Ajker Patrika

অধিগ্রহণের টাকা না পেয়ে বাঁধ কেটে চাষবাদ শুরু

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা)
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৬
অধিগ্রহণের টাকা না পেয়ে বাঁধ কেটে চাষবাদ শুরু

সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলের জোয়ারধার (টিআরএম) প্রকল্পের আওতায় থাকা পেরিফেরাল বাঁধ কেটে চাষাবাদ শুরু করেছেন কৃষকেরা। গত নয় বছর ধরে জমি অধিগ্রহণের টাকা (হারি) না পেয়ে এমনটা করছেন বলে দাবি স্থানীয় কৃষকদের। একদিকে হারির টাকা না পেয়ে যেমন জমির মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন না হলে পুনরায় কপোতাক্ষ নদ ভরাট হয়ে এসব অঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এর ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়বেন এসব অঞ্চলের চাষিরা।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১১-১২ সালে কপোতাক্ষ প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলের জোয়ারধার (টিআরএম) তৈরির উদ্যোগ নেয় সরকার। এ জন্য উপজেলার জালালপুর, খাশরা, মাগুরা ইউনিয়নের ইউনিয়নের কৃষকদের জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণের পর প্রথম দুবছর (২০১১ ও ২০১২ সালে) জমির মালিকদের হারি (ইজারার টাকা) দেওয়া হয়। সরকারি হিসেব অনুযায়ী এসব এলাকার ৮৪ শতাংশ কৃষক এই হারি পান। এর পরে হঠাৎ করেই হারি দেওয়া বন্ধ হয়ে যায়। গত নয় বছর ধরে হারি পাননি জমির মালিকেরা। এ কারণে এসব এলাকার কৃষক ও চাষিরা বাঁধ কেটে দুবছর ধরে চাষাবাদ শুরু করেছেন। ২০১৯ সাল থেকে জমিতে ফসল ফলিয়ে আসছেন কৃষকেরা।

উপজেলার দোহার গ্রামের গোলাম মোস্তফা বলেন, ‘টিআরএম প্রকল্পের মধ্যে আমাদের চার ভাইয়ের ৪০ বিঘা জমি রয়েছে। দুবছর হারি পাওয়ার পরে নয় বছর হয়ে গেল আমরা এ জমি বাবদ কোনো টাকা পাই না। এতে করে আমাদের অর্থনৈতিক সমস্যা দেখা দিলে আমরা বাধ্য হয়ে আবার ধান লাগাতে শুরু করেছি।’

একই গ্রামের আ. বারি সরদার (৪৮) বলেন, ‘টিআরএম আবারও হোক সেটা আমরাও চাই। তবে আমাদের এই নয় বছরের হারির টাকা দিতে হবে। অর্থের অভাবে আমার ছেলের লেখাপড়া পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের অন্য কোনো উপায় নেই।’

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘ওই এলাকার পরিস্থিতি সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানিয়েছি। সরেজমিনে পরিস্থিতির ওপর রিপোর্ট জমা দিতে বলেছে পাউবো।’

যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তহিদুল ইসলাম বলেন, ‘অনেকের জমির কাগজপত্র ঠিক না থাকায় তাদের হারি পেতে বিলম্ব হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত