Ajker Patrika

৩৬ পদ শূন্য পরিবার পরিকল্পনা অফিসে

তিতাস প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৩: ০১
৩৬ পদ শূন্য পরিবার পরিকল্পনা অফিসে

তিতাস উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৩৬ পদই শূন্য। জনবলসংকটে সেবা দিতেও হিমশিম খেতে হচ্ছে কর্মকর্তা ও কর্মচারীদের।

সূত্রে জানা গেছে, পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভিন্ন বিভাগে লোক থাকার কথা ৮১ জন। অথচ ৩ বছর ধরে ৩৬টি পদ শূন্য রয়েছে।

পদগুলোর মধ্যে সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা (এমসি-এইচ-এফপি) ১টি পদ ছাড়াও উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তার ৫টি পদই শূন্য। এ ছাড়া পরিবার কল্যাণ পরিদর্শিকা ৯টি পদের ৩টি, পরিবার পরিকল্পনা সহকারী ৩টি পদের ১টি, পরিবার পরিকল্পনা পরিদর্শক ৯টি পদের ২টি, পরিবার কল্যাণ সহকারী ৩৫ পদের ২৩টিই শূন্য। একইভাবে ফার্মাসিস্ট ১ পদ, অফিস সহায়ক ২টি, অফিস সহায়ক কাম নিরাপত্তা কর্মী ৫টি পদের ৪টি ও আয়া ৮টি পদই শূন্য।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায় বলেন, ‘আমি এখানে যোগ দেওয়ার আগে থেকেই পদগুলো শূন্য রয়েছে। কিছুটা সমস্যা হলেও আমরা মাঠপর্যায়ে সেবা প্রদান করে যাচ্ছি। তবে আমি যোগ দেওয়ার আগেই জনবলের চাহিদা দেওয়া হয়েছে এবং নিয়োগ সার্কুলার হয়েছে। পরিবার পরিকল্পনার উপপরিচালক (কুমিল্লা) আবুল কালাম এ বিষয়ে বলেন, ‘আমি তদন্তের কাজে সিলেট আছি। এ বিষয়ে এখন কিছুই বলতে পারছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত