Ajker Patrika

ভ্রাম্যমাণ হাঁসের খামারে লাভের মুখ

তানোর প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ০২
ভ্রাম্যমাণ হাঁসের খামারে লাভের মুখ

তানোরে ‘ভ্রাম্যমাণ’ হাঁসের খামার করে লাভের মুখ দেখছেন চাষিরা। সারা দিন হাঁস চরিয়ে রাতে অস্থায়ীভাবে তৈরি ঘেরে হাঁসগুলো নিয়ে যান খামারিরা। কয়েক দিন পর খাবারের সন্ধানে হাঁসের পাল নিয়ে চলে যাচ্ছেন অন্য এলাকায়। লাভজনক হওয়ায় এই পদ্ধতিতে হাঁস পালনে আগ্রহীর সংখ্যা বাড়ছে। উপজেলার শিব নদের বিলকুমারি বিলের বিভিন্ন স্থানে দেখা মেলে এমন খামারের।

জানা যায়, সাধারণ খামারের চেয়ে ভ্রাম্যমাণ হাঁসের খামারে বিনিয়োগ করতে হয় তুলনামূলক কম। ভ্রাম্যমাণ খামারে অবকাঠামো ব্যয় নেই বললেই চলে। হাঁস কেনা বাবদ যা ব্যয় হয় সেটিকেই মূল বিনিয়োগ হিসেবে ধরা হয়। ৫০০ হাঁস আছে এমন একটি খামারে হাঁসের পেছনে বিনিয়োগ প্রায় সোয়া লাখ টাকা (প্রতিটি গড়ে ২৪০ টাকা হিসেবে)। এ ছাড়া অন্যান্য খাতে সব মিলিয়ে সর্বোচ্চ বিনিয়োগ পাঁচ হাজার টাকা। ৫০০ হাঁসের একটি ভ্রাম্যমাণ খামারে প্রতিদিন গড়ে ৩৫০টি ডিম উৎপাদন হয়। বর্তমান বাজারদর অনুযায়ী এর দাম প্রায় সাড়ে তিন হাজার টাকা। খরচ বাদ দিয়ে প্রতিদিন কমপক্ষে তিন হাজার টাকা আয় থাকে।

তানোর পৌরশহরের মুন্নাপাড়া গ্রামের শ্রীনাত (৪৫) জানান, আত্মীয়ের কাছ থেকে ধার নিয়ে প্রায় ১৫০টি হাঁস নিয়ে শুরু করেন ভ্রাম্যমাণ খামার। ইতি মধ্যেই সব দেনা শোধ করে বেশ কিছু টাকা সঞ্চয় করেছেন তিনি। সংসারে তার এখন কোনো অভাব নাই। হাঁসের খামারই ভাগ্য বদলে দিয়েছে বলে মনে করেন তিনি।

আমশো এলাকার জামাল উদ্দিন ও ধীনা কুমার দুই খামারি জানান, সাধারণ খামারগুলোতে হাঁসের খাবারের পেছনেই লাভের বড় একটা অংশ চলে যায়। কিন্তু ভ্রাম্যমাণ খামারের ক্ষেত্রে তা হয় না। বিলকুমারির বিলে পর্যাপ্ত খাবার পাওয়া যায় বলে ভ্রাম্যমাণ অবস্থায় সেগুলোর জন্য খাবার প্রায় কিনতেই হয় না। এ ছাড়া উন্মুক্ত পরিবেশ ও প্রাকৃতিক খাবার পেয়ে হাঁসের ডিম দেওয়াও বেড়ে যায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেলাল উদ্দিন বলেন, ‘মূলত ডিম উৎপাদনের লক্ষ্যেই গড়ে তোলা হয় এ ধরনের খামার। বর্ষার সময় খাল-বিল ডুবে থাকায় খামারিরা নিজেদের বাড়িতেই হাঁসগুলো লালন-পালন করেন। এ সময়ে খামারিদের লাভ হয় কম। কারণ তখন হাঁসগুলোকে পুরো খাবার যেমন কিনে খাওয়াতে হয়, তেমনি বদ্ধ পরিবেশের কারণে সেগুলোর ডিম দেওয়ার ক্ষমতাও কমে যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত