Ajker Patrika

ভাঙচুরের অভিযোগে মামলা, বাস চলাচল শুরু

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৯: ৪৪
ভাঙচুরের অভিযোগে মামলা, বাস চলাচল শুরু

বরগুনায় বাস শ্রমিক ও ইজিবাইক চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ২০ থেকে ২২ জনের নামে ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে বরগুনা সদর থানায় ফাহিম এন্টারপ্রাইজ নামের বাসের মালিক বাদশা মিয়া বাদী হয়ে মামলাটি করেন।

গতকাল শনিবার দুপুরে বরগুনা থেকে সব পথে বাস চলাচল শুরু হয়েছে।

মামলায় ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের ছাত্রলীগ নেতা সবুজসহ ২০ থেকে ২২ জনকে আসামি করা হয়েছে।

বরগুনা জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহসাংগঠনিক সম্পাদক মো. গোলাম কবীর বলেন, ‘শুক্রবার রাতে মামলা হওয়ার পর শনিবার দুপুর থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়।’

বরগুনা-নিয়ামতি সড়কের বদরখালী, ফুলঝুরি ও গৌরিচন্না ইউনিয়ন ইজিবাইক চালক-মালিক সমবায় সমিতির সভাপতি বজলুর রহমান বশির বলেন, ‘বাস শ্রমিকেরা আমাদের গাড়ি ভাঙচুর ও হামলা করে অন্তত ১০ জন চালক আহত করেছে। উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করেছে হয়রানি করার জন্য।’

বরগুনা জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সগীর হোসেন বলেন, ‘যাত্রীদের ভোগান্তি বিবেচনায় দুপুর থেকে ফের বাস চলাচল শুরু করেছি।

বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে একজন বাস মালিক বাদী হয়ে মামলা করেছেন। আমরা এ বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত