Ajker Patrika

দুই বাস থেকে ৬০০ কেজি জাটকা জব্দ

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৪: ৫৪
দুই বাস থেকে ৬০০ কেজি জাটকা জব্দ

ঝালকাঠিতে মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দুটি বাস থেকে প্রায় ৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কৃষ্ণকাঠি পেট্রলপাম্প মোড়ে যাত্রীবাহী দুটি বাসে তল্লাশি চালিয়ে এ জাটকা জব্দ করা হয়েছে।

জানা গেছে, কুয়াকাটা থেকে বেনাপোলগামী দুটি বাসের বাংকার থেকে ১২টি বক্সে প্রায় ৬০০ কেজি জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জাটকা পরিবহন করায় দুটি বাসের ৬ কর্মচারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এরা হলেন, কুয়াকাটা-বেনাপোল রুটের যাত্রীবাহী বাস কুয়াকাটা এক্সপ্রেসের চালক মো. মামুন হোসেন, সুপারভাইজার মো. খোকন ও হেলপার আলতাফ হোসেন। এ ছাড়া একই রুটের ‘সেভেন স্টার’ পরিবহনের চালক মো. দিপু, সুপারভাইজার আশরাফুল ইসলাম এবং হেলপার মো. রিপন। এদের প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পরিচালক জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী তাদের এ দণ্ড দেন। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। জব্দকৃত জাটকা রাতেই বিভিন্ন মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং, এতিমখানা এবং সরকারি শিশু পরিবারে বিতরণ করে দেওয়া হয়।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, গত নভেম্বর থেকে সামনের জুন ৮ মাস জাটকা আরোহণ, পরিবহন, মজুত এবং বেচা-বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জব্দ করা জাটকা পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মহিপুর বন্দরের বিভিন্ন মৎস্য আড়ত থেকে পিরোজপুর, খুলনা ও যশোর জেলার বিভিন্ন বাজারে যাচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বলেন, ‘আমরা আজ তাৎক্ষণিক অভিযান চালিয়েছি। জুন মাস পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত