Ajker Patrika

ভূমি কর্মকর্তাসহ ১৬ জন করোনায় আক্রান্ত

শালিখা (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১৩
ভূমি কর্মকর্তাসহ ১৬ জন করোনায় আক্রান্ত

মাগুরার শালিখায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র ও তাঁর স্বামী কানাই লাল শর্মাসহ পরিবারের ৫ সদস্য করোনা আক্রান্ত হয়েছে। এ ছাড়া উপজেলা ভূমি কার্যালয়ের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী শামিমা নাছরিন, অফিস সহায়ক রুবেল হাসানসহ উপজেলার ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এখন অধিকাংশ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে ওমিক্রনের ধরন বেশি পাওয়া যাচ্ছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান রইল।

প্রসঙ্গত, শালিখায় এই পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮২ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। উপজেলায় এখন পর্যন্ত আইসোলেশন বা চিকিৎসাধীন রয়েছেন ১৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত