Ajker Patrika

ভূমি অফিসে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৩২
ভূমি অফিসে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এক ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে সেবাপ্রত্যার্শীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

ওই কর্মকর্তার নাম মো. জহুরুল ইসলাম। তিনি মাধাইনগর ইউনিয়নের ভূমি সহকারী হিসেবে কর্মরত। তবে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

৫ ডিসেম্বর এর প্রতিকার চেয়ে একই ইউনিয়নের জাহাঙ্গীরগাতী গ্রামের এক ভুক্তভোগী মো. হাসান আলী সিরাজগঞ্জ জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মো. জহুরুল ইসলাম তাঁর অফিসে আসা সেবাপ্রত্যাশীদের কাছ থেকে ভূমি উন্নয়ন কর মওকুফ দাখিলা দিতে ১০ টাকার স্থানে ৫০০ থেকে ১ হাজার টাকা করে নিচ্ছেন। আবার নামজারি করার জন্য ২ হাজার থেকে ৩ হাজার টাকা, হোল্ডিংয়ের খাজনা আদায়ে বেশি টাকা নিয়ে কম টাকার দাখিলা কেটে অবশিষ্ট টাকা নিজে রেখে দেন।

অভিযোগে আরও বলা হয়, তাঁকে (জহুরুল ইসলাম) ঘুষ না দিলে সেবা নিতে আসা লোকদের সঙ্গে দুর্ব্যবহার ও নানাভাবে হয়রানি করেন।

আরেক ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন বলেন, জহুরুল ইসলাম সেবাপ্রত্যাশীদের কাজ সঙ্গে সঙ্গে করে দিতে পারলেও, তা করেন না। তাঁর ইচ্ছামতো দীর্ঘদিন ঝুলিয়ে রাখেন। যাতে করে তাঁরা অতিরিক্ত টাকা দিয়ে তাঁর কাছে কাজ করতে বাধ্য হন।

তবে অভিযুক্ত মো. জহুরুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘অভিযোগকারী আমার কাছে এসেছিল। তার সঙ্গে আমার কথা হয়েছে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ভুক্তভোগী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন। আর জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্দেশনা পেলে তদন্ত করে বিষয়টি দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত