বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজারের কয়েকটি দোকানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে। ২ লিটারের এসব বোতল ২২০ টাকায় কেনা হলেও বিক্রি করা হচ্ছে ৩৪০ টাকায়।
প্রশাসনের নজরদারির অভাবে এমনটা হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। তবে ঘটনার সত্যতা পেলে শাস্তির আওতায় আনার আশ্বাস প্রশাসনের।
গত শুক্রবার বিকেলে বালিয়াডাঙ্গীর লাহিড়ী হাটের কয়েকটি দোকানে দেখা গেছে, সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে টিসিবির বেশ কিছু সয়াবিন তেলের বোতল। এক সাংবাদিক ক্রেতা সেজে কিনতে চাইলে তেলের বোতল দেওয়ার আগেই ২ লিটার তেলের মূল্য চাইলেন ৩৪০ টাকা। তবে বোতল হাতে নেওয়ার পর বোতলের এক পাশে স্টিকার ছেঁড়া পাওয়া গেলেও গায়ে মূল্য লেখা ছিল না।
আকরাম আলী নামের এক দোকানির পেছন দিকে থাকা খোলা গোডাউনে পাওয়া গেল টিসিবির মনোগ্রামসহ আরও এক বাক্স সয়াবিন তেল। জানতে চাইলে তিনি বলেন, ‘বাসায় খাওয়ার জন্য দোকানের কর্মচারীদের লাইনে দাঁড় করিয়ে দিয়ে কিনেছি ২ লিটার বোতলজাত সয়াবিন তেল।’ দোকানে ওই তেল রেখে বিক্রি করছেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দোকানে কর্মচারী থাকা ছেলেটি ভুল করে বিক্রির চেষ্টা করছিল।’ তবে দোকানে পাওয়া টিসিবির বাক্সের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।
এ সময় সাংবাদিকেরা ছবি তোলা শুরু করলে আশপাশের দোকানিরা দ্রুত দোকান বন্ধ করে পালিয়ে যান। ক্রেতাদের মধ্যে বিষয়টি জানাজানি হওয়ার পর তাঁরা অসাধু ব্যবসায়ী বলে আখ্যা দিয়ে তাঁর দোকান থেকে পণ্য কিনবেন না বলে জানান সাংবাদিকদের।
লাহিড়ী বাজার এলাকার টিসিবির ডিলার শিমুল বলেন, ‘দোকানে টিসিবির তেল কোথা থেকে এসেছে, আমার জানা নেই। আমি কোনো দোকানির কাছে বিক্রি করিনি। নিয়ম মেনেই টিসিবির মাল বিক্রি করছি। এমনিতেই ক্রেতার অভাব নেই। দোকানির কাছে বিক্রি করার প্রশ্নই আসে না।’
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বলেন, ‘আমরা নিয়মিত বাজার তদারক করছি। টিসিবির কাছ থেকে কেনা পণ্য খোলাবাজারে বিক্রির প্রমাণ মিললে কঠোর শাস্তির আওতায় আনা হবে।’
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজারের কয়েকটি দোকানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে। ২ লিটারের এসব বোতল ২২০ টাকায় কেনা হলেও বিক্রি করা হচ্ছে ৩৪০ টাকায়।
প্রশাসনের নজরদারির অভাবে এমনটা হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। তবে ঘটনার সত্যতা পেলে শাস্তির আওতায় আনার আশ্বাস প্রশাসনের।
গত শুক্রবার বিকেলে বালিয়াডাঙ্গীর লাহিড়ী হাটের কয়েকটি দোকানে দেখা গেছে, সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে টিসিবির বেশ কিছু সয়াবিন তেলের বোতল। এক সাংবাদিক ক্রেতা সেজে কিনতে চাইলে তেলের বোতল দেওয়ার আগেই ২ লিটার তেলের মূল্য চাইলেন ৩৪০ টাকা। তবে বোতল হাতে নেওয়ার পর বোতলের এক পাশে স্টিকার ছেঁড়া পাওয়া গেলেও গায়ে মূল্য লেখা ছিল না।
আকরাম আলী নামের এক দোকানির পেছন দিকে থাকা খোলা গোডাউনে পাওয়া গেল টিসিবির মনোগ্রামসহ আরও এক বাক্স সয়াবিন তেল। জানতে চাইলে তিনি বলেন, ‘বাসায় খাওয়ার জন্য দোকানের কর্মচারীদের লাইনে দাঁড় করিয়ে দিয়ে কিনেছি ২ লিটার বোতলজাত সয়াবিন তেল।’ দোকানে ওই তেল রেখে বিক্রি করছেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দোকানে কর্মচারী থাকা ছেলেটি ভুল করে বিক্রির চেষ্টা করছিল।’ তবে দোকানে পাওয়া টিসিবির বাক্সের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।
এ সময় সাংবাদিকেরা ছবি তোলা শুরু করলে আশপাশের দোকানিরা দ্রুত দোকান বন্ধ করে পালিয়ে যান। ক্রেতাদের মধ্যে বিষয়টি জানাজানি হওয়ার পর তাঁরা অসাধু ব্যবসায়ী বলে আখ্যা দিয়ে তাঁর দোকান থেকে পণ্য কিনবেন না বলে জানান সাংবাদিকদের।
লাহিড়ী বাজার এলাকার টিসিবির ডিলার শিমুল বলেন, ‘দোকানে টিসিবির তেল কোথা থেকে এসেছে, আমার জানা নেই। আমি কোনো দোকানির কাছে বিক্রি করিনি। নিয়ম মেনেই টিসিবির মাল বিক্রি করছি। এমনিতেই ক্রেতার অভাব নেই। দোকানির কাছে বিক্রি করার প্রশ্নই আসে না।’
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বলেন, ‘আমরা নিয়মিত বাজার তদারক করছি। টিসিবির কাছ থেকে কেনা পণ্য খোলাবাজারে বিক্রির প্রমাণ মিললে কঠোর শাস্তির আওতায় আনা হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫