Ajker Patrika

জামিনে ক্যাম্পাসে আসামিরা, নিরাপত্তার শঙ্কায় ছাত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জামিনে ক্যাম্পাসে আসামিরা, নিরাপত্তার শঙ্কায় ছাত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় করা মামলায় পাঁচ আসামি জামিনে মুক্ত হয়ে ক্যাম্পাসে অবাধে চলাফেরা করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী। তিনি নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত আবেদন করেছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

গত সোমবার প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই ছাত্রী। অভিযোগে ওই ছাত্রী লিখেছেন, ‘গত ২৯ এপ্রিল একদল ছেলে আমাকে আবার হেনস্তার চেষ্টা করে এবং সে বিষয়ে আমি আপনাকে (প্রক্টরকে) সে সময়ই অবগত করেছি এবং অভিযোগপত্র গত ৩০ এপ্রিল দাখিল করেছি। ঘটনাটি নিয়ে সেদিন থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা চালাচ্ছেন নিপীড়কেরা। তাঁরা হুমকি এবং বিভিন্ন মানহানিকর বক্তব্য দিচ্ছেন। এগুলো স্পষ্টতই আইনের লঙ্ঘন এবং কিছু মন্তব্য ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ।’

গত বছরের ১৭ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের পাশে ওই ছাত্রীকে মারধর ও যৌন নিপীড়ন এবং ঘটনার ভিডিও ধারণের অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আজিম হোসাইন, নৃবিজ্ঞান বিভাগের নুরুল আবছার বাবু, হাটহাজারী কলেজের নুর হোসেন শাওন ও মাসুদ রানা এবং সাইফুল। এঁদের মধ্যে আজিম ও বাবুকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বাকিদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়েছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি এটি নিয়ে কাজ করছে।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবুল মনছুর বলেন, ‘আমরা ওই ছাত্রীর সাক্ষাৎকার নিয়েছি। অভিযুক্ত ব্যক্তিদের আমরা ডাকব, জিজ্ঞাসাবাদ করব। অভিযুক্ত যাঁরা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত