Ajker Patrika

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

বেরোবি প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১২: ৫৬
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাঁরা গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে হলের সামনে আন্দোলন শুরু করেন। পরে ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবি তোলেন তাঁরা।

আন্দোলন শুরুর পরই প্রক্টরিয়াল বডি, প্রভোস্টসহ ছাত্র পরামর্শ দপ্তরের পরিচালক, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক ও বেরোবি বঙ্গবন্ধু পরিষদের নেতা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। দাবি পূরণের আশ্বাস পেয়ে রাত ১০টার দিকে হলে ফিরে যান ছাত্রীরা।

শিক্ষার্থীরা জানান, হলে বিদ্যুৎ সমস্যা লেগেই আছে। রমজান মাস আসার পর থেকে বিকেল বেলা বিদ্যুৎ থাকে না। বিষয়টি হলের অফিসে বারবার জানানো হলেও কোনো সমাধান আসেনি। পরে বাধ্য হয়ে দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট তানিয়া তোফাজকে ফোন দেন তাঁরা। ফোন পেয়ে প্রভোস্ট শিক্ষার্থীদের সঙ্গে রূঢ় আচরণ করেন বলে অভিযোগ করেন আন্দোলনরত ছাত্রীরা।

লোকপ্রশাসন বিভাগের আশা খাতুন বলেন, ‘আমাদের হলের সব সমস্যা দ্রুত সমাধান করার জন্য সংশ্লিষ্টদের কাছে আহ্বান করছি। কারণ আমাদের অধিকাংশ শিক্ষার্থীর বর্তমানে ফাইনাল পরীক্ষা চলমান। এই সময় এসব ঝামেলার মধ্যে পড়তে চাই না।’

অর্থনীতি বিভাগের সালমা সীমা জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আবাসিক হলে শয্যা পাওয়া সব শিক্ষার্থীর সমঅধিকার। কিন্তু এই ক্যাম্পাসে মেয়েদের জন্য মাত্র একটি হল থাকায় তাঁদের নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে। রুমে গাদাগাদি করে থাকতে হয়। একটি রুমে নির্ধারিত শয্যা চারটি হলেও সেখানে ছয় থেকে আটজনকে থাকতে হয়।

হল ও প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রত্যেক রুমে দুই থেকে তিনটি বৈদ্যুতিক হিটার ব্যবহার করেন শিক্ষার্থীরা। সে হিসেবে ৫০০ থেকে ৬০০ হিটার ব্যবহৃত হচ্ছে। রমজান মাসে সবাই বিকেলের পর প্রায় একই সময়ে রান্নার জন্য হিটার ব্যবহার করায় ওভারলোডের কারণে লোডশেডিং হয়। হল কর্তৃপক্ষ হিটার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করলেও তা বন্ধ হচ্ছে না।

তবে পরিসংখ্যান বিভাগের সানজিদা সীমা বলেন, ‘হলের ডাইনিংয়ের খাবারের মান খুবই খারাপ। এই কারণে আমরা বাধ্য হয়ে হিটার ব্যবহার শুরু করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের ১২ দফা দাবি মেনে নিতে হবে অতি দ্রুত।’

এ ব্যাপারে হল প্রভোস্ট তানিয়া তোফাজ জানান, শিক্ষার্থীরা তাঁদের দাবিগুলো লিখিতভাবে জানালে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের ব্যবস্থা করা হবে।

যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সব সমস্যার সমাধান করা হবে। ইলেকট্রিসিটির যে সমস্যা ছিল সেটার সমাধান ইতিমধ্যে করা হয়েছে। আশা করি বাকিগুলো খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...