Ajker Patrika

তামিমের ফেরায় খুশি মুশফিকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তামিমের ফেরায় খুশি মুশফিকরা

গণভবনে গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তামিম ইকবাল যখন সংবাদমাধ্যমের সামনে এলেন, তাঁর কিছু ভক্ত চিৎকার আর কান্নাকাটি শুরু করে দিলেন। তামিম বারবার ইশারা করলেন তাঁদের থামতে। পরে সেই ভক্তদের মুখে হাসি দেখে বোঝা গেল, কতটা খুশি তাঁদের প্রিয় তারকা ফেরায়। তবে সবচেয়ে বড় স্বস্তির বাতাস বইছে বাংলাদেশ দলে।

একটি আন্তর্জাতিক সিরিজ চলছে। সিরিজের প্রথম ম্যাচে আফগানদের কাছে হেরে বসেছে বাংলাদেশ। এরই মধ্যে আকস্মিক চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম। এ ঘটনায় হতভম্ব, অবাক আর মন খারাপ হয়েছিল বাংলাদেশ দলের বেশির ভাগ ক্রিকেটারের। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই আবেগতাড়িত পোস্টও দিয়েছেন তামিমকে নিয়ে। বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দেরিতে পোস্ট দিয়েছেন সাকিব আল হাসান, যাঁর সঙ্গে তামিমের দূরত্বের বিষয়টি গত মার্চে প্রকাশ্যে এনেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তামিম অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। নিয়মিত অধিনায়ক ফেরায় বাংলাদেশ দলের দুজন পেসার সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে প্রায় একই বার্তা দিলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো খবর।’ তামিমের অবসর থেকে ‘ইউটার্নে’ অনেক খুশি তাঁর বন্ধু ও সতীর্থ মুশফিকুর রহিম।

খবরটি শোনার পরই ফেসবুকে মুশির স্ট্যাটাস, ‘এর চেয়ে ভালো খবর আর হয় না। খুবই খুশি হয়েছি শুনে, মাঠে আমরা আবার একসঙ্গে খেলব। ইনশা আল্লাহ, এটা নতুন এক পুনঃসূচনা এবং অদূর ভবিষ্যতে আমরা একত্রে আবার বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনব।’

তামিমের অবসর ঘোষণা দেওয়ার পর সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মাধ্যমে তাঁকে বঙ্গভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, নতুন কোনো সিদ্ধান্ত আসছে। বৈঠক শেষে তামিম সাংবাদিকদের সামনে অবসর প্রত্যাহার নিশ্চিত করার পর স্ত্রীর ও প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে না বলতে পারলাম না।’ তামিমকে এভাবে ফিরতে দেখে খুশি মাশরাফি। এর মূল ‘অনুঘটক’ তো তিনিই। এক সফল বৈঠক শেষে মাশরাফির পোস্ট, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশা আল্লাহ।’

যদিও এই স্ট্যাটাসের তাৎপর্য নিয়ে জানতে চাইলে মাশরাফি হেসেই উড়িয়ে দিলেন বিষয়টি। তবে তিনি মনে করেন, তামিমের ফেরা বাংলাদেশ দলের অনেক বড় স্বস্তি। আজকের পত্রিকাকে মাশরাফি বললেন, ‘তা তো অবশ্যই, আমার তো সন্দেহ নেই (স্বস্তি ফেরা)। অস্বাভাবিকভাবে না যেয়ে স্বাভাবিকভাবে তো ঠিকই ছিল। এখন সে ফিটনেসের সমস্যা কাটিয়ে উঠুক, বাকিটা পরে দেখা যাবে।’

আফগানিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে তিনি তামিমের অবসর নিয়ে বলছিলেন, ‘এটা বলা খুবই কঠিন। আমি আজ আছি, কাল চোটে পড়লে বাংলাদেশ দল আমাকে মিস করবে না। এটাই স্বাভাবিক। নতুনরা আসতে থাকবে, একটা সময় তারা আসবে, আমরা চলে যাব, এটা হতেই থাকবে। অবশ্যই তিনি থাকলে ভালো হতো, না-ও হতে পারত। এখন যেহেতু নেই, সে বিষয় নিয়ে আর কথা বলারই দরকার নেই আমার কাছে মনে হয়।’

লিটন যখন চরম বাস্তবতা তুলে ধরছিলেন, ঠিক এর কয়েক ঘণ্টা পর তামিমের নতুন সিদ্ধান্ত—তিনি ফিরছেন। আর নতুন কোনো নাটকীয় ঘটনা না ঘটলে আগামী এশিয়া কাপ আর বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাচ্ছে তামিমেরই নেতৃত্বে। তবে আপাতত বাংলাদেশের সব মনোযোগ আফগানিস্তান সিরিজে। আজ চট্টগ্রামে হারলে সিরিজটা বাংলাদেশের হাত ফসকে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত