Ajker Patrika

অনশনরত ৪ ছাত্রদল নেতা হাসপাতালে

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১২: ২৩
অনশনরত ৪ ছাত্রদল নেতা হাসপাতালে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে টানা ৩১ ঘণ্টা অনশনের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে চার ছাত্রদল নেতাকে। গত বুধবার সকাল ৬টা থেকে বরিশাল জেলা ছাত্রদলের ব্যানারে চার নেতা নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেন । গতকাল বেলা ১টার দিকে ওই চার ছাত্রদল নেতা অসুস্থ ও অচেতন হয়ে পড়লে তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ন কবির বলেন, ‘জেলা ছাত্রদলের সহ সভাপতি সবুজ আকন, লেনিন খান মোর্শেদ, যুগ্ম সম্পাদক সাব্বির আহম্মেদ ও সজল হাওলাদার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে বুধবার ভোরে আমরণ অনশন শুরু করেন। গতকাল দুপুর ১টার দিকে তাদের অসুস্থতার খবর পেয়ে পার্টি অফিসের সামনে থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান।

এদিকে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বরিশালে পুলিশি বেষ্টনীর মধ্যে যুবদলের পৃথক তিনটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ