পী। নানা দাবিতে দীর্ঘদিন ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন হলিউড শিল্পীরা। তাঁদের অন্যতম দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সীমিত করা। এর বিস্তার বাড়তে থাকলে শিল্পীরা তো কাজ হারাবেনই, অনেক বিরূপ পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কাও আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত