Ajker Patrika

পুলিশ নিয়োগ প্রক্রিয়ার ভিডিও প্রচার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮: ৫১
পুলিশ নিয়োগ প্রক্রিয়ার ভিডিও প্রচার

বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন নিয়মে স্বচ্ছতার ভিত্তিতে কনস্টেবল পদে লোক নিয়োগ দেওয়া হবে। এ জন্য বগুড়ার নন্দীগ্রামের বিভিন্ন বাজার এলাকায় পুলিশ নিয়োগ প্রক্রিয়ার ভিডিও প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে।

গতকাল শনিবার কুন্দারহাটে এ নিয়ে প্রচার করা হয়। এর আগে গত শুক্রবার উপজেলার রণবাঘা বাজার, পন্ডিত পুকুর বাজার, চৌদিঘী বাজার ও বিজরুল বাজারে এই ভিডিও দেখানো হয়।

নন্দীগ্রাম থানা-পুলিশের আয়োজনে জনসাধারণকে সতর্ক করতে এ প্রচার করা হচ্ছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। ১০ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এ আবেদন প্রক্রিয়া চলবে ৭ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। এবার নতুন নিয়মগুলো হলো প্রিলিমিনারি স্ক্রিলিং, শারীরিক মাপ, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা, চূড়ান্তভাবে প্রশিক্ষণের অন্তর্ভুক্তকরণ। এ সাত ধাপ পেরিয়ে একজন প্রার্থী কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বিপিএম (বার) স্যারের প্রবর্তিত নতুন নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন করার লক্ষ্যে এই প্রচার করা হচ্ছে।

নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান আজকের পত্রিকাকে জানান, পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রত্যাশীরা যাতে দালাল ও প্রতারকের খপ্পরে না পড়েন এবং নতুন নিয়োগ পদ্ধতি সবাই বোঝে, সে লক্ষ্যে ভিডিও প্রচার করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ