Ajker Patrika

স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসক নেই দুই বছর

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬: ০৩
স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসক নেই দুই বছর

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গাইনি চিকিৎসক সংকটে রয়েছে গত দুই বছর ধরে। এতে গর্ভবতী নারীর সিজারে (অস্ত্রোপাচার) দেখা দিয়েছে নানা জটিলতা ও ভোগান্তি। গেল দুমাস আগে একজন অ্যানেসথেসিয়া চিকিৎসক নিয়োগ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তিনিও বর্তমানে ছুটিতে থাকায় হাসপাতালে বন্ধ রয়েছে সিজার।

জানা গেছে, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক ফারহানা শবনমকে সপ্তাহে তিনদিন দায়িত্ব দিয়ে এ হাসপাতালে পাঠান যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন।

তখন থেকে সপ্তাহে দুইদিন নিয়মিত হাসপাতালে গর্ভবতীর সিজার চালু হয়। হঠাৎ করে গত ৮ নভেম্বর থেকে আবারো সিজার কার্যক্রম বন্ধ হয়ে যায় এ হাসপাতালে। গেল দুই সপ্তাহে এখানে কোনো সিজার হয়নি। ফলে সিজারের রোগী নিয়ে বিপাকে পড়েছেন স্বজনরা। বাধ্য হয়ে তাঁদের রোগী নিয়ে বেসরকারি ক্লিনিক বা যশোর সদর হাসপাতালে ছুঁটতে হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গাইনি চিকিৎসক ফারহানা শবনমের স্বামী অসুস্থ হয়ে ভারতে চিকিৎসা নিতে গেছেন। তাই ছুটি নিয়ে ডা. শবনম স্বামীর সঙ্গে গেছেন। তবে তিনি কবে ফিরবেন সেটা নির্দিষ্ট করে বলতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মাসে ৯ জন গর্ভবতীর সিজার হয়েছে। চলতি মাসের ২ তারিখ চারটি, ৩ তারিখ দুটি ও সর্বশেষ ৮ তারিখ তিনটি সিজার হয়। এরপর আর কোনো সিজার হয়নি।

উপজেলার মাহমুদকাটি গ্রামের হাসান আলী বলেন, ‘কয়দিন আগে আমার স্ত্রী শিউলি বেগমকে সিজার করাব বলে মনিরামপুর হাসপাতালে যাই। নার্সরা বলল হাসপাতালে সিজার বন্ধ। পরে তাঁকে যশোর সদর হাসপাতালে নিয়ে সিজার করাইছি।’

তিনি আরও বলেন, ‘জেলা শহরে নিয়ে সিজার করানো খরচ বেশি। যাওয়া আসা সমস্যা। মনিরামপুরে করাতে পারলে ভাল হত।’

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, ‘কেশবপুর হাসপাতালের গাইনি চিকিৎসক ফারহানা শবনম তিনদিন এখানে আসতেন। তিনি দুদিন সিজার করতেন। একদিন রোগী দেখতেন। তাঁর স্বামী অসুস্থ হওয়ায় তিনি ছুটি নিয়ে স্বামীর সাথে ভারতে গেছেন। এ কারণে আপাতত সিজার বন্ধ আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত