Ajker Patrika

মান্দায় ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১১: ২৭
মান্দায় ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

নওগাঁর মান্দায় নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আরিফ হোসেন (২৫) নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে স্থানীয় ব্যক্তিরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তিনি উপজেলার ভারশোঁ ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে তাঁর বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন ওই নারীর বাবা। নওগাঁ সদর হাসপাতালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ওই নারীর বাবা বলেন, কিছুদিন ধরে মেয়েকে কুপ্রস্তাব দিচ্ছিলেন আরিফ। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর খাওয়াদাওয়া করে তাঁরা ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে ওই যুবক কৌশলে দরজা খুলে ওই মেয়ের ঘরে প্রবেশ করেন। এ সময় ভয়ভীতি দেখিয়ে তাঁর মেয়েকে ধর্ষণ করেন তিনি। একপর্যায়ে মেয়ের চিৎকারে সবাই জেগে ওঠেন। এরপর আশপাশের লোকজন এসে আরিফকে আটক করে পুলিশে দেন।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, ওই নারীর বাবা গতকাল   মামলা করেন। এরপর তাঁকে আদালতের আদালতে মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানোর হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত