Ajker Patrika

নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ ও ছুটির দাবিতে স্মারকলিপি

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ৩৮
নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ ও ছুটির দাবিতে স্মারকলিপি

জয়পুরহাটের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরি কাম প্রহরীরা হাইকোর্টের রায় অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ ও ছুটির দাবিতে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁরা এই স্মারকলিপি দেন।

স্মারকলিপি সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীরা অর্থ মন্ত্রণালয়ের আউট সোর্সিংয়ের নীতিমালা-২০০৮ এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের-২০১২ সালের আউট সোর্সিং নীতিমালার আলোকে নিয়োগপ্রাপ্ত হয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু অর্থ ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালাসহ হাইকোর্টের রায় অনুযায়ী তাঁরা প্রাপ্য ছুটি ভোগ করতে পারেন না এবং আট ঘণ্টার পরিবর্তে তাঁদের ২৪ ঘণ্টা কাজ করতে হচ্ছে। যা অমানবিক ও কষ্টসাধ্য বিষয়।

এ অবস্থায় তাঁদের দাবি, নীতিমালা ও হাইকোর্টের রায়ের আলোকে তাঁদের কর্মঘণ্টা এবং প্রাপ্য ছুটি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত