Ajker Patrika

নিখোঁজ দুই নৈশপ্রহরীর লাশ মিলল কারখানাতেই

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৫৪
নিখোঁজ দুই নৈশপ্রহরীর   লাশ মিলল কারখানাতেই

বগুড়ায় দুই দিন ধরে নিখোঁজ থাকা দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বগুড়া শিল্পনগরীর মেসার্স মাছু অ্যান্ড সন্স ইন্ডাস্ট্রিজের নৈশপ্রহরী ছিলেন।

গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে কারখানার একটি পানির হাউস থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। তাঁরা হলেন ৬০ বছর বয়সী আব্দুল হান্নান ও ৪০ বছর বয়সী মো. সামছু। তাঁদের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সুজন মিয়া।

পুলিশ কর্মকর্তা জাহিদুল হক বলেন, ‘হান্নান ও সামছু বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। গতকাল কারখানার ভেতর তাঁদের মরদেহ পাওয়া গেছে। দুজনের মাথার পেছনে আঘাতের চিহ্ন আছে। লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।’

নিহত সামছুর স্ত্রী বলেন, বুধবার রাতে ভাত নিয়ে ডিউটিতে আসেন সামছু। তারপর আর বাড়ি ফেরেননি।

কারখানার অন্যতম পরিচালক সাজ্জাদুর রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার সকালে আমার মোবাইলে হান্নানের নম্বর থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চেয়ে মেসেজ আসে। তাঁরা নীলফামারীতে টাকা নিয়ে যেতে বলেন। আমি বিকাশ নম্বর চাই। এরপর থানায় জিডি করি। ম্যাসেজ পাওয়ার পর থেকে আমরা কারখানার ভেতরে খুঁজতে থাকি। তারপর পানির হাউস থেকে লাশ পাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত