Ajker Patrika

নিখাদ সাহিত্যসভায় উচ্ছ্বাস

যশোর প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০১: ৩৯
নিখাদ সাহিত্যসভায় উচ্ছ্বাস

দেশ-বিদেশের কবি-সাহিত্যিকদের প্রাণের মেলায় পরিণত হয়েছে পূর্ব-পশ্চিম আন্তর্জাতিক সাহিত্য উৎসব। যশোরের আরআরএফ টার্কে আয়োজিত এ উৎসবে উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁরা। দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিন গতকাল শুক্রবার ৮টি সেশনে আড্ডা, আলোচনা, গান ও কবিতায় সময় কাটান দুই শতাধিক কবি-সাহিত্যিক। স্বরচিত গল্প-কবিতা পাঠের পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহিত্য, জীবন ও কর্ম নিয়েও আলোচনা করেন তাঁরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমির সাবেক সভাপতি ও মহাপরিচালক কবি-প্রাবন্ধিক মোহাম্মদ হারুন উর-রশিদ বলেন, ‘কবিরাই সত্যপথের নির্দেশ দেন। সবকিছু আমাদের চারপাশেই আছে। কিন্তু আমরা দেখতে পাই না। কবিরা তা দেখিয়ে দেন। এই সাহিত্য উৎসবের মাধ্যমে কবি-সাহিত্যিকেরা পারস্পরিক ভাববিনিময় করে তাঁরা নিজেরা যেমন সমৃদ্ধ হবেন; তেমনি তাঁদের মাধ্যমে সাহিত্যও সমৃদ্ধ হবে।’

অনুষ্ঠানের উদ্বোধক দেশবরেণ্য কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক বলেন, এই সভাটি সত্যিকারের নিখাদ সাহিত্যসভা। এখানে আমলা নেই, মন্ত্রী নেই। যাঁরা আছেন, সবাই কবি-সাহিত্যিক। দেশ ও দেশের বাইরে থেকে যশোরের এই সাহিত্য উৎসবে প্রাণের টানে তাঁরা এসেছেন। যশোরে এমন আয়োজন সাহিত্যচর্চার পরিধিকে আরও বাড়িয়ে দেবে।

স্বাগত বক্তব্যে পূর্ব-পশ্চিমের নির্বাহী সম্পাদক খায়রুল কবীর চঞ্চল বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই পূর্ব-পশ্চিম বাংলা ভাষার শিল্প-সাহিত্য বিকাশে বিশেষ ভূমিকা পালন করছে এবং বাংলাদেশ-ভারতে নিয়মিত পত্রিকা প্রকাশ ও সাহিত্য উৎসবের আয়োজন করে যাচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। দুই দিনের এই সাহিত্য উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার কবি-সাহিত্যিকেরা যুক্ত হয়েছেন। দেশ-বিদেশের দুই শতাধিক কবি-সাহিত্যিক এই প্রাণের উচ্ছ্বাসে মেতেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, কথাসাহিত্যিক হোসেনউদ্দিন হোসেন, কবি আসাদ মান্নান ও কবি জাহিদুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন নেপালের সাহিত্যিক ভীশ্মা উপ্রেত। সভাপতিত্ব করেন পূর্ব-পশ্চিমের সিনিয়র সম্পাদক আশরাফ জুয়েল। বক্তব্য দেন পূর্ব-পশ্চিম সম্পাদক অমিত গোস্বামী ও ইকবাল রাশেদীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত