Ajker Patrika

বেলাবতে রংধনু লাইব্রেরির উদ্বোধন

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৬: ১২
বেলাবতে রংধনু  লাইব্রেরির উদ্বোধন

নরসিংদীর বেলাবতে রংধনু যুব সংঘ ও কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে রংধনু পাবলিক লাইব্রেরির উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলার চর বেলাব নামা পাড়ার রংধনু ক্লাব মাঠে লাইব্রেরির উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলাব উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান খাঁন মনির। প্রধান অতিথি ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন, বিশেষ অতিথি বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান ভূঁইয়া (জাহাঙ্গীর), বেলাব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমান, বেলাব ইউপি চেয়ারম্যান মো. গোলাপ মিয়া, বেলাব উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী শাফি, রংধনু যুব সংঘ ও কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রানা সহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামী প্রজন্মের সুস্থ বিকাশের জন্য বই পড়ার গুরুত্ব অপরিসীম। তাই শিশুদের বই পড়ার জন্য আগ্রহী করতে লাইব্রেরীর গুরুত্ব অনেক। এই লাইব্রেরী এলাকার আগামী প্রজন্মকে বইমুখী করে তুলতে অবদান রাখাবে। লাইব্রেরীর কার্যক্রমকে গতিশীল করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত