কুমিল্লা প্রতিনিধি
নাঙ্গলকোট উপজেলার পৌর এলাকায় অবৈধভাবে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বিক্রির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। গতকাল বুধবার অবৈধভাবে সিএনজি সরবরাহ করার সময় দুজনকে গ্রেপ্তার ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে র্যাব। এ সময় কাভার্ড ভ্যানের ভেতর বিশেষ প্রক্রিয়ায় গ্যাস সিলিন্ডার স্থাপন করে সিএনজি সরবরাহ করা হচ্ছিল বলে জানায় র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামের মো. সুমন ফরাজী (২৫) ও একই থানার তুলাসার গ্রামের মো. ইবনে সাইদী জুবায়েদ হোসেন (২১)।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, বুধবার নাঙ্গলকোট পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব দোয়ারা কোদালিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।’
র্যাবের মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, এ চক্রটি সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানি সরবরাহ করে। তা ছাড়া বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভেতরে সিলিন্ডার স্থাপন করে মিটার ছাড়াই মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুত করে অবৈধভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে। দেশের যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়া মূল্যে এ গ্যাস বিক্রি করে চক্রটি। এ ছাড়া চক্রটি সিএনজি সংগ্রহ করে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে প্রতি ঘনফুট গ্যাস প্রচলিত বাজারমূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করে আসছিল। অবৈধ গ্যাস চোরাই পথে সরবরাহের সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। এ ছাড়া এভাবে গ্যাস বিক্রির ফলে সরকার বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। যে চক্রগুলো অবৈধভাবে গ্যাস সরবারহ ও বিক্রির সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
নাঙ্গলকোট উপজেলার পৌর এলাকায় অবৈধভাবে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বিক্রির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। গতকাল বুধবার অবৈধভাবে সিএনজি সরবরাহ করার সময় দুজনকে গ্রেপ্তার ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে র্যাব। এ সময় কাভার্ড ভ্যানের ভেতর বিশেষ প্রক্রিয়ায় গ্যাস সিলিন্ডার স্থাপন করে সিএনজি সরবরাহ করা হচ্ছিল বলে জানায় র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামের মো. সুমন ফরাজী (২৫) ও একই থানার তুলাসার গ্রামের মো. ইবনে সাইদী জুবায়েদ হোসেন (২১)।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, বুধবার নাঙ্গলকোট পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব দোয়ারা কোদালিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।’
র্যাবের মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, এ চক্রটি সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানি সরবরাহ করে। তা ছাড়া বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভেতরে সিলিন্ডার স্থাপন করে মিটার ছাড়াই মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুত করে অবৈধভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে। দেশের যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়া মূল্যে এ গ্যাস বিক্রি করে চক্রটি। এ ছাড়া চক্রটি সিএনজি সংগ্রহ করে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে প্রতি ঘনফুট গ্যাস প্রচলিত বাজারমূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করে আসছিল। অবৈধ গ্যাস চোরাই পথে সরবরাহের সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। এ ছাড়া এভাবে গ্যাস বিক্রির ফলে সরকার বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। যে চক্রগুলো অবৈধভাবে গ্যাস সরবারহ ও বিক্রির সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪