Ajker Patrika

হাসপাতাল চত্বরে অবৈধ পার্কিং

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১০: ২৬
হাসপাতাল চত্বরে অবৈধ পার্কিং

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাড়ি পার্কিং করে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে। এতে সরকারি অ্যাম্বুলেন্সসেবা ব্যাহত হচ্ছে। পাশাপাশি প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষসহ সেবা নিতে আসা রোগী।

গতকাল সোমবার বিকেল ৪টার দিকে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সাত-আটটি গাড়ি পার্কিং করা। স্বাস্থ্য কমপ্লেক্স-সংশ্লিষ্টদের অভিযোগ, স্থানীয় ও দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এখানে গাড়ি পার্কিং করে রাখা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট কর্মকর্তা হাসপাতাল চত্বরে ব্যক্তিমালিকানাধীন গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন। তবে গাড়ির মালিকেরা তা মানছেন না। এমনকি খোদ স্বাস্থ্য কর্মকর্তা একাধিকবার গাড়ির মালিকদের নিষেধ করেও পার্কিং ঠেকাতে পারেননি। গাড়ির মালিকেরা প্রভাবশালী হওয়ায় অনেকটা জোর করেই পার্কিং করে নিয়মিত গাড়ি ভাড়া দিচ্ছেন।

জানা যায়, ‘স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মোট ১১টি গাড়ি পার্কিংয়ে রাখা হয়। এর মধ্যে গাড়ির মালিক রনি চৌধুরীর ১টি, আবু তাহেরের ১টি, দেলোয়ারের ১টি, আফজালের ২টি, নূর নবীর ১টি, সোহেল ১টি, সিরাজের ১টি ও ওয়াহিদের ১টি গাড়ি নিয়মিত পার্কিং করা হচ্ছে। ব্যক্তিমালিকানাধীন গাড়িগুলো হাসপাতাল চত্বরে পার্কিং করে রাখায় নিষেধাজ্ঞা দেওয়ার পরও কোনো সুরাহা না হওয়ায় অনেকটাই নির্বিকার হাসপাতাল কর্তৃপক্ষ।

বিসমিল্লাহ রেন্ট এ কারের মালিক আবজাল হোসেন দেওয়ান বলেন, ‘আগে গাড়ি ভেতরে রাখতাম, কিন্তু এখন রাখি না। আমি ছাড়াও অনেকে ভেতরে গাড়ি রাখেন, তাঁদের ধরেন।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, ‘বহুবার তাঁদের বলা হয়েছে কিন্তু শোনেননি। ইউএনও এবং ওসিকে জানানো হয়েছে। আমরা চেষ্টা চালাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত