Ajker Patrika

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কী করবে পুলিশ, জানতে চায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কী করবে পুলিশ, জানতে চায় যুক্তরাষ্ট্র

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে গতকাল বুধবার সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং এর আগে-পরে নিরাপত্তা পরিস্থিতি ও পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানার চেষ্টা করেন।

ডিএমপির সদর দপ্তরে দেড় ঘণ্টার বেশি সময় অবস্থান করেন রাষ্ট্রদূত পিটার হাস। ডিএমপি ও মার্কিন দূতাবাসের একাধিক সূত্রে জানা গেছে, বৈঠকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিরাপত্তাব্যবস্থা কেমন হবে, ডিএমপির কাছে তা জানতে চান রাষ্ট্রদূত। একই সঙ্গে তিনি এটাও বুঝতে চেয়েছেন,, কোনো কারণে রাজনৈতিক পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটা নিয়ন্ত্রণে পুলিশ কী ধরনের পদক্ষেপ নেবে।

পিটার হাস চলে যাওয়ার পর ডিএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন মামলার তদন্ত ও জঙ্গিবাদের বিষয়ে কথা বলেছেন তাঁরা। এই সাক্ষাতের মাধ্যমে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বাড়বে বলে এই কর্মকর্তা মনে করেন। 

তবে মার্কিন দূতাবাস সূত্র বলছে, নির্বাচনে নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি পুলিশের মাধ্যমে যাতে কারও মানবাধিকার লঙ্ঘন না হয়, সে বিষয় আলোচনায় গুরুত্ব পেয়েছে। দেশে নতুন করে জঙ্গিবাদের উত্থান হচ্ছে কি না, এমনকি মৌলভীবাজারে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া ও জঙ্গিবাদের অভিযুক্তে গ্রেপ্তার ব্যক্তিদের পরিকল্পনা নিয়েও কথা হয়েছে। 

আলোচনার সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান, হারুন অর রশীদ ও ড. খ মহিদ উদ্দিন এবং ঢাকায় মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত